নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

পুতিনের যত ক্রোধ

১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৪





রাশিয়ার মুল ভূখণ্ড থেকে ৩৭ কিলো মিটারের একটি ব্রিজ আছে দখলীকৃত ক্রিমিয়ার সাথে । ওটায় রেলপথও আছে । রেলপথে তেল ভর্তি ক্যারেজ ছিল আর তাতে বোমা বিস্ফোরণে আগুন ধরে গেল । কেউই দায় নেয়নি বোমা মারার । আমার মনে হয়েছে এটি রাশানদের নিজেদের কর্ম । স্রেফ ঝিমিয়ে আসা ইউক্রেন যুদ্ধতে আগুন দিতে পুতিনিয় ষড়যন্ত্র এটি । ব্রিজের ক্ষতি সামান্য যা ১২ ঘণ্টার মধ্যেই সারানো গেছে । প্রশ্ন হচ্ছে সব কিছু রেডি রেখেই কম ক্ষতিতে ইউক্রেনের উপর হামলা চালানোর অভিনব পন্থা বেশ ভালই । শুরু হল মিসাইল ছোড়া রাশানদের । ৮৫ টি ছোট বড় মিসাইল কিয়েভ সহ আরও দুজায়গা কাপিয়ে দিয়েছে । বাইডেন ঘোষণা দিলেন ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবেন । ঘোষণার পরপরই প্রায় ৩০ টি এনটি মিসাইল ছুড়ে ৩০ টি মিসাইল আকাশেই বিস্ফোরণ ঘটানো গেছে । ইরাক - আমেরিকা যুদ্ধের সময় সাদ্দাম বেশ কিছু জং ধরা স্কাড মিসাইল ছুড়েছিল সউদি আর ইজরাইলে । আমেরিকার ডোম অফ রক সাদ্দামের মিসাইল গুলোতে আকাশেই জ্বালিয়ে দিল । মিসাইল উৎক্ষেপণ প্রক্রিয়া স্যাটেলাইট ছাড়া দেখা যায়না । মিসাইলের হিট বেজকে লক্ষ্য করেই ছোট এই মিসাইল ছুড়লে তা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে আকাশেই ধ্বংস করে । গত তিন দিনে রাশিয়া বেশ গরম করেছে ইউক্রেনের রণাঙ্গনকে । নতুন প্রযুক্তি থমকে দেবে পুতিনকে । আমেরিকা সমরাস্ত্রে সবচে উন্নত একটি দেশ । টার্গেট হিট মিসাইল ইউক্রেনের হাতে যা আমেরিকার দেওয়া । আশা করছি যুদ্ধ ডিসেম্বরেই শেষ হবে এবং ইউক্রেনের লক্ষ লক্ষ শরণার্থী দেশে ফিরে আসবেন সহসাই ।

সংশোধনীঃ সেতুতে ইউক্রেন আক্রমন করেছে বলে দেরিতে স্বীকারোক্তি দেওয়া হয়েছে ।



















ছবিঃ নিউজউইক , বিবিসি , রয়টার

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এতো সহযেই বলা যাবেনা ডিসেম্বরে শেষ হবে যুদ্ধ। পাগলা পুতিন কি করে কোনো কিছুই আগে বলা যায় না।

১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: পুতিন এখন অসহায় । তার কারনেই পৃথিবীতে ধেয়ে আসছে মন্দা আর দুর্ভিক্ষ । অস্ত্র শস্ত্র খুব বেশি নেই ।

২| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৫

আগন্তুক৬৯ বলেছেন: আজিজ ভাই অসহায় পুতিন ভাই গোসসা করে উত্তেজিত হয়ে স্বল্প মাত্রার পারমানবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৪

শাহ আজিজ বলেছেন: সবাই অপেক্ষা করছে কখন নিউক ব্যাবহার করে ।

৩| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৫

মোগল সম্রাট বলেছেন:
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে বলে প্রেডিক্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী!!!!

১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: দুর্ভিক্ষ শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী জুড়েই হবে । মুল্য স্ফিতি , খাদ্যের সংকট ধেয়ে আসছে সামনে ।

৪| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:




ইউক্রেনের যেই ৬ মিলিয়ন রিফিউজি "পশ্চিমে' গেছে, তাদের বড় অংশ আর কোনদিন দেশে ফিরবে না।

১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০১

শাহ আজিজ বলেছেন: তাইই মনে হয় । তবে গেছে সব নারী আর শিশুরা । পুরুষরা পিছনে রয়ে গেছে ।

৫| ১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

কামাল৮০ বলেছেন: চীনে ছিলেন বহু বছর।চীনা নারীরা আপনাকে আকৃষ্ট করতে পারে নাই।ইউক্রেনে আপনার কিছু বান্ধবী আছে।তারা আপনাকে ভালই আকৃষ্ট করেছে।
এখানে কিছু ইউক্রেন নারী এড দেয়।আমি একা।আকৃষ্ট হবার চেহারাই তাদের।

১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: চীনা নারীরা যে আকৃষ্ট করেনি তা নয় তবে বিয়ের জন্য তারা যথেষ্ট উপযুক্ত নয় । ইউক্রেনে আমি যাই নাই তবে ইউক্রেনের নারীরা যথেষ্ট সুন্দরী । ইউক্রেন , রাশিয়ান অনেক শিল্পিদের সাথে ফেসবুকে যোগাযোগ ছিল , যুদ্ধ প্রলম্বিত হওয়ায় সবাই একযোগে চুপ মেরে গেছে । মস্কো কিয়েভ যাব সুযোগ পেলে।

৬| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৩

নীল আকাশ বলেছেন: আপনি ভুল তথ্য দিয়েছেন। সেতুতে ইউক্রেন আক্রমন করেছে, ইউএসএ, ইউকে নিজেই সেটা স্বীকার করেছে।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৭

শাহ আজিজ বলেছেন: হুম , স্বীকারের আগে তৈরি এ লেখাটি ।

৭| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৯

জগতারন বলেছেন:
রাশিয়া কে জিজ্ঞেস করা হোক;
কেন তারা ইউক্রেনে আক্রমণ করেছে?
যদি তারা যুক্তিসংগত কারণ দেখাতে পারে,
তবে সে বিষয়ে একটা সমাধান করা হোক ।
যুদ্ধটাকে বন্ধ করা খুবই প্রয়োজন ।

১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: কে কাকে জিজ্ঞাসা করবে আর কেইবা উত্তর দেবে । যুদ্ধ লাগাবার জন্য কোন যুক্তিসঙ্গত কারন থাকে না থাকে ইগো আর জিদ । পুতিনের শেষ পরিনতি খুব ভয়াবহ হবে ।

৮| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৩

জগতারন বলেছেন:
ব্লগে ডিস-লাইক বাটন চালু করার প্রয়োজতা খুব প্রয়োজন।
এরকম পোষ্টে ডিস-লাইক দেওয়া যাচ্ছে না।

১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: আমার পোস্টে ডিস লাইক দিতে ইচ্ছুক?

এই যে লিখে দিলেন এতেই হবে । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.