নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

খোপের ভিতর মুরগী আমার কেমনে আসে যায়

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩০



লালন ফকিরের নামে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। তার অপরাধ গুরুতর! তিনি নাকি বন্যপ্রাণীর অধিকার হরণ করে এমন গান লিখেছেন! এখন এই গান শুনে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে বন্যপ্রাণীর অধিকার হরণ করতে পারে! তাই এই ক্ষতিপূরণ মামলা!
লালন ফকির বললেন, দেখুন এই অচিন পাখি সেই পাখি নয়!
কর্তৃপক্ষ ধমকে উঠলেন! আমাদের কী বেকুব বলে মনে হয়? আমরা কী ঘাস খাই? অচিন পাখি বলতে আপনি বনের সব পাখিকে বুঝিয়েছেন! অনেক পাখি তো তাই আলাদা করে নাম বলতে পারেন নাই! আপনি গানে গানে বলেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়!
তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়!
হেয়াট ইস দিস লালন সাহেব! আপনার গান বলছে, আপনি বনের সব পাখিকে খাঁচায় বন্দী করবেন! দুই চাইরটা যাও পালাতে পারবে তাদেরও ধরে মন বেড়ি পরিয়ে রাখবেন!
লালন ফকির কাচুমাচু হয়ে বললেন, জনাব এই মন বেড়ি সেই মন বেড়ি নয়! এই মন বেড়ি হচ্ছে...
কর্তৃপক্ষের ধমকে লালন ফকির কথা শেষ করতে পারলেন না! কর্তৃপক্ষ বললেন, আপনার কী মনে হয় আমার মাথা ঘিলু বলে কিছু নেই? জানেন প্রায় ৫০ লক্ষ এমসিকিউ প্রশ্ন উত্তর মুখস্থ করে আমি এই পদে বসেছি!
লালন ফকির চুপ করে রইলেন! কর্তৃপক্ষ ধমকের সুরে বলেই চললেন, মন বেড়ি খুব ভয়ঙ্কর জিনিস! আপনি কোমল কোমল এই ছোট ছোট পাখির পায় একমন ওজনের বেড়ি পরাতে চান!
হোয়াট ইস দিস লালন সাহেব?
লালন ফকির বুঝে গেলেন, এই মহানের সাথে তর্ক করে লাভ নেই! লালন নত মস্তকে বললেন, তাহলে এখন কী করবো জনাব? গান তো লিখেই ফেলেছি! আর আমার কাছে ২০ কোটি টাকাও নেই!
কর্তৃপক্ষ আসলে এতটা খারাপ ছিলো না! লালনের অসহায়ত্ব দেখে তার গলার স্বর নরম হলো! তিনি বললেন, গানটার অচিন পাখি পার্ট ফেলে দিতে হবে! বন্যপ্রাণী নিয়ে এই ধরণের গান লেখা যাবে না!
লালন বললেন, তাহলে কী নিয়ে গান লিখবো?
কর্তৃপক্ষ বললেন, মুরগী নিয়ে লিখেন! মুরগী গৃহপালিত পাখি! মুরগী নিয়ে লিখলে কোনো রিস্ক নেই!
লালন ফকির গানটা নতুন করে লিখলেন-
খোপের ভিতর মুরগী আমার
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে রোস্ট করে
খেতাম নিরালায়... কেমনে আসে যায়
না। এমন জুলুম লালনের উপরে হয়নি। কারণ এই সমস্ত সার্কাস পার্টি লালনের সময় ছিলো না। আমরা আসলেই সৌভাগ্যবান। নয়তো আজ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটার বদলে শুনতে হতো, খোপের ভিতর মুরগী আমার কেমনে আসে যায়!

মুল লেখক অজানা । সিনিয়র সিটিজেন ফোরাম থেকে কপি । ছবি নেট থেকে ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ইমরোজ ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: এই ধরনের মনোবাসনা ব্লগ থেকেই তৈরি হয়েছে আজিজ দা
ব্লগে লেখ এক আর ব্লগারেরা বুঝে আরেক-----------
এই ধারনা থেকে বলা

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম , কথা সত্য ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

রবিন.হুড বলেছেন: যে দেশের নাগরিক যেমন , সরকারও নাকি সে রকম হয়?

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৬

শাহ আজিজ বলেছেন: নাগরিকরাই সরকার গঠন করে । এসব এক্সলুসিভ নাগরিক সরকারের সহ্য আর ধৈর্য শক্তি প্রবাদ প্রতিম ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: একটার পর একটা সার্কাস দেখে দেখে আমরা এখন সব স্বাভাবিক ভাবে নিতে নিতে অভ্যস্ত হয়ে গেসি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮

শাহ আজিজ বলেছেন: হ্যা অনেকটা সেরকমই , সয়ে গেছে সব , পিঠ হয়েছে শক্ত ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: সমস্যা ভাই এখানেই ।

মানুষ যত আতেল (জ্ঞেনী ) হচছে ততই প্যাচালো আর ধান্ধাবাজ হচছে ।

কি করে যে কোন কিছু-পরিস্থিতিকে তাদের নিজেদের পক্ষে বা স্বার্থে ব্যবহার করতে পারে তাই আগে ভাবে এবং ব্যাখ্যা সেভাবেই করতে চায়-করে।

যদিও তা সত্যের অপালাপ তা মূর্খ-পাগলেও বুঝে তবে তারা যেহেতু আতেল (মূর্খ-পাগল নয়) কাজেই তারা তা তখনও বুঝতে চায়না তবে যখন আমজনতার কাতারে চলে আসে ক্ষমতার চেয়ার হারিয়ে তখন তাদের বোধোদয় হয় তবে তখন আর কিছু করার থাকেনা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫০

