নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ উত্তরায় নির্মাণাধীন মেট্রো রেলের গার্ডার ক্রেন ফেইল করে চলাচলকারী একটি গাড়ির উপর পড়ে গাড়ির ৪ জন আরোহী নিহত হয়েছে , মর্মান্তিক । কাজ চলাকালিন সময়ে রাস্তা কেন বন্ধ করা হয়নি তা আমাদের জিজ্ঞাসা । পুরো লোড নিতে অক্ষম ক্রেন কেন ব্যাবহার হচ্ছিল তা জানা যায়নি । ক্রেন চালকের দক্ষতায় ৪ টি জীবন ঝরে গেল । উত্তরার দূর্ঘটনায় ৪ জন মানুষ নিহত হয়েছে এটি সম্পূর্ণ কর্তৃপক্ষের অবহেলা।তারা বছরের পর বছর গার্ডার ঝুলিয়ে রাখেন।আর খালি প্রকল্পের ব্যয় করেন।এদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত এবং একটি দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে নজির স্থাপন করা হোক। গাড়ির ভেতরে থাকা আরও দুজন আহত ।
ছবিঃআরিফ জেবতিকের পোস্ট থেকে
#মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে ।
৮০ টন ক্যাপাসিটির ক্রেন দিয়ে ৭০ টন ওজনের গার্ডার স্থাপন করা হচ্ছিল , একটা ফাইজলামো আর কি ।
ছবি এইচ আই বান্না ।
#গাড়ির যাত্রী নবদম্পতি আহত এবং তারা বেচে আছেন ।
১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
শাহ আজিজ বলেছেন: মামলা তো বটেই ক্রিমিনাল কেস আর হত্যা মামলা হওয়া উচিত ।
২| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
স্প্যানকড বলেছেন: দেশটাই চলছে বেতালে ! আল্লাহ উনাদের মাফ করে দিন। ভালো থাকবেন।
১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
শাহ আজিজ বলেছেন: আমিন
৩| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
জুন বলেছেন: খবরে বলছে চার মৃত্যু। গাড়ির ভেতরে এখনো একজন আছে তবে জানা যায়নি সে মৃত কি না। একটা বাচ্চা ছিল সে বাচার জন্য অনেকক্ষন চিৎকার করেছে কিন্ত তাকে বের করা সম্ভব হয় নি। সড়ক বিভাগ না কারা এর দায়িত্বে জানি না কিন্ত ঠান্ডা মাথায় এই সব হত্যার বিচার কি হবে আমাদের দেশে কোনদিন?
১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫০
শাহ আজিজ বলেছেন: মেট্রো রেল এর জন্য দায়ী । বের করবে কি সবাই মোবাইলে ছবি তুলতে ব্যাস্ত । আর গার্ডার পড়ে দুর্ঘটনা হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু দ্রুত উদ্ধার ব্যাবস্থা কেন রাখা হয়নি কাকে জিজ্ঞাসা করব ? কিলিং কেস হওয়া উচিত । ছোট ক্রেন কেন তাও জানতে হবে ।
৪| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪১
কামাল৮০ বলেছেন: কাজে গাফিলতির জন্য অনুসন্ধান করে শাস্তির অওতায় আনা হোক।মানুষের জীবন নিয়ে এই খেল বন্ধ হোক।
১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫২
শাহ আজিজ বলেছেন: তবে তাই হোক । কিন্তু বেহেস্তবাসির বিচার কে করবে ।
৫| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বিচার হওয়া উচিত।
১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
শাহ আজিজ বলেছেন: আমরা বিচার চাই ।
৬| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মর্মান্তিক বটে।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২০
শাহ আজিজ বলেছেন: মৃত বেড়ে ৫ জন হয়েছে ।
৭| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
এটা ফাইজলামেশ, বাংলাদেশ নয়।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৮
শাহ আজিজ বলেছেন: সবই বেহেশত ।
৮| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫১
জুল ভার্ন বলেছেন: 'দেখ খুলে তোর তিন নয়ন
রাস্তা জুড়ে খড়্গ হাতে
দাঁড়িয়ে আছে উন্নয়ন।'
--শঙ্খ ঘোষ।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৩
শাহ আজিজ বলেছেন: উন্নয়ন এত তীব্র যে এক ধাক্কায় ৫ জনকে নিয়ে গেছে ।
