নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হবার পর আবারও আলোচনায় এসেছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র। খুব সফলতার সাথে হামলার ফলে ভবিষ্যতেও এমন হামলার সম্ভাবনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিপদ হচ্ছে জঙ্গিদের হাতে এই হেলফায়ার পড়লে অনেক অনৈতিক হত্যাকাণ্ড ঘটবে । জাওয়াহিরিকে হত্যার জন্য ড্রোন থেকে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।২০১৫ সালে সিরিয়ায় ব্রিটিশ বংশোদ্ভূত ইসলামিক স্টেটের জঙ্গি ‘জিহাদি জন’ এবং ২০২০ সালের শুরুর দিকে বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলেমানিকে হত্যায় এই ‘হেলফায়ার্’ ক্ষেপণাস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। আরও কত জায়গায় হেলফায়ার ব্যাবহার হয়েছে তার কোন তথ্য নেই । মনে করা হয় নিঃশব্দ হত্যাকাণ্ডগুলি হেলফায়ার দিয়েই সম্পন্ন হয়েছে । আল কায়েদা নেতা জাওয়াহিরির ওপর হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র কী ধরনের তথ্য সংগ্রহ করেছিল, তার কিছু কিছু প্রকাশ হচ্ছে।আল-কায়েদার এই নেতার ওপর হামলার পর মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, নিয়মিত বারান্দায় যাওয়ার অভ্যাস ছাড়াও জাওয়াহিরির ‘জীবনযাপনের ধরনের’ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল।
ফলে বুঝা যায়, মার্কিন কর্মকর্তারা জাওয়াহিরির বাড়ির ওপর কয়েক মাস না হলেও অন্তত কয়েক সপ্তাহ ধরে নজর রেখেছিলেন। জাওয়াহিরির সফল হত্যার পর আমেরিকা মুখ খুলেছে কিছুটা । লোকালয়ে সম্ভবত হেলফায়ারের এটাই প্রথম ব্যাবহার । আমেরিকার মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা এখন তাদের চলাফেরার কৌশল পালটাবে । বাচতে তো হবে ।
আনন্দবাজার ও বিবিসি থেকে
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
শাহ আজিজ বলেছেন: সত্যি কথা । আমরা সবই বুঝি কিন্তু পালন করি না ।
অকারন জ্বিহাদে মানুষ হত্যা আরেকটি পাপ ।
২| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভয়ংকর অস্ত্র।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: নিঃশব্দে কেটে কুটে সাফ করে দেবে , কসাই চাপাতি ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:৩৮
ককচক বলেছেন: তার মানে আমেরিকা আফগানিস্তানের উপর গোয়েন্দা নজরদারি রেখেছিলো।আমেরিকার কাছে এমন ইউনিক ভয়ংকর অস্র আরো থাকতে পারে; তারা কথায় নয়, কাজে নিজেদের প্রমাণ করে।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১০:২৪
শাহ আজিজ বলেছেন: নজরদারি সব জায়গাতেই করে । এই আক্রমন পাকিস্তান থেকে করেছে ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৯:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
হেল ফায়ার একটি পুরোনো অস্ত্র। ৪০ বছর আগের। ভয়ংকর নয়, সাধারন।
এপাচি হেলিকপ্টারে বহন যোগ্য, মুলত একটি ট্যাঙ্ক বিধ্বংশি অস্ত্র, এর বিস্ফোরক প্রচলিত হলোচার্জের চেয়ে উচ্চশক্তি সম্পন্ন।
ইরাকে সাদ্দাম দমনের যুদ্ধে ব্যাপক ব্যাবহৃত হয়েছে।
তবে জাওহারিকে মারতে হেলফায়ার অস্ত্রটি ভয়ানক ছিল না, আদীম যুগের লোহার একটি বল্লম বলা যায়।
বেসরকারি হতাহত এড়াতেই এই মিসাইলটিকে কাষ্টম বিল্ট করে তৈরি হয়েছে, মিসাইলের সব বিস্ফোরক ফেলে দিয়ে খোলসের উপর ৬টি ফোল্ডিং ফিন লাগানো হয়েছে।
সাক্সসফুল। কারন জাওহারি বাদে কোন নিরিহ বেসামরিক লোক নিহত হয়নি।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১০:২৬
শাহ আজিজ বলেছেন: হুম , ধন্যবাদ হাসান ।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১০:১৪
কামাল৮০ বলেছেন: বিচারহীন যে কোন হত্যাই খারাপ।জঙ্গিদের হাতে পড়লে যেমন খবর আছে,জঙ্গি রাষ্ট্রের হাতে পড়লে আরো বেশি খবর আছে।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১০:২৭
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই তবে এই হত্যা প্রাপ্য ছিল আল কায়দার ।
৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:০৭
শেরজা তপন বলেছেন: এটাকে ঠিক ভয়ঙ্কর বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না
০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৬
শাহ আজিজ বলেছেন: ভয়ঙ্কর কেন নয় ? একাকী একজন মানুষকে কচুকাটা করবে নিঃশব্দে পাশের জন টের পাবে না , ভয়ঙ্করই তো । এই হামলা পাকিস্তানে বসে করেছে সি আই এ , সাঙ্ঘাতিক ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৩৮
কোনেরোসা বলেছেন: আপনি আমেরিকার দালাল, ড্রোন হামলা সমর্থন করা দালাল।
০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৭
শাহ আজিজ বলেছেন: তোর বাপে দালাল ।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৪০
কোনেরোসা বলেছেন: ৯/১১ একটা ইনসাইড জব ছিল। ৯/১১ এর দোহাই দিয়ে আমেরিকা বহু মানুষ হত্যা করেছে।
০৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৮
শাহ আজিজ বলেছেন: তাতে তোর কি ? খাউজায় না ?????
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ মানুষকে মারার জব্য বছরে
যত অর্থ ব্যয় করে তার অর্ধেক যদি
ক্ষুদার্থ মানুষের খাবার যোগাতে ব্যয়
করতো তা হলে পৃথিবীর কেউ না খেয়ে
মারা যেতোনা বলে আমার বিশ্বাস।