নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আয়মান আল জাওয়াহিরি নিহত

০২ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৪৫

জাওয়াহিরি





আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি গেল সপ্তাহের শেষ দিকে মার্কিনীদের দ্রোণ আক্রমনে কাবুলে নিহত হয়েছেন ।
২০১১ সালে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন সিল বাহিনী । আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ঘণ্টা খানেক আগে এক বিশেষ প্রেস ব্রিফিং এ এই ঘোষণা দেন ।

দি পিপলস ডেইলি / ইন্ডিয়া টুডে । মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

ছবি ইন্ডিয়া টু ডে
-----------------------------------------------------------------------------
আপডেটঃকর্মকর্তারা বলছেন, যখন আমেরিকার ড্রোন থেকে দুটি মিসাইল হামলা চালানো হয় তখন জাওয়াহিরি একটি সেফ হাইজের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।

তখন পরিবারের অন্যান্য সদস্যরাও সে বাড়িতে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের কোন ক্ষতি হয়নি।

প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, ৭১ বছর বয়সী জাওয়াহিরিকে হত্যার জন্য হামলা করতে তিনি অনুমোদন দিয়েছিলেন। এজন্য কয়েকমাস পরিকল্পনা করা হয়।

জাওয়াহিরিকে হত্যার মধ্য দিয়ে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় হামলায় নিহতদের পরিবারের জন্য বিচারের বিষয়টি সুরাহা করবে।

" এর জন্য কতদিন সময় লেগেছে সেটা বড় বিষয় নয়, কোথায় লুকিয়ে ছিল সেটাও কোন ব্যাপার নয়। তুমি যদি আমেরিকার জনগণের জন্য হুমকি হও, তাহলে আমেরিকা তোমাকে খুঁজে বের করবে," বলেন মি. বাইডেন।

আল-জাওয়াহিরি মিশরের ইসলামি জিহাদ নামক জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেন। ওসামা বিন লাদেন ২০১১ সালের মে মাসে মার্কিন বাহিনীর হাতে নিহত হবার পর আল-জাওয়াহিরি আল-কায়েদার নেতৃত্ব গ্রহণ করেন।

তার আগে আল-জাওয়াহিরিকে ওসামা বিন লাদেনের ডান হাত আর আল-কায়েদার মূল চিন্তাবিদ বলে গণ্য করা হত।

অনেকে মনে করেন আয়মান আল-জাওয়াহিরিই ছিলেন ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় হামলার মূল রূপকার। বিবিসি

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মার্কিনীদের একটা বড় চিন্তা গেল।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: হুম , দেখা দরকার নতুন কোন চিন্তা সামনে আছে কিনা ।

২| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: আগেও বেশ কয়েকবার এই লোকের এমন মৃত্যু/হত্যার নিউজ হয়েছে।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১১

শাহ আজিজ বলেছেন: তবে এবার সত্যি হবে কারন করোনা আক্রান্ত জো বিছানা ছেড়ে প্রেস ব্রিফিং দিয়েছেন ।

৩| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০৩

অগ্নিবেশ বলেছেন: আল্লাহর রাহে যারা মারে এবং মারে তাদের বেহস্ত নিশ্চিত।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: উভয়ের জন্যই বেহেস্ত নিশ্চিত ।

৪| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


৯/১১ কারিগর ছিল বলে।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১৩

শাহ আজিজ বলেছেন: এদের মোট বদ পৃথিবীতে কমই আছে ।

৫| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১০

সাসুম বলেছেন: পশ্চিমা নাস্তেক নাসারা দের বিরুদ্ধে জিহাদের ময়দানের বীর সেনানী আয়মান আল জাওয়াহিরি হুজুরের মৃত্যু একটা বড় ধাক্কা কোটি কোটি মোসলমান এর জন্য।

ইন্না লিল্লাহে ওয়াইন্নালিল্লাহে রাজিউন। আল্লাহ উনার খাস মেহমান করে নিলেন হুজুর কে।

ইয়া পরওয়ারদিগার, তুমি হুজুরের সকল গুনাহ মাফ করে দিয়ে উনাকে জান্নাতুল ফেরদৌস এর সুখবর পৌছে দাও। আমীন

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১৫

শাহ আজিজ বলেছেন: --------------- বলুন এশিয়া আফ্রিকা মুক্তি পেল -----------------------

