নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আবুল মোমেন তবে তুমি কার ??

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৩



বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রনালয় পররাষ্ট্রমন্ত্রনালয় । এই বিদেশ মন্ত্রককে নিয়ে গেল কদিন বেশ হইচই না বলে হাউকাউ বলা বেটার , চলছে । আজ লীগের সাধারন সম্পাদক বলছেন আবুল মোমেন আওয়ামী লীগের কেউ না । মাশাল্লাহ মাশাল্লাহ , আব কাহা যাউ কিসসে পুছু সাচ মুজ মোমেন হ্যায় কউন । মাইঙ্কার চিপায় পড়লে ইন্দুরও লাথি দেয় । এই যে এরা যে বলছে লীগের প্রটোকল মেনে বলছে ? নাকি ইচ্ছে হল আর জামাত বিম্পি বানায়া দিলাম । আমরা আগত দিনগুলোতে দেখব লাইনে আরও কত পাগল আছে স্টেটমেনট দেওয়ার জন্য ।

পাবলিক , কানে তুলা ।।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১১

খাঁজা বাবা বলেছেন: সে এই দেশে যা বলছে, সে তো একই কথা ভারত গিয়া বলে আসছে। সে কি দেশ দ্রোহি না?
একজন দেশ দ্রোহি এখনো কিভাবে মন্ত্রী থাকে? আর এই কথা যদি ভারত গিয়া তার দলের পরামর্শে বলে থাকে, তো তার দলও দেশদ্রোহী দল। এই দলের দেশের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র অধিকার নাই।

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: হা হা হা B-)


ভারতকে বলতে হবে মোমেন দেশদ্রোহী কিনা !!


তার দল আবার কোনটি ???

২| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩২

জুল ভার্ন বলেছেন: বেওয়ারিশ মোমেন, আঞ্জুমান ই মফিদুল ইসলাম ভরসা।

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: আঞ্জুমান আবার এইসব মুর্দা নেয় না =p~

৩| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

অক্পটে বলেছেন: এই লোক যা বলেছেন এটা অজানা কিছুতো নয়। আমরা মর্মে মর্মে অনুভব করি এই সরকার কিভাবে ক্ষমতায় টিকে আছে। মাঝখান থেকে আমরা সবাই মিলে মোমেন বেটাকে খায়া ফালাইতেছি।

সত্যবলার জন্যতো তাহলে আর কেউ থাকবেনা দেখছি।

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

শাহ আজিজ বলেছেন: হুম , গুরুত্বপূর্ণ পয়েন্ট ।



আলাপ চলুক ---------------------------

৪| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

অক্পটে বলেছেন: সত্য বলিয়া ফেঁসে যাওয়া মোমেন।

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

শাহ আজিজ বলেছেন: মোমেন এখন আইড় মাছের কাটা , আগেও যায়না পিছনেও যায়না ।

৫| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

অক্পটে বলেছেন: আরেকটা বিষয় মনে হচ্ছে, সব কমোডিটির প্রাইস স্মরণকালের সকল রেকর্ড ভঙ্গ করায় জনগণের দৃষ্টি ফেরানোরও এটা একটা সাবজেক্ট হতে পারে। অন্য আরেকটা না আসা পর্যন্ত এটা চলবে। "আয়নাঘর"ওতো ফিকে হয়ে এসেছে এই মোমেন বোমায়।

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

শাহ আজিজ বলেছেন: হুম , আমিও মাথায় সেটা রেখেছি ।

৬| ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

কামাল৮০ বলেছেন: অরাজনৈতিক লোক কে এতো বড় দায়িত্ব দেয়া ঠিক হয় নাই।পার্টির অনেক গুরুত্বপূর্ণ লোককে বসিয়ে রেখেছে আওয়ামী লীগ।

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: বিবিধ রাষ্ট্রের সঙ্গে কিভাবে ডিল করতে হয় তা পার্টির অনেক লোক পারেনা । কূটনৈতিক শিষ্টাচার জানতে ও বুঝতে হয় যা সবাই পারেনা । কদিন বাদে আসল গোমর ফাক হলে আমরা জানতে পারব কেন এই প্লে !!

৭| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০১

শেরজা তপন বলেছেন: তিনি যখন আমরা স্বর্গে আছি বলিয়া জিকির তুলিলেন- তখন সবাই ক্ষেপিয়া গিয়া তাহাকে তুলো ধুনো করিলেন!

