নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

হিজাব পুড়িয়ে বিপ্লব

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫



মাশা আমিনি একজন কুর্দি মুসলিম । ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে মাশা আমিনিকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছিল ইরানের ধর্মীয় পুলিশ। আটক কেন্দ্রে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে যান। তিনদিন কোমায় থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়। এরপর থেকেই ইরানে হিজাব বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মাশাকে গ্রেফতারের সময় তার মাথায় আঘাত ও গাড়ির সাথে ঠুকে দেয় বদমাশ পুলিশ । গতকাল বিক্ষোভ আগুনে রুপ নেয় । হিজাব খুলে আগুন দিয়েছে ইরানী বিপ্লবী মহিলারা । আয়াতুল্লাহদের আস্তানা থেকে একজন চ্যালা গেছে মাশার বাড়িতে সান্ত্বনা দিতে । নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, মাশা আমিনি হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন। কিন্তু আমিনির পরিবার জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ এবং সবল ছিলেন। মাশা আমিনির বাড়ি কুর্দিস্তানের শহরে বিক্ষোভে ৩ জন পুলিশের গুলিতে মারা গেছে । আধুনিক পন্থীরা এখন বলছে এই বর্বর পুলিশ তৈরির ধারনাটা ভুল ছিল । সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেহরানে নারীরা তাদের মাথার হিজাব খুলে ফেলে দিয়ে চিৎকার করছেন 'স্বৈরাচারীর মৃত্যু চাই''- যে শ্লোগানে ইরানে সাধারণত শীর্ষ নেতাকে বোঝানো হয়। সেখানে আরও শ্লোগান দেয়া হয়, 'বিচার চাই, স্বাধীনতা চাই, হিজাব পরা বাধ্যতামূলক চলবে না।' বিক্ষোভে অংশ নেয়া একজন নারী অভিযোগ করেছেন, পুলিশ ঘিরে ধরে তার ওপর হামলা করে লাঠি দিয়ে পিটিয়েছে। তাদের যৌনকর্মী বলেও গালি দিয়েছে পুলিশ। মহিলাদের পরাজিত করার একটা সহজ পদ্ধতি যৌনকর্মী গাল সেঁটে দেওয়া । এই আগুন কোথায় গড়ায় তা দেখার বিষয় ।


আয়াতুল্লাহদের পতনের সময় আসন্ন ।

ছবি বিবিসি / টুইটার

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: পুলিশের কাজ ছিল জঘণ্যতম!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৫

শাহ আজিজ বলেছেন: আয়াতুল্লাহ'র পুলিশ এরা

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইরানেও তাহলে পুলিশি নির্যাতন আছে? ধিক্কার।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৬

শাহ আজিজ বলেছেন: আছে মানে , পুলিশি ইসলামিক রাষ্ট্র ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: এটাই জঙ্গিদের আসল রূপ।নিন্দা জানাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: মানে ? কে জঙ্গি ? বুঝলাম না !

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


হিজাববিরোধী আন্দোলন এটাই প্রথম?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৬

শাহ আজিজ বলেছেন: তাইতো মনে হচ্ছে ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৯

নতুন বলেছেন: সমস্যা হইলো পুরুষরা নারীদের নিয়ন্ত্রনের হাতিয়ার হিসেবে পর্দাকে ব্যবহার করে আসছে।

কোরানের ৩ আয়াতের ব্যক্ষা হিসেবে ৩ কোটি লাইন লিখেছে পর্দার উপরে

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ধরণের পুলিশের জন্যই আম্রিকাতে Eric Garner কে জীবন দিতে হয়েছিলো। তার বিষয়ে সন্দেহ করা হয়েছিলো যে সে ট্যাক্স স্ট্যাম্প ছাড়া সিগারেট বিক্রি করছে। একই ভাবে মৃত্যু বরণ করেছিলো George Floyd, আম্রিকাতেই। তার বিষয়ে সন্দেহ ছিলো যে সে নকল ডলার দিয়ে কিছু কেনার চেষ্টা করেছে।

সবাই তখন পুলিশের বিরুদ্ধে ক্ষেপেছিলো...............

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

শাহ আজিজ বলেছেন: আপাতত ইরানের ধর্মীয় পুলিশ নিয়েই আলাপ চলুক । অন্য দেশের পুলিশ আলাপ না করি ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুলিশ বেশি বাড়াবাড়ি করেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৫

শাহ আজিজ বলেছেন: হয়ত মাথায় হিজাব লাগায় নাই তাই মাথায় বাড়ি দিয়া মেরে ফেলেছে । ভয়ানক দুঃখজনক ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আয়াতুল্লাহ বনাম ইরানের প্রেসিডেন্ট।

খেলা জমে উঠেছে। ইরানকে আয়াতুল্লাহদের থেকে বেরিয়ে আসতে হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

শাহ আজিজ বলেছেন: আধুনিক সময়ে আয়াতুল্লাহ ফায়াতুল্লাহ চলে না , এসব মধ্যযুগে চলত ।


প্রেসিডেন্ট কি কিছু বলেছে ?

