নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

করোনা বাড়ছে সাথে চোখের অসুখ কনজাঙ্কটিভাইটিস

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৯

চোখের সাদা অংশ ও পাতার ভেতরের অংশে হয়ে থাকে কনজাঙ্কটিভাইটিস। এর মূল কারণ ভাইরাসের আক্রমণ। তবে ব্যাকটেরিয়া, অ্যালার্জি বা আঘাত পাওয়ার কারণেও হতে পারে। চোখ ওঠার সমস্যা যে কোনও বয়সের মহিলা ও পুরুষের যে কোনও সময় হতে পারে। করোনায় গতকাল ৫ জন মারা গেছে । বেশ উদ্বেগজনক বটে । গত কয়েক সপ্তাহ মাস্ক ছাড়াই চলছিলাম , তাতে ছেদ পড়লো , আবার মাস্ক পরতে হবে । কনজাঙ্কটিভাইটিস ছড়িয়ে পড়েছে । দুটোই হাতের ছোঁয়া সম্পর্কিত । একটি নাকে আর একটি চোখে । অতএব হাত সাবধান । করোনায় সংক্রমণ বেড়েছে । গতকাল ছিল ৬০০ জন । ব্যাপক পরীক্ষা হলে এটি বাড়বে । ঘরে ঘরে জ্বর সর্দি কাশি করোনার মাইলড সংক্রমণ ।

বন্ধুরা ভাল থাকুন , সুস্থ থাকুন ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুলেই তো গিয়েছিলাম, দেশে করোনা আছে। সতর্ক করে দেয়ার জন্য ধন্যবাদ শাহ আজিজ ভাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৭

শাহ আজিজ বলেছেন: ওয়েলকাম সোনা

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

জগতারন বলেছেন:
চাঁদ গাজী ও রাজিব নূর
ছাড়া এই "সামু" ব্লক আর আমার আগের মতো লাগে না ।
তাহারা আবার এইখানেই আসিলে খুব ভালো হইতো ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৮

শাহ আজিজ বলেছেন: চাদ্গাজি মামলা খাইয়া কাইত , রাজিবের কেস কি ??

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৬

অপু তানভীর বলেছেন: করোনা নিয়ে আর কারো ভয় নেই । করোনাতে আর কিছু হবে না । যদিও আমি যথা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলি এখনও । এখনও একটা দিনও মাস্ক ছাড়া বের হই না । তবে রাস্তা ঘাটে বের হলে দেখি কেবল আমিই মাস্ক পরেছি । আর কেউ পরে নি !

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৮

শাহ আজিজ বলেছেন: আমরা ক'দিন জিরাইয়া লইলাম । B-)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


চোখ উঠাও মহামারী হবে নাকি?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

শাহ আজিজ বলেছেন: ভীষণ ছোঁয়াচে এই চোখের অসুখটা ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:২৮

কামাল৮০ বলেছেন: ৭১এর পরে ব্যপক আকারে চোখ ওঠা ছড়িয়ে পড়ে। তখন বলা হতো জয়বাংলা রোগ।সেদিন আবার ফিরে আসে কিনা।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: কি জানি কি হয় , সবচে ভাল হচ্ছে হাত ধোয়া আর চোখে পাওয়ার লেস চশমা পরা , ভিড়ের মধ্যে না যাওয়া । আপনি ভাল জায়গায় আছেন , নো চিন্তা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.