শাহ আজিজ বলেছেন: কি রকম অসহনীয় হয়ে উঠছে জীবন তা প্রায় সব ব্লগারদের মন্তব্য পড়লেই বোঝা যায় । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েক মাস আগের কথা-
একজন পাখিপালক ইউটিউবার একটি গ্রামের ছেলের কাছ থেকে ১ দিনে কেয়েএকটি বালি হাসের (পরিজাই) বাচ্চা নিয়ে এসে পেলে পুষে বড় করছে এবং তার সবকিছু ভিডিও করে শেয়ার করছে। সে প্রথমে জানিয়েছে যে সেগুলি বড় হলে এবং এই শীতে যখন আবার অন্য বালিহাসেরা আসবে তখন এগুলিকে তাদের সাথে ছেদে দিবে।
৩-৪ দিন আগের ঘটনা, তাকে মোটামুটি হেনস্থা করে বালিহাসগুলি নিয়ে গেছে বনবিভাগ। বনবিভাগ ছাড়া অন্য কেউ নাকি বন্যপ্রাণী রেসকিউ করার এখতিয়ার রাখে না!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: বাহ বেশ মজারতো ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: লালন ফকির জীবিত থাকলে সত্যিই উনি আজ মামলা খেতেন। চট্রাগ্রামে বন, পাহাড় সব উজাড় হয়ে যচ্ছে সে দিকে কোন খবর না নিয়ে তারা আছে মুভিতে পাখি খাঁচায় বন্দি কেন তা নিয়ে। দায়িত্বে অবহেলার জন্য উল্টো তাদের নামে মামলা করা উচিৎ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

শাহ আজিজ বলেছেন: কে এইসব ঝামেলা করতে চায় বলুন । মামলা মানেই ঝামেলা ।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০১

কামাল৮০ বলেছেন: সিনিয়রদের কাজ কাজ কারবারই আলাদা।নেই কাজ তো ভেন্ডিভাজ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

শাহ আজিজ বলেছেন: আপনি আরও একবার বিস্তারিত পড়ুন বিষয়টি ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৬

নূর আলম হিরণ বলেছেন: আজ কয়েকদিন থেকে দেখছি কোথায় জানি একটা মুরগি আল্লাহ আল্লাহ করছে। এই মুরগি নিয়ে গান বানালে তো লালন সাহেব আবার ধর্ম অবমাননার দায়ে দোষী হবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

শাহ আজিজ বলেছেন: :D দারুন বলেছেন ব্রো ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০১

কামাল৮০ বলেছেন: বিস্তারিত পড়েছি এবং বুঝেছি।দুইশ বছরের মঝবুত এই দেয়াল ভাঙ্গা কতিপয় সিনিয়রের কাজ না।একটু মজাকরা আর কি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: ও আচ্ছা , বেশ । ধন্যবাদ ।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




কপি হলেও অজানা সিনিয়র সিটিজেনের এলেম, মাথার খুপড়িতে ঢুকিয়ে দিয়ে -"হা..হা...হা... পায় যে হাসি =p~ =p~ =p~ .." ধরনের ঢেউ তুলে গেলেন সে জন্যে ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫১

শাহ আজিজ বলেছেন: ভাল , যুক্তিসঙ্গত হয়েছে বলেই কপি পেস্ট হয়েছে ।



ধন্যবাদ হাসার জন্য , প্রান খুলে ------ :-B

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

আখেনাটেন বলেছেন: জানেন প্রায় ৫০ লক্ষ এমসিকিউ প্রশ্ন উত্তর মুখস্থ করে আমি এই পদে বসেছি! ---- হা হা হা....সেই হয়েছে.....গাড়লে গোটা দেশের সরকারি অফিসগুলো ভরে গেছে....যদি না থাকে কাজ, বসে বসে খই ভাজ....তাই এসব কাজ করে খই ভাজছে আরকি!

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: এই মুখস্থ বিদ্যা একটা জেনারেশনকে সিমপ্লি ডার্ক ম্যাটারে পরিনত করেছে ।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৭

শেরজা তপন বলেছেন: ভাবতেছি; লালন ফকির কোনদিন মুরগীর রোস্ট খাইছেন নাকি :) উনি কি নিরামিষভোজী ছিলেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: রোস্ট না খাইলেও কষা মুরগী নিশ্চয়ই খেয়েছে ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুরনো প্যাঁচাল!

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: এটা কি আগে দেখেছেন ? আমি দেখিনি কিন্তু !!

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৬

রানার ব্লগ বলেছেন: বেশ কিছুদিন আগে টার্কি খেয়েছিলাম। টার্কি তো কোন দেশের বন্য প্রানী। আমার কি হবে??!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: আমাদের বন বিভাগ কি টার্কি পালে ?

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অযাচিত লোকজন সব জায়গতে ভরে গেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: হুম , খুব সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হাওয়া সিনেমায় খাঁচাবন্দি পাখি এবং পরে সেই পাখি খাওয়া নিয়ে তো বিরাট হৈচৈ হলো। এক কর্মকর্তা তো মামলা ঠুকে দিয়েছিলেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

শাহ আজিজ বলেছেন: ওটাকে নিয়েই এই রম্য রচনা । তথ্য মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা মামলা ঠুকেছিলেন বলে মন্ত্রী নিজেই বললেন । ঐ কর্মকর্তাকে শো কজ করা হয়েছে । তারপর কি হয়েছে জানিনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.