৬| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১০

কামাল৮০ বলেছেন: একে মেরে এর লাভই করেছে।বেহেস্তে এখন ৭২ হুর নিয়ে আছে।বেঁচে থাকা কালে বহুত ঝামেলায় ছিল।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: হুম , আলহামদুলিল্লাহ

৭| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:২৩

সোনাগাজী বলেছেন:


আমেরিকা এদের হাতে যেভাবে নাজেহাল হয়েছে, যেভাবে আমেরিকান সম্পদ বিনষ্ট হয়েছে; সব মিলায়ে দেখলে বুঝা যাবে যে, আমেরিকার বুদ্ধিমত্তা নীচের দিকে যাচ্ছে।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:৩২

শাহ আজিজ বলেছেন: হুম হয়তবা তাই । নতুন পরিকল্পনায় মত্ত তালেবান - আল কায়দা যৌথ বিনিয়োগ নষ্ট হল ।

মার্কিনীরা প্রমান করল আল কায়দার বড় আশ্রয়দাতা তালেবান ।

৮| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাওয়াহিরিকে নজরুলের বিদ্রোহী কবিতার বিদ্রোহী মনে হতো।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: কৈ আগরতলা আর কৈ চকির তলা । ;)

৯| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকার পথের কাঁটাকে আপনি চকির তলা মনে করছেন? এটা আমেরিকার জন্য বড় রকমের অবমাননা। সে গুরুত্বহীন হলে বাইডেনকে তার মৃত্যুর খবর দিতে হবে কেন? আর শাহ আজিজ কেন তাকে নিয়ে পোষ্ট দিবে? আমি তো শাহ আজিজের পোষ্ট দেখেই তাকে গুরুত্বপূর্ণ ভেবে ছিলাম। আমার কি দোষ?

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: =p~

সোভিয়েত - আফগান যুদ্ধের সময়ে সি আই এর হাতে এদের সৃষ্টি ,। তো স্রষ্টার হাতেই হত হতে হচ্ছে ।

১০| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৩৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



আই, এস এবং তার মিত্ররা মুসলমানদের শত্রু।

ভুল ভাবে তারা ইসলামের ব্যাখ্যা দিয়ে মুসলমানদের হেয় করছে।

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৭

শাহ আজিজ বলেছেন: আমি ধর্মীয় পরিচয়টাকে বড় করে দেখি না । এরা লাগাতার সাধারন মানুষকে হত্যা করবে আর আমরা তাই মেনে নেব । কক্ষনই না ।

১১| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৪২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:







০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: সব সন্ত্রাসী গোষ্ঠী মানবতার তথা আল্লাহর শত্রু ।

১২| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার ভাবতে অবাক লাগে আমেরিকায় হামলার এতো সক্ষমতা এরা পেলো কি করে?

০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: ওটা একক হামলা ছিল না , সম্ভবও না । অনেক কিছুর স্বার্থ উদ্ধারে ঐ হামলা করেছিল আরবরা । পেছনে আমেরিকা ।

১৩| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫২

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় তালেবানদের কাছে এই ব্যাটা অপ্রয়োজনীয় ছিলো তাই এরাই এর অবস্থান আমেরিকা কে জানিয়ে দিয়েছে !!

ভালো একটা কাজ হইছে । বদমাইশ যতো তারাতারি পৃথিবী থেকে বিনাস হয় ততই মঙ্গল !!!!

এখন দেখার বিষয় নয়া বদমাইশ কখন পয়দা হয় !!!

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:০৭

শাহ আজিজ বলেছেন: এটাও কালেক্টিভ এফোরট ছিল । আমার ধারনা জাওয়াহিরি পাকিস্তান ও ভারতে তাদের কাজ এগিয়ে নেবার জন্য কাবুলে ঘাটি গেড়েছিল তালেবানের একাংশের সাহায্যে । চীনে উইগুরদের উপর চীনাদের অত্যাচারে অতিষ্ঠ মুসলিমরা আফগানদের সাহায্য চাইছিল । চীনের গোয়েন্দারা এ ব্যাপারে হাত বাড়াতে পারে । আঞ্চলিক বিষয়ে অনেক সময় শত্রু মিত্র এক হয়ে তথ্য বিনিময় করে । চীনকে আমেরিকার খুব দরকার ।


বদ পয়দা হয়ে আছে , মাথা বের করতে যা দেরি ।

১৪| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:১২

হাসান কালবৈশাখী বলেছেন:

