নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

এবার একজন সাওতালি হতে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৭



অভিনন্দন দ্রৌপদী মুর্মু




পূর্ব ভারতীয় রাজ্য ওড়িশার মেয়ে দ্রৌপদী মুর্মুর জন্ম ১৯৫৮ সালের ২০ জুন। একজন সাধারণ কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু তার। এরপর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাসের অংশ হয়ে গেছেন।ওড়িশা সরকারের একজন কেরানি হিসাবে কর্মজীবন শুরু হয় মুর্মুর। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সেখানকার সেচ ও জ্বালানি বিভাগের জুনিয়র সহকারী হিসাবে কাজ করেন তিনি। শাশুড়ির পীড়াপীড়িতে ভুবনেশ্বরে চাকরি ছেড়ে দেওয়ার পর পরিবারের দেখভালের জন্য রায়রাংপুরে ফিরে আসেন দ্রৌপদী। পরে শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল স্কুলে শিক্ষকতার চাকরি নেন তিনি। দ্রৌপদীর রাজনীতিতে পথচলা শুরু হয় ১৯৯৭ সালে। ওই বছর তিনি রায়রাংপুরের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। তাকে প্রায়ই ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আবর্জনা অপসারণের সময়ও রোদে দাঁড়িয়ে শহরের স্যানিটেশন কাজের তত্ত্বাবধান করতে দেখা যায়।

গত কয়েক দশক ধরে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কাজ করেন। ময়ূরভঞ্জে নিজ শহর রায়রাংপুর থেকে তিনি ২০০০ এবং ২০০৯ সালে ২ বার বিজেপির হয়ে রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন।

দ্রৌপদী মুর্মুর বয়স ৬৪ বছর। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। এরপরই দ্রৌপদী ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ।

ওড়িশার সাওতাল পল্লীতে নেমে এসেছে উৎসবের আমেজ । নাচ গান আর পান চলছে দেদারছে ।

ক্ষুদ্র নৃ গোষ্ঠীর দিকে মোদীর তুন নিক্ষেপ বিজেপিকে আরেকবার দিল্লীর মসনদে বসাতে পারে ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সব ব্যাপারে ভারতও আমাদের চেয়ে অনেক অগ্রগামী।

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫১

শাহ আজিজ বলেছেন: হ্যা , তাই তো দেখা যাচ্ছে । আমরা তো গারোদের কবর দিয়েছি , চাকমাদের উপর নিপীড়ন ( অবশ্য এখানে আমাদেরও কিছু কথা আছে) চলছে । অন্যান্য নৃ গোষ্ঠী খুব সুবিধায় নেই । আমার হিন্দু বন্ধুদের অনেকেই পাড়ি দিয়েছে ওপারে । নৃ গোষ্ঠীর কাউকে এমন মর্যাদা আমরা কখনই দেবনা , দেইনি ।

২| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



গরু মেরে জুতা দান: ধর্মীয় রাজনীতির ফলে নিম্নবর্ণ ও মুসলমানদের অবস্হা ভয়ংকর, সেটার উপর প্রলেপ দিলো।

২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: পুরো ঘটনাটা বিশ্লেষণ করলে সেরকমই দাড়ায় ।

৩| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:


বর্তামান বিশ্ব পরিস্হিতিতে অভিজ্ঞা ও পাকিস্তান, চীন, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্হাপন করতে পারে, সেই রকম দক্ষ কোন ১ জনকে দেয়ার দরকার ছিলো। এই পদে যে রাজনীতিবিদ থাকতে হবে, সেটার দরকার নেই।

২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: একজন দক্ষ মোদী থাকলেই হবে , ব্যাস আর কিছু চাই না ।

৪| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২২

জুল ভার্ন বলেছেন: লোক দেখানোর জন্য মোদি বাবু দয়া করে সংখ্যালঘুদের একটা ভাগা দিছে।

২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

শাহ আজিজ বলেছেন: গরীব নৃ গোষ্ঠী খুশীই হবে । যে নাচাগানা দেখলাম । প্লান সাক্সেসফুল ।

৫| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভারতের কাছে একদিনে আগামী ১০০ বছরের রাজনীতি শিখতে হবে। দ্রৌপদী মুর্মুকে তারা কোনো রাজ্যের সিএম করেনি! অম্ভবেরও অসম্ভব বিষয়! কিন্তু কাঠপুতলা রাষ্ট্রপতি করে সমগ্র বিশ্বের কাছে বাহবাহ নিয়ে নিচ্ছে।

ভারত এতো উদার মনোভাব হলে দ্রৌপদী মুর্মুকে ভারতের প্রধানমন্ত্রী করে দিক।

২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫০

শাহ আজিজ বলেছেন: না না না ঠাকুর মশাই তা কক্ষনো নয় , ওটা ভাবাও পাপ ।

৬| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: দ্রৌপদী মুর্মুকে তারা কোনো রাজ্যের সিএম করেনি! কিন্তু কাঠপুতলা রাষ্ট্রপতি করে সমগ্র বিশ্বের কাছে বাহবাহ নিয়ে নিচ্ছে।

রাস্টপতি পদে বসে তিনি কোন সমস্যা সৃস্টিকরতে পারবেন না। এতে বিরাট প্রচারনা হলো, ভোটে সুবিধা হবে, বিশ্বে ইমেজ বাড়বে... ;)

২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১

শাহ আজিজ বলেছেন: রাস্ত্রপতি পদটা এমনি ঠুনকো বানিয়ে ফেলছে , দুঃখজনক ।

৭| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২

কামাল৮০ বলেছেন: সে একজন পরীক্ষিত বিজেপি।যোগ্যতাই তাকে এখানে নিয়ে আসছে।

২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম , অস্বীকার করার তাকত নেই আমাদের।

৮| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



শাহ আজীজ ভাই ও নতুন ভাই সে কারণেই বলেছি ভারতের কাছে একদিনে আগামী ১০০ বছরের রাজনীতি শিখতে হবে।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: B-) =p~ :-B


তথাস্ত ঠাকুর !!

৯| ২২ শে জুলাই, ২০২২ রাত ১১:০১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমাদের মাননীয় রাষ্ট্রপতির (মত করে) নির্বাচিত হচ্ছেন নাকি?

২২ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: একই , পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচন করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.