নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

"এমন একটা ঝিনুক খুজে পেলাম না " নির্মলা মিশ্র অনন্তলোকে

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫০






সিনিয়র ব্লগাররা কেউ "এমন একটি ঝিনুক খুজে পেলাম না " গানটি শোনেননি মনে হয় না । আমি নির্মলাকে শোনা শুরু করেছি ৭১ সালে যুদ্ধের সময় । কলকাতায় ১টা বাজে অনুরোধের আসরে বিখ্যাত গায়ক গায়িকারা বাংলায় গান করতেন আকাশ বানীতে । রেডিওটি হাতছাড়া করতাম না কারন সন্ধ্যায় আবার স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের খবর আর অন্য অনুষ্ঠান । সেই নির্মলাকে মনে রেখেছি ইউ টিউবে , আগে ক্যাসেট ছিল । অনেক জননন্দিত গানের গায়িকা নির্মলা মিশ্র কাল রাতে অনন্তলোকে পাড়ি দিলেন অনেক রোগে শোকে ভুগে ভুগে । বয়স হয়েছিল ৮৪ বছর । কাল বিকালে তার দাহ কেওড়াতলা শ্মশানে ।

নির্মলার ইউ টিউব লিঙ্ক দিলাম , শুনবেন ।নির্মলা

ছবিঃফেসবুক ফ্যান পেজ

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

"বাংলার গানে যার নামেই বসন্ত,
তিনিই গায়ক-সুরকার হেমন্ত
ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র
বনে নয় মনে আমাদের মানবেন্দ্র! "

নির্মলা মিশ্র এর নাম শুনেছিলাম নচিকের এই গানে। এরপর ঝিনুকের সন্ধানের গান "এমন একটা ঝিনুক খুজে পেলাম না " শুনে ফেলা হলো।

তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। - গানটাও অনেক ভালো লাগতো। শ্রদ্ধা রইলো শিল্পীর প্রতি।





৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: ভালবাসার মানুষেরা কোথায় চলে যায় ??

২| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: ভালবাসার মানুষেরা কোথায় চলে যায় ??


কোথাও যান না। কাছেই থাকেন। দেখতে না পাওয়া সেটা আমাদের ব্যর্থতা।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৭

শাহ আজিজ বলেছেন: হুম

৩| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

** ব্যর্থতা নয় --- সীমাদ্ধতা।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৮

শাহ আজিজ বলেছেন: হ্যা , এবার ঠিক আছে । ব্যারথতা হলে পোস্ট দিতে পারতাম ?

৪| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সীমাবদ্ধতা বানানো ভুল করেছি। বুঝুন অবস্থা।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

শাহ আজিজ বলেছেন: আমিও খেয়াল করিনি !!!

৫| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: গানটি আমিও শুনেছি।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৮

শাহ আজিজ বলেছেন: কে গাইত তা জানতে ?

৬| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: কে গাইত তা জানতে ?
না, জানতাম না।
এমন আরো কতো গান আছে যা শুনেছি, শুনতে ভালোও লাগে। কিন্তু সেই গান সম্পর্কে আর কিছুই জানি না।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: প্রথমেই ইউ টিউব সার্চ দিয়ে তারপর নাম নিয়ে গুগল করবে । বিস্তারিত পাবে ।

৭| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



খুবই উঁচুমানের গায়িকা ছিলেন।

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

শাহ আজিজ বলেছেন: আমার লিস্টে প্রথম সারির গায়িকা নির্মলা মিশ্র ।

৮| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নির্মলা মিশ্র'র গাওয়া সবচাইতে পরিচিত ও জনপ্রিয় গানটি 'তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।' তার গায়কীতে যেমন চমৎকারিত্ব, গানটিও সুরেলা এবং ঝঙ্কার ও ছন্দে এক অতুলনীয় মূর্ছনার সৃষ্টি করে। আমরা স্কুল জীবনে মাইকে সর্বপ্রথম এ গানটা শুনি। মেয়েরা অনেক বেশি গাইত গানটা বিভিন্ন অনুষ্ঠানে।

তার প্রতি শ্রদ্ধাঞ্জলি।




৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:০৪

শাহ আজিজ বলেছেন: ওটাও চমৎকার কিন্তু আমার কাছে বেশি ভাল্লাগে ঝিনুক খুজে পেলামনা গানটি ।

৯| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না

৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । উপরের লিঙ্কে পুরো এ্যালবাম দেয়া আছে ।

১০| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত গুণী শিল্পী ছিলেন।

৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: বাংলা গানের জগতে খুবই গুণী শিল্পী ।

১১| ০১ লা আগস্ট, ২০২২ ভোর ৪:৩৭

কামাল৮০ বলেছেন: ৬০ এর দশক থেকেই তার গান শুনে শুনে বড় হয়েছি।যাদের গান শুনে বড় হয়েছি তাদের অনেকেই নাই।দুই চার জন যদিওবা আছে তারা আর গান গান না।এ গানটি তার একটি জনপ্রিয় গান।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি শুনতে পেতাম পুজোর সময় বাড়ির পাশে মাইকে । এবং ভাল লাগা গানগুলো যারা গাইতেন তাদের ছবি প্রথম দেখি ৭২ সালে । উচ্চ রক্তচাপ , প্যানিক অ্যাটাক ইত্যাদির কারনে প্রায় সব গাইয়েদের চর্চা বন্ধ হয়ে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.