৯| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৪
এমজেডএফ বলেছেন: দায়িত্বে কার বা কাদের অবহেলা সেটা তদন্ত করা উচিত। নিয়ম হচ্ছে - যেখানে ক্রেন দিয়ে ভারী জিনিস উঠানামা করা হয় সেখানে যানবাহন ও জনসাধারণের চলাচল নিষেধ। একইভাবে যানবাহন ও জনসাধারণের চলাচল করা অবস্থায় তাদের উপরে ক্রেন দিয়ে ভারী জিনিস উঠানামা করা নিষেধ। আমাদের দেশে আইন না মানার প্রবনতা খুব বেশি। এই দুঃখজনক দুর্ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৯
শাহ আজিজ বলেছেন: যিনি ৮০ টনি ক্রেন দিয়ে ৭০ টনি মাল ওঠাতে এবং বসাতে চান অবহেলা তার । ক্রেন চালকের দক্ষতা নেই তাহলে সে রিফিউজ করত মাল ওঠাতে ।
শাস্তি হতেই হবে ।
১০| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৫
জোবাইর বলেছেন: ফ্লাইওভার নির্মাণ করতে হলে ক্রেন তো ব্যবহার করতে হবে। এই দুর্ঘটনার জন্য তো উন্নয়ন দায়ী নয়, দায়ী হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্টান যারা নিয়ম না মেনে নিরাপত্তার প্রতি গুরুত্ব না দিয়ে কাজ করছে তারা। এ ধরনের দুর্ঘটনা রোধ করতে হলে উন্নয়ন বন্ধ করে দিতে হবে - এটা কোনো যুক্তি হতে পারে না। উন্নয়ন হউক, সেইসাথে এ ধরনের গাফেলতির জন্য দৃষ্টান্তমূলক শাস্তিও হউক।
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২২
শাহ আজিজ বলেছেন: ১২০ , ১৪০ , ১৬০ বা ২২০ টন ক্রেন ঝুকিহিন । আমরা বলছি না কান্ধে কইরা গার্ডার উঠবে । আমরা এও বলিনা কাজ বন্ধ করে দেওয়া হোক । চিফ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলেই হবে এই ক্রেন কেন অনুমোদন দিলেন , চালকের দক্ষতা কত ।
বোঝা গেছে ব্যাপারটা ??
১১| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৬
খাঁজা বাবা বলেছেন: আমাদের হাজার কোটি টাকার শত শত প্রকল্প চলে, কিন্তু একটা কংক্রিটের টুকরা কয়েক ঘন্টায় সরাবার ক্ষমতা নেই।
একটা লঞ্চ ডুবলে তা তুলতে পারি না।
একটা ১০ তলা ভবনে আগুন লাগলে তা নিভাতে পারি না যতক্ষন না আপনা আপনি নিভে যায়।
উন্নয়নটা কোথায় করলাম?
পারমানবিক বিদ্যুৎকেন্দ্র এদের হাতে কতটা নিরাপদ?
১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৩
শাহ আজিজ বলেছেন: পারমানবিক বিদ্যুৎকেন্দ্র এদের হাতে কতটা নিরাপদ?
গুরুত্বপূর্ণ পয়েন্ট ।
১২| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৩:০৭
ককচক বলেছেন: আমি ভিডিও ফুটেজ দেখে আশ্চর্য হয়েছি। ব্যস্ততম রাস্তায় কোনোপ্রকার সতর্কতা ছাড়াই এতো বিশাল ওজনের গার্ডার স্থানান্তর করা হচ্ছে। এতো দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড বাংলাদেশ ছাড়া অন্যকোনো দেশে হয় কিনা আমার জানা নেই।
১৬ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৩
শাহ আজিজ বলেছেন: আমিও তাজ্জব হয়ে ঐ ভিডিও ফুটেজ দেখেছি আর আহাজারি করেছি ।
দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বেহেশতের অমানুষরা এক কদম এগিয়ে ।
১৩| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১১
মেহেদি_হাসান. বলেছেন: কোন নিরাপত্তা ছিলোনা যেখানে উন্নয়নের কাজ চলে সেখানে গাড়ি বা মানুষ চলাচল করা নিষেধ তারপরও নিরাপত্তাজনিত কারনে এই দূর্ঘটনাটা ঘটলো। দেশে এখন প্রতি পদে পদে বিপদ
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২০
শাহ আজিজ বলেছেন: র্যাব ছায়া তদন্ত করছে , দেখা যাক কি হয় । মনে হচ্ছে অদক্ষ অপারেটরকে ক্রেনের দায়িত্ব দেয়া হয়েছিল । একটি ছোট ক্ষমতার ক্রেন দিয়ে বড় কাজ হচ্ছিল । ম্যানেজমেনটে সমস্যা আছে ।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মামলা হওয়া উচিত।