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অত্যাচারী পুলিশ

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৮

শাহ আজিজ বলেছেন: ভয়াবহ এসব ধর্মীয় পুলিশ ।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন: আধুনিক সময়ে আয়াতুল্লাহ ফায়াতুল্লাহ চলে না , এসব মধ্যযুগে চলত ।
প্রেসিডেন্ট কি কিছু বলেছে?
===================

খামেনীর মেয়ের সাথে প্রেসিডেন্টের চিট-চ্যাট হয়েছে। :)

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: মাই গড ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮

কামাল৮০ বলেছেন: ইরান একটা প্রাচীন সভ্যতার দেশ।দেশটাকে ইসলাম পন্থিরা এই ভাবে নষ্ট করে দিলো।অসভ্যতার চরমে নিয়া গেলো।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪১

শাহ আজিজ বলেছেন: ইরান বিপ্লবের সময় বামপন্থীরা ছিল আয়াতুল্লাহদের সাথে । আজকের ফসল উভয়ের শ্রম ।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: হিজাব কে নারীর উপরে জোর করে চাপিয়ে দেওয়া টা হচ্ছে অসভ্য আর বর্বরদের কাজ । কেউ স্ব ইচ্ছেতে যদি হিজাব পরতে চাইলে, তাকে পরতে দিতে হবে আবার কেউ যদি পরতে না চায় তাহলে তাকে বাধ্য করা যাবে না । খুব সিম্পল নিয়ম !

আমাদের দেশেও এই রকম দুপেও জন্তুর সংখ্যা নেহত কম নয় । তাদের কাছে নারীকে হিসাবে বাধ্য করাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার !

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি । নারী তার পোশাক বেছে নেবে এর জন্য মোল্লাদের হেল্পের দরকার নেই । ঢাকায় রাস্তায় দেখি ছোট শিশুকেও হিজাব পরিয়েছে। এই দুপেয়ে জন্তুদের প্রতিহত করতে হবে । স্কুলের ড্রেস কোড একরকম হতে হবে । শারীরিক মানসিক কষ্ট দিয়ে কোন পোশাক নয় ।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:১৩

সোহানী বলেছেন: অনেক কিছুই লিথতে চাচ্ছিলাম। তারচেয়ে বরং একটা লিখা লিখি।

আমার কথা, এ যুগে এখনো এরা মেয়েদেরকে ভয় পায়?? হায়রে অবলা পুরুষ জাতি!!!

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: আরবিয় পুরুষ হচ্ছে বেশ্যা । তাদের জন্য স্ত্রীলোক নিয়ামত স্বরূপ । তাই তারা ঘরের নারীকে বন্দী রাখতে চায় আর বাইরের নারীকে ভোগ করতে চায় । আমাদের বাঙ্গালী নারী কর্মীরা কেউই অক্ষত নেই এই আরবিয় কুকুরদের হাতে ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০০

রানার ব্লগ বলেছেন: ইরান হলো সেই দেশ যেখানে নারী ভোগের জন্য ইসলাম সম্মত সাময়িক বিয়ের ব্যাবস্থা আছে !!!

আমি ইরানের সকল নারীর প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের এই প্রতিবাদ কে পৃথিবীর সকল নারীর প্রতিবাদ হিসাবে আখ্যায়িত করছি ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: সহমত ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১০

মুদ্‌দাকির বলেছেন: ইসলাম ধর্মের (পূর্নাংগ জীবন ব্যাবস্থা বা দ্বীন পালনের) ব্যাপারে যবরদস্তি নেই, এই জিনিস বুঝতে হবে। কেন so called মুসলমান আলেমগন এখনো এটা বুঝেনা, আমি তা বুঝি না। বারাবারি করলে প্রতিবাদ হবেই। কিন্তু এই যে নিজ ধর্মের (ইসলামের) উপরে কালিমা লেপনের সুযোগ তৈরি করে দেয়ার যে অপরাধ তার দায় কিভাবে উনারা এড়িয়ে যাবেন?? আপনারা আল্লাহর বাঁশ খাইতে কি প্রস্তুত? আরে একটা শিশুরে তার মমতাময়ী মাও প্রতিদিন আদর যত্ন করে দুধ, ডিম আর সবজি খাওয়াতে পারে না, তা তার জন্য যত উপকারই হোক না কেন? একজন মুসলমানকে জোর করে মুমিন বানানোর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই। আল্লাহ কুরয়ানে ডিফাইন করে দিয়েছেন, যার ইচ্ছা সে হবে যার ইচ্ছা সে হবে না। Just be cool with it. ভালো মুসলিম এমনিতেই পর্দা করবে। আগেতো মুসলিম হইতে দেন ঠিক মত।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৭

শাহ আজিজ বলেছেন: জী , তবে তাই হোক ।


আপনি এই অত্যন্ত প্রাইমারি নসিহত কাদের করলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.