~আর এখন তিনি সত্যবাদী যুধিষ্ঠর!!! বাঃ বাঙ্গালী বাঃ

২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৫

শাহ আজিজ বলেছেন: কি যাদু দেখাও রে মনু কি খেলা খেল -----------------------

৮| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৯

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় এইসব মন্তব্য ইচ্ছেকৃত, বিতর্ক সৃষ্টি কারার উদ্দ্যেশ্যে বলা হয়।

২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৫

শাহ আজিজ বলেছেন: অনেকের তাই মনে হচ্ছে , আমারও ।

৯| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলাদেশে এমন শ্রেনীও আছে যারা বেহেশতকেও বুড়ো আঙুল দেখাতে পারবে।

২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: তারা বেহেশতের উপরে থাকে । বেহেশতের বেগম পাড়ায় ।

১০| ২১ শে আগস্ট, ২০২২ রাত ২:১৪

কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় মোমেন সাহেব আছেন বিপদে!

২১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: আসলেই যে কি হচ্ছে স্বয়ং বিধাতাও জানেনা ।

১১| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ কি রাজনীতিক ছিল কখনো?

২১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই মোমেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।তার দায়িত্ব পালনকালেই বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর মর্যাদা লাভ করে। এ সময়ের মধ্যেই বাংলাদেশ মহিলা শান্তিরক্ষী বাহিনী এবং নেভাল ফোর্স পাঠানো শুরু করে।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিবদমান সমস্যার সমাধানে জাতিসংঘের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ড. মোমেন। বাংলাদেশ বিরোধপূর্ণ ওই সমুদ্রসীমা বিজয় করেছিল।

যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতায় ঋদ্ধ ড. মোমেন।

তিনি জাতিসংঘের সাউথ-সাউথ কো অপারেশনের উচ্চ পর্যায়ের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পর্যায়ে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। ৬৭তম জাতিসংঘের সাধারণ পরিষদে উপ-সভাপতি এবং সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘে যোগ দেয়ার আগে ড. মোমেন জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সভাপতি ছিলেন। তিনি ফ্রামইংহাম স্টেট ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনেতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন।

ড. মোমেন ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, দ্য সালেম স্টেট কলেজ, মেরিম্যাক কলেজ, ক্যামব্রিজ কলেজ, কেনেডি স্কুল অব গভর্নমেন্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।

১৯৭৮ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফোর্ড ফাউন্ডেশন এবং মেশন ফেলো হিসেবে উচ্চশিক্ষা নেয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের উপদেষ্টা হিসেবে কাজ করেন।

এছাড়া সময়ে সময়ে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োজিত ছিলেন।

ড. মোমেন একজন লেখক ও কলামনিস্ট। তিনি ৪টি বই এবং ২৫০টির ওপর গবেষণাপত্র লিখেছেন।

তিনি অর্থনীতি এবং ব্যবসা প্রশাসনে নর্থইস্টার্ন ইউনিভার্সিটি (বোস্টন) থেকে ডক্টরেট এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসন, পাবলিক পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনোমিক্সে এমপিএ করেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং উন্নয়ন অর্থনীতিতে বিএ ও এমএ করেন।

ড. মোমেন এর আগে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত সৌদি আরবের অর্থ ও জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে যুক্তরাষ্ট্রের একটি প্রকল্পে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫ এবং ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসের শিশু শ্রম, শিশুকে জকি হিসেবে ব্যবহার এবং শিশু পতিতাবৃত্তির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

তার নিরন্তর প্রয়াসের ফল হিসেবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদম পাচার সম্পর্কিত সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ সৃষ্টি হয়েছে।

সৌদি আরবে কর্মরত অবস্থায় তিনি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়েও সোচ্চার ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেন। এরপর স্বাধীন দেশেও নতুন সরকারের অধীনে যুক্ত হন। কিন্তু ১৯৮২ সালে তাকে বরখাস্ত করা হয় বিশেষ সামরিক অধ্যাদেশ (৯) জারির মাধ্যমে।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ড. মোমেন। দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বোচ্চ পরিশ্রম করে যাবেন বলে জানিয়েছেন তিনি।



১২| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: এ লোক রাজনীতি কূটনীতি কোনোটাই বুঝে না ।

২১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১০

শাহ আজিজ বলেছেন: ১১ নম্বর মন্তব্যের উত্তর পড়ুন ।।

১৩| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৬

রায়হান চৌঃ বলেছেন: রাজনৈতিক ভূত রা আমাদের বাংলাদেশীদের ১৯৭১ এর পর থেকে ই শেখাচ্ছেন "হাউ টু ডু ইউর মেকআপ- ফাউন্ডেশন উইথ ভারতীয় ঘু" !! আমরা বাংলাদেশী রা ও ঐ ভূত দের চেয়ে কোন অংশে কম নই, মেকআপ- ফাউন্ডেশন শেষে একটু চেটে ও দেখছি নিয়মিত।