লাদেন নিহত হওয়ার পর আয়মান আল-জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়।
ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জাওয়াহিরি। ওসামা বিন লাদেন বেঁচে থাকা অবস্থায় জাওয়াহিরিকে আল-কায়েদার দ্বিতীয় প্রধান মনে করা হতো।
মিশরের একজন নামী শল্যচিকিৎসক ছিলেন জাওয়াহিরি। তাঁকে আল-কায়েদার তাত্ত্বিক গুরু বলে মনে করা হতো। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার তিনিই ছিলেন মূল কারিগর।

এই জাওয়াহারি বাংলাদেশকেও হুমকি দিয়েছিলেন। আয়োজন করে।
ফাঁসির সময়টা আর বিদেশী হত্যা ব্লগার হত্যার তান্ডব চলাকালে। এই জাওহারি বাংলাদেশে হামলার হুমকি দিয়েছিলেন। ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের ম্যাপ রেখে জাওয়াহারির ছবি রেখে ভয়াবহ অডিও ভিডিও হুমকি জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার ও দণ্ড নিয়ে আল কায়েদার ক্ষোভও বার্তায় উঠে এসেছিল।
জাওয়াহারি বলেছিলেন
“শত শত আলেমকে কঠিন সময় পার করতে হচ্ছে। তাদের আটক করে জেলে পাঠানো হচ্ছে, বিচারের মুখোমুখী করা হচ্ছে; কোনো অপরাধ না থাকার পরও মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের মতো সাজা দেয়া হচ্ছে। তাদের একমাত্র দোষ ছিল ইসলামবিরোধীদের বিরুদ্ধে দাঁড়ানো।”

বিএনপি-জামাত তথা জামাতের সাথে যে অন্তর্জাতিক জঙ্গিগোঠির ভাল যোগাযোগ ছিল এটাই তার প্রমান।
বার্তাটির স্ক্রিপ্ট এদেশী এদেশী কেউ লিখে দিয়েছিল অবস্যই। কারন বাংলাদেশের এত ভেতরের ডিটেইল খবর জাওয়াহেরীর জানার কথা না। আর অডিওর সাথে যে হেফাজত-জামাত নির্জাতন ও অন্য কয়েকটি ছবি দেয়া হয়েছিল, সেগুলো নেয়া হয়েছিল শিবিরের বাশের কেল্লা থেকে।
বাশের কেল্লা চালালো হত লন্ডন থেকে জামাতের সহায়তায়।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২১

শাহ আজিজ বলেছেন: এই বাঁশের কেল্লা আমার পিছনে ফেসবুকে জোঁকের মত লেগেছিল , শেষে পুরো ব্লক করতে পেরেছি ।


তোমার লেখা শেষের লাইনগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ , জাওয়াহিরি মারা যাওয়াতে বি এন পির বেশ ক্ষতি হয়ে গেল ।

১৫| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
জাওয়াহারির বাংলাদেশকে হুমকি দেয়া বার্তার একটি স্কিনশট

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৭

শাহ আজিজ বলেছেন: আমি এটা দেখিনি , ভাল হল দেখতে পেয়ে ।


যাক হুমকি ইতিমধ্যে দাফন হয়ে গেছে ।

১৬| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আহারে

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:২৩

শাহ আজিজ বলেছেন: ইশ শি রে

১৭| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৩৯

কোনেরোসা বলেছেন: ৯/১১ একটা ইনসাইড জব ছিল। শাহ আজিজরা সেটা কখনও মানবে না।

http://www.ora.tv/offthegrid/playlist/politics/2014/5/1/did-the-bbc-predict-wtc-7s-collapse-0_tw57ffx6xg8

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩

শাহ আজিজ বলেছেন: মানিনা একথা বলিনি । আমি তো পেজে আছিই তারপরও "শাহ আজিজরা মানবে না" এরকম অগ্রিম কথা বার্তা ঠিক নয় । সদালাপী হতে শেখ ।

১৮| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: জঙ্গিবাদ উগ্রবাদিতা এবং তাদের যারা সমর্থন করে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে এদের শাস্তি দিবেন।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: ধনবান আরবিয়রা স্বপ্নের নায়ক হতে গিয়ে যেখানে সেখানে মরে পড়ে থাকছে । কি ব্যার্থ প্রয়াস মহানায়কদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.