নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আমরা

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৮:১৪



শাহ আজিজ

সমুদ্দুর মন্থনে তুমি আমি ছিলেম সহচর
ভুমি দখলে হয়ে গেছি বৈরি পরস্পর
সমুদ্দুরের শীতল হাওয়া উধাও কখন
জমিতে চলছে চৈত্রের তীব্র দহন।
চারটি যুগ আগে স্তব্ধ মন্থন ধ্বনি
সেই থেকে মুখোমুখি আমরা হয়ে থাকি শতবর্ণী
কখনো প্রভু তুমি আমি হই প্রজা
স্বজনেরে রুধিতে বর্শায় কি সে যে মজা ।
পাতানো খেলায় বেলা গেল
আধার নেমেছে দিকচক্রবালে
কত ঝড় কত বন্যা কত অনাহার
পারেনিকো করতে কাবু
কাঠামোর কাঠিন্যে ভুতলের শক্ত শেকড়ে
ভুকম্পনের দোলায় দোলনি তুমি
প্রাসাদের অভ্যন্তরে
শুনেছি শত প্রহরী নিয়ে তোমায় কোলে
করেছিল নিরাপদ ।
আবারো আসছে ধেয়ে করতে তছনছ
এসো মিটিয়ে বৈরিতা
হয়ে যাই সহচর
ফিরে যাই সেই মন্থন কালে ।।

বৈরিতা (জুন ২০১৫) । গল্প কবিতা/ কমে প্রকাশিত

কপিরাইট - শাহ আজিজ

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৮:২৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাল লাগলো! ধন্যবাদ!

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , সাইফুল্লাহ

২| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:১৩

স্প্যানকড বলেছেন: খুব অল্প থাকে সময়। তবু প্রেম বিরহ নিত্য জমা হয়। কেমন আছেন ? ভালো থাকবেন খুব।

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: বয়স হলে শরীর ঘিরে উপজীবীরা রাজত্ব শুরু করে ।

ধন্যবাদ তোমায় , ভাল থেক ।

৩| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:১৪

Naznin71 বলেছেন: "এসো মিটিয়ে বৈরিতা, হয়ে যাই সহচর.…. চমৎকার

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:২৪

শাহ আজিজ বলেছেন: অকারন কলহ ভাল না ------------ মিলন হচ্ছে শ্রেষ্ঠ উপায় ।

৪| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:


ডায়েরীতে অনেক পাতা?

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:২৫

শাহ আজিজ বলেছেন: হুম , আমি বাড়ালে তা বাড়বে --------

৫| ০৩ রা নভেম্বর, ২০২২ ভোর ৬:৪২

সোহানী বলেছেন: আরে আপনার কবিতাতো আগে পড়িনি!!!!!!!!

০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: আমি খুব মনোযোগী নই প্রকাশের ব্যাপারে । প্রতি বছর একটি বা একাধিক ডায়রি ব্যাবহার করি কবিতা বা গল্পের জন্য ।

৬| ০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ১০:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বেশ অনেক আগে থেকেই কাউকে বৈরিতা কাটিয়ে সহচর হবার আহ্বান করাটা ত্যাগ করেছি । মনে হতো এইসব করতে গিয়ে আমি অন্যজনকে প্রভু বানিয়ে নিজেকে প্রজা বানিয়ে ফেলছি । এটা বুঝবার পর আর এগোইনি !

আমারও কী অহমিকা থাকতে পারে না ? আমি কেন কেবল অহমিকাকে বিসর্জন দেব ?

আপনার কবিতাটা বেশ ভালো লেগেছে । আর হ্যাঁ এভাবে কবিতা প্রকাশ করা যায় না আরও ?

০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

শাহ আজিজ বলেছেন: গেল এক বছর আমার ডায়রির পাতা প্রায় খালি পড়ে আছে । একটা শারিরিক দুর্ঘটনায় শক পেয়েছিলাম এতই যে তাতেই আমার ভেতরের গর্ব চূর্ণ হয়ে গিয়েছিল । মস্তিস্কের আলঝেইমার্স সাথে তাল দিয়ে ভুলে যাবার আহ্লাদকে বাড়িয়ে দিয়েছে । একটা উপযুক্ত দাওয়াই তো দরকার । অন্যপ্রকাশের একটা ওয়েব পেজ আছে গল্পকবিতা নামে । ভাবলাম একটা প্রতিশোধ নিতে গল্প কবিতার ছাপা লেখাগুলো সামুতে ছেপে দিই । তাতে আমার ভেতরের বৈরিতা যদি কিছুটা হলেও হিংসায় জলে পুড়ে আমার সহচরের মাথার চালে বর্ষণ হয়ে পড়ে তা বেশ হবে ।

এখন থেকে গল্প কবিতায় ছাপা হওয়