নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুর বরাবরের জন্য মা দুর্গার ত্রিশুলে বিদ্ধ হয় , কি অনাচার । নতুন কাউকে চাই । দক্ষিন কলকাতার রুবি পার্ক এলাকার দুষ্টু বাসিন্দারা বেছে নিল মহাত্মা গান্ধীকে । দেবির ত্রিশুল বিধেছে গান্ধীজীর বুকে যেখানে নাথুরাম গডসে গুলি চালিয়ে হত্যা করেছিল ভারতের জাতির পিতাকে । দ্রুত এর নাম হল অসুর গান্ধী । এবারের পুজোয় কলকাতার মণ্ডপগুলোকে ৬০০০০ রুপি খরচাপাতি দিয়েছে রাজ্য সরকার , এরা হয়ত সেই ষাট হাজার পায়নি তাই সব ক্রোধ গিয়ে পড়েছে বি জে পির উপরে । অতএব গান্ধী বধ , দেবীও মত দিলেন এই বলে আর কত অসুর বেচারা ত্রিশুল সইবে !! অতএব -------------------- !!!!!!!
এদিকে তীব্র বিতর্কের মধ্যেই রবি পার্কের পূজার আয়োজক চন্দ্রচূড় গোস্বামী জানান, গান্ধীকে তারা যাতে পিতা বলে মনে করেন না, বরং দেশ ভাগের জন্য দায়ী বলে মনে করেন। সেই কারণেই এই প্রতীকী প্রতিবাদ। তার দাবি গান্ধীজী দেশের জন্য ভালো কিছু করেননি। অন্যদিকে এই পূজার জন্য আগেভাগে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা সহ সংশ্লিষ্ট সব দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে। আগে কোন রকমের আপত্তি আসেনি এই বিষয়ে। প্রসঙ্গত এইবারই প্রথম নয় এর আগেও একাধিকবার বিতর্কিত ভাবে গান্ধী বিরোধিতা করে আলোচনা এসেছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে বিজেপির এই শাখা সংগঠনটি। তবে তীব্র বিরোধিতার মুখে কিছুটা নড়েচড়ে বসে পূজা উদ্যোক্তারা। অষ্টমীর সকালে দ্রুত বদলানো হয় মহিষাসুরের চেহারা। গোঁফ, মাথার চুল পরিয়ে অসুরের চেহারায় আনা হয় ওই মূর্তিকে। খুলে নেওয়া হয় চশমাও।
০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৯
শাহ আজিজ বলেছেন: সেটাই আশ্চর্য ব্যাপার ।
২| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৮
জুল ভার্ন বলেছেন: উগ্র হিন্দুত্ববাদের কী অনাচার! কী মানসিক দীণতা!
০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৭
শাহ আজিজ বলেছেন: হুম , আমিও আশ্চর্য হয়ে খুজে পেতে কিছু খবর আর ছবি পেলাম ।
৩| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৪
অপ্সরা বলেছেন: হায় হায় তাই বলে গান্ধীকে অসুর বানায় দেবে!!!!!!!!
০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২০
শাহ আজিজ বলেছেন: ওরা বানালে আমাদের কি ? কিসসু করার নেই । অপেক্ষা কর আগামিতে আর কাকে চুজ করে ।
৪| ০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০২
কামাল৮০ বলেছেন: প্রথমে গান্ধীকে বধ করবে,পরে ভরতের ঐক্যের ডাক দিবে।পরিকল্পনা সুধূরপ্রসারী।
০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৬
শাহ আজিজ বলেছেন: কি জানি বাবা , কি পরিকল্পনা এঁটেছে !!
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এরা দেখছি দেশভাগের যন্ত্রণা এখনও ভুলতে পারছে ।