নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেল সপ্তাহে ঢাকার একটি সিনেমা হলে এক লুঙ্গি পরিহিত বয়স্ক মানুষকে হলে ঢুকতে দেয়নি হল দারোয়ানরা । আমার মনে হয়েছিল এ এক তীব্র কষাঘাত জাতির গালে । প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই লুঙ্গি পরে হলে গিয়ে সিনেমা দেখেছে । ছবির ভদ্র লোককে আমি চিনিনা , আজ ফেসবুকে তিনি ঘোষণা দিয়েছেন আমেরিকা থেকে লুঙ্গি পরে লন্ডন আসবেন প্লেনে করে । এ এক ধরনের প্রতিবাদ । লুঙ্গির অপরাধটা কি সেটাই বোঝা যাচ্ছে না । বিদেশ গিয়ে বাবু আর আধুনিক সাজতে গিয়ে পাজামা রাতের বেলা খুলে লুঙ্গি পরে শান্তির ঘুম ঘুমালাম । চীনা বান্ধবী চট করে লুঙ্গি উঠিয়ে দিয়ে বলল কি কমফোর্টেবল , মাইরি বলছি । আমাদের এখানে প্যান্ট , জাঙ্গিয়া , মাঙ্গিয়া টেনে খুলে স্বর্গ সুখ নিতে হয় ।
বুঝতেই পারছেন মারেফতি লুঙ্গির হাকিকত কি ?
পিচ্চি কালে আমাদের তিন ভাইকে নিয়ে বাবা মাগরিবের নামাজ আদায় করতেন প্রতিদিন । তো একদিন বাবা একটু সুর করে সুরা শুরু করলে আমরা পিছনে দাড়িয়ে হেসে ফেললাম । আর যাইবা কৈ ? শিক্ষক বাবা শৃঙ্খলা রক্ষার্থে পিছে ঘুরে আমাকে পেলেন বর্ডার লাইনে , চুল ধরে ঝাকুনি শুরু করতেই আমার সাইড লাইনের দুজন ভেগে গেল জোরে হাসতে হাসতে । বাবার লম্বা পাঞ্জাবির সাথে লুঙ্গি চট করে খুলে গেল । বাবা আমায় মারবেন না লুঙ্গি সামলাবেন , আমায় ছেড়ে দিতেই আমি পগার পার । পশ্চিমের বারান্দায় বাকি দুজনের সাথে সেকি প্রান জুড়ানো হাসি । শুনছি বাবার উচু গলায় বকাবকি ,মাকে বলছেন এই শয়তানগুলোকে নিয়ে আর নামাজ পড়ব না ।
তো লুঙ্গি কিভাবে মাঝে মধ্যে সবাইকে বাচিয়ে দেয় , শিখে রাখুন ।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০১
শাহ আজিজ বলেছেন: রয়াল হোটেলের মালিক ছিলেন নুর আলী হাজী , তিনি সবসময় লুঙ্গি পরে থাকতেন ।
২| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৮
খাঁজা বাবা বলেছেন: সম্প্রতি কক্সবাজারে একটি হোটেলে এক অতিথির সাথেও হোটেল কতৃপক্ষ লুংগি নিয়ে খারাপ ব্যবহার করেছে।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৩
শাহ আজিজ বলেছেন: এসব হচ্ছে আধুনিকতার নামে চরম ক্ষ্যাত আচরন ।
৩| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লুঙ্গির জয় হোক।
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৪
শাহ আজিজ বলেছেন: এশিয়ার বড় একটা অংশের মানুষ লুঙ্গি পরে ।
৪| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: তাই বলে কি বড় শহরে বিদেশে লুঙ্গি পড়ব না----------
কি করে হয় লুঙ্গি ত পরিপাঠি!
ভাল থাকবেন আজিজ দা-----------
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৫
শাহ আজিজ বলেছেন: রাতে লুঙ্গি না পড়লে একদম বদ্ধ বদ্ধ লাগে । লুঙ্গির সবচে বড় মার্কেট সৌদি আরব ।
৫| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চীনা বান্ধবি আবার অন্য কিছু দেখেনি তো?
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২০
শাহ আজিজ বলেছেন: শুধুই দেখা , ললিপপও খেয়েছে
৬| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৬
মোগল সম্রাট বলেছেন:
খুলনার মাননীয় মেয়র এখন সবসময় লুঙ্গী পড়ে অফিস, সভা-সমিতি-জনসভা করতেছেন।
উপরে অবশ্য পানজাবি আর মুজিব কোট আছে
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬
শাহ আজিজ বলেছেন: ওনার কিছু সমস্যা হয়েছে যার কারনে প্যান্ট পরতে পারেননা ।
৭| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুঙ্গি আমারও প্রিয় পোশাক। তবে এই গর্বের পোশাক নিয়ে দেশে ও বিদেশে বাড়াবাড়ি করা উচিত নয়। বিদেশেও রাস্তায় লুঙ্গি পরা উচিত নয়। এখন ২০২২ সাল। লুঙ্গি পরে আধুনিক সমাজে মেলামেশার ধারণা থেকে বের হয়ে আসা উচিত...
১০ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৬
শাহ আজিজ বলেছেন: আফ্রিকার বড় অংশ পুরুষ মহিলা উভয়েই লুঙ্গি পরে । আরবে পরে জুব্বার নিচে । ধরতে গেলে লুঙ্গি আমাদের জাতীয় পোশাক , সাথে গামছা ।
৮| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮
রানার ব্লগ বলেছেন: ভাই সব ঠিক আছে কিন্তু গিট্টু ঠিক থাকে না খালি খুইলা যায়। ঘুমাই ইজ্জত নিয়া সকালে দেখি ইজ্জত জায়গামতো নাই।
১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৮
শাহ আজিজ বলেছেন: এই ব্যাপার খালি তোমার না হজ্ঞলের ঘটে
এইজন্য কিছু লোক আছে যারা কিছু না পইরা ঘুমায়
৯| ১০ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আমি বাসায় থাকলে লুঙ্গি পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে বাড়ির বাইরে কখনোই লুঙ্গি পরা হয় না।
১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৫
শাহ আজিজ বলেছেন: আমাদেরও একই অভ্যাস । এবং এই গরমের দিনে লুঙ্গি একটা আশীর্বাদ । লুঙ্গি দিয়া হাওয়া করা যায় নিচের অংশে , এক্কেরে এ সি ।
১০| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৩
কামাল৮০ বলেছেন: রাতে ঠিক আছে দিনে ঠিক নাই।এখানে বেশির ভাগ মানুষ গরমে হাফ প্যান্ট পরে।
১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৯
শাহ আজিজ বলেছেন: জানি , আপনি পরেন কিনা
১১| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
লু্ঙ্গি শহরে গায়েব হয়ে যাচ্ছে ধীরে ধীরে ; তাই প্রতিবাদ করতে হয়েছে।
১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন: বালিশের নিচে ঠিকই থাকে কিন্তু ।
১২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৪
শেরজা তপন বলেছেন: আপনার বাবার বিষয়টায় মজা পেলাম- মাইরি কি বিব্রতকর অবস্থা!!
১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৭
শাহ আজিজ বলেছেন: উনি এত লজ্জায় পড়েছিলেন যে আর আমাদের নামাজে ডাকতেন না
১৩| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: লুঙ্গিকে একটু আধুনিক করে পকেট আর চেইন সিস্টেম করা উচিত।
আমার আব্বা বলত যে বরিশালের দক্ষিণ অঞ্চলের মানুষ লুঙ্গি আর গামছার পার্থক্য বোঝে না। কোথায় লুঙ্গি পড়তে হবে আর কোথায় গামছা পড়তে হবে এটা তাদের মাথায় থাকতো না। গামছার স্ট্যাটাস আর লুঙ্গির স্ট্যাটাস আসলে সমান না।
আমি একবার তরুণ বয়সে লুঙ্গি পড়ে পুকুরে নামার পর দেখি যে আমার লুঙ্গি খুঁজে পাচ্ছি না। কঠিন বিপদে সেদিন পড়ে গিয়েছিলাম । তবে মানির মান আল্লায় রাখে।
১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:০৯
শাহ আজিজ বলেছেন: ইতিমধ্যেই বাজারে চেইন , বেল্ট , পকেটয়ালা লুঙ্গি বেরিয়েছে ।
যাদের লুঙ্গিই নেই তাদের দোষ কি , গামছাই সই ।
কিভাবে বাইচা গেলেন তা বয়ান করিয়েন একদিন ।
১৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোটকালে আমি স্কাউটিং না করলেও বন্ধুদের কাছে তাদের ক্যাম্পিং অভিজ্ঞতা শুনেছি।
ওরা বলত যে রাতে ক্যাম্পে ঘুমানোর সময় লুঙ্গির নীচে হাফ প্যান্ট পড়ে ঘুমাত।
১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:১০
শাহ আজিজ বলেছেন: আমি স্কাউট ছিলাম এবং অনেক ক্যাম্প করেছি । লুঙ্গির নিচে হাফ প্যান্ট দরকার হয় নাই ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
অনেক বছর আগে আমার কয়েক বন্ধু খুলনার রয়াল হোটেলের চাইনিজ রেষ্টুরেন্টে ডিনারের সময় লুঙ্গি পরে ঢুকে গিয়েছিলাম। লোকজন আমাদের দিকে অতি-অদ্ভূত চোখে তাকিয়ে ছিলো।