নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সুপারি গাছের শড়া

১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৬

ছবি - ফেসবুকে মাহিনুর বেগমের পোস্ট থেকে





গ্রামে থাকা ব্লগারদের কেউ এটাতে চড়েন নি , একদম অসম্ভব । তাল গাছের শড়া বেশ শক্ত হয় এবং বারবার চড়া যায় । আমাদের শহরের বাড়িতে তাল গাছ নেই তবে একটা সুপারি গাছ আছে । আমরা দুধের স্বাদ ঘোলেই মিটিয়ে দিতাম । পিচ্চি কালে মাত্র একবার তালগাছের একটি ডাল ম্যানেজ হয়েছিল । আমরা পুরো দিন ওটায় চড়েছি । শেষে পাছা ছুলে জলতে থাকলে ভঙ্গ দিলাম । এসময়ের ছেলেপিলে কেউ এই দুর্লভ অভিজ্ঞতা অর্জন করেনি ।




ধন্যবাদ সৌরভ গাছের পাতা চিনতে পারার জন্য । এডিট করে দিয়েছি ।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটা সুপারী গাছের ডাল।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: এখন পাতা চেনাও ভুলে গেছি । হায় কপাল ।

২| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫০

কামাল৮০ বলেছেন: এটা মনে হয় নারকেল গাছের।তাল গাছেরটায় মনে হয় চড়া যায় না।আমাদের তাল গাছ,নারকেল গাছ ও অনেক খেজুর গাছ ছিল।তবে সে অনেক দিন আগের কথা।খুটি নাটি সব মনে নেই।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: এটা সুপারি গাছ অথবা সাবু গাছও হতে পারে , বেশ চওড়া দেখাচ্ছে । কিসের পাতা বিষয় নয় , চড়েছেন কিনা সেটাই মুখ্য ।

৩| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: আমাদের ওখানে সুপারি গাছ বিরল! তালগাছ ও তেমন নেই
তবুও এমন কিছু একটাতে চড়েছি- ঠিক মনে করতে পারছি না, কিসের ডাল ছিল সেটা :(

১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: চড়লেই হল , কিসের পাতা বিষয় নয় ।

৪| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৪

কামাল৮০ বলেছেন: এটা মনে হয় নারকেল গাছের।তাল গাছেরটায় মনে হয় চড়া যায় না।আমাদের তাল গাছ,নারকেল গাছ ও অনেক খেজুর গাছ ছিল।তবে সে অনেক দিন আগের কথা।খুটি নাটি সব মনে নেই।

৫| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা এই জিনিষ চালিয়েছি; তবে খুবই কম। আমরা চালাতাম কাঠের তক্তার সাথে বিয়ারিং লাগিয়ে।

এসময়ের ছেলেপেলে পায় ট্রাইসাইকেল! তবে আমার ছেলেকে একটা বিয়ারিং গাড়ি বানিয়ে দেবার ইচ্ছা।

সৌদীতে এসে ব্যাটারী চালিত এক ধরনের গাড়ি দেখেছি, বাচ্চাদের জন্য। চরম ডেঞ্জারাস লাগে। সেই স্পীড।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৩

শাহ আজিজ বলেছেন: আমি চড়েছি এবং পাছা ছুলেছি অনেকবার ।

৬| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কি সুন্দর দৃশ্য ♥️

১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: সেজন্য পোস্ট দিলাম সবাইকে মনে করিয়ে দিতে ।

৭| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:১২

কামাল৮০ বলেছেন: চড়েছি বলে মনে পড়ে না। আমার ছোট বেলা গোলমেলে।জন্ম এক জেলায় ।একেবারে ছোট বেলা কেটেছে কলকাতায়।

১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম , তাহলেই বিপদ , কলকাতায় হলে ট্রামে চড়েছেন ।

৮| ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৭

কালো যাদুকর বলেছেন: একেবারে ছোটবেলায় গ্রামে চড়েছি।

১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৩

শাহ আজিজ বলেছেন: প্রায় সবাই ছোটবেলাতেই চড়েছেন । বেশি ভারী হয়ে গেলে টানা মুশকিল ।

৯| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইবার বাড়িতে গেলে ছেলেকে চড়াবো। এখন একটু বড় হয়েছে বসতে পারবে।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১১

শাহ আজিজ বলেছেন: B-) খুব মজা হবে হা হা হা

১০| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১২

রানার ব্লগ বলেছেন: আমাদের দেশে ওটাকে সুপাড়ি গাছের খোল বলে

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১২

শাহ আজিজ বলেছেন: আমাদেরও খোলা বলে আর টানার জন্য বানালে শড়া বলে ।

১১| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩১

জুল ভার্ন বলেছেন: ভাইজান, গ্রাম বাংলায় এখন আর এই খেলা নাই। আমরা এটাকে বলতাম সুপারি খোল গাড়ি। কিছুদিন আগে গ্রামে গিয়ে দেখলাম- ছোট ছোট বাচ্চারা বেবি সাইকেল চালায়। ক্রিকেট খেলে। খালি পায়ে কেউ নাই,প্রায় সবার পায়ে কেডস। ইয়াং ছেলেমেয়ে মোটরসাইকেল.....

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: বদলে দাও বদলে যাও । :-B

১২| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি মজার।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.