১১ নম্বর মন্তব্যের বিষয় গুলো খুব ই ভালো ছিল যদি ওনাদের চালে- চলনে, ধ্যনে- জ্ঞনে মননে এ বিষয় গুলো থাকতো, মূল সমস্য হচ্ছে ঐ হাউ টু ডু এর চাপে পড়ে বিষয় গুলো ও ধামাচাপা পড়ে যায়.............. আপসুস এ সব মেরুদন্ডহীন প্রানের জন্য

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৪

শাহ আজিজ বলেছেন: মোমেনের স্পোকেন এবং ডেলিভারিতে সমস্যা আছে কারন আগেও মোমেন সিলি কিছু বলে আলোচনায় এসেছেন ।

১৪| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮

রানার ব্লগ বলেছেন: সরকার ও ফেইসবুক ক্যাটাগরি হয়ে যাচ্ছে তারা পাব্লিক সেন্টিমেন্ট ধরে কমেন্ট ক্রিয়েট করছে !!! দেশে জন জীবন যখন অধিক মূল্যের চাপে দম ফেলা যাচ্ছে না তখন এমন সব কাতুকুতি মার্কা কাহিনী সৃষ্টি করে যদি মানুষের মনে কিছু পরিবর্তন আনা যায় ।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬

শাহ আজিজ বলেছেন: আর কটা দিন অপেক্ষা করতে হবে এঁর শানে নজুল জানতে ।




অর্থ কষ্ট আর ক্ষুধা এমনি ব্যাপার যা ম্যাজিক দিয়ে উড়িয়ে দেওয়া যায় না ।

১৫| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৫

অক্পটে বলেছেন: আসলে ওনার যোগ্যতার তো কোন অভাব নেই (আপনি স্ববিস্তারে লিখেছেন)। ব্যস উনি শুধু আওয়ামী কৃষ্টিটা রপ্ত করতে পারেন নি। ওনার আরো নির্লজ্জ আরো মিথ্যাবাদি হওয়া উচিত ছিল (হাছান মুসদ টাইপ)

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১০

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~


উনি বোধকরি এসব বোঝেনও না যে কি বলছেন । উনি বেঙ্গুলি নন সিলোডি এটাও আরেক সমস্যা । ওনার বড় ভাই রাবিশ খ্যাত ।

১৬| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মদী তো পশ্চিম বঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারেনি। বাংলাদেশে সে তার পছন্দের সরকার টিকিয়ে রাখবে কেমন করে? কোন রকমেই অংক মিলাতে পারছি না।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: আমি এই সমীকরণ বুঝিনা কি করে বাংলাদেশে ভোটের হিসাব পালটাবে বি জে পি ?


১৪ সালে ভোট দিতে গিয়ে পেলাম আমার এবং ফ্যামিলির ভোট সকালেই দেওয়া শেষ , ভাগ্যিস রাতে হয়নি । তবে আমার দল আওয়ামী লীগ এবার ক্ষমতায় যেতে পারছে না এটাই বলতে পারি । ক্ষুধার সাথে প্রেম চলেনা । ব্রিজ দিয়ে যতটুকু এগিয়ে ছিল দ্রব্যমুল্যে তার দ্বিগুণ পিছিয়েছে ।

১৭| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্ত্রী মহোদয়ের খাদ্যাভ্যাসে কোন পরিবর্তন ঘটেছে কি? আর সেই নতুন খাদ্যের প্রভাবেই কি তিনি এমন সব কথা বলে যাচ্ছেন? মাননীয় গাঞ্জা সেবন করেন সেটা তো আবার তাঁর শানে নেহায়েত বেমানান!

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

শাহ আজিজ বলেছেন: পানির অভ্যাস আছে এটা বুঝি কিন্তু এই বাজার গরম করা বক্তব্য দিয়ে মাইরের আগে দেশ ছাড়তে চাইছেন না তো ?

১৮| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: পাকি আর ভারতীয় দালালমুক্ত বাংলাদেশ দেখতে চাই।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪

শাহ আজিজ বলেছেন: আমরা অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল । একসময় আমরা একটা দেশের অধীনে ছিলাম । যে কোন ভাবেই হোক আমাদের একটা যোগযোগের সুত্র রয়ে গেছে । কিন্তু দালালি ভিন্ন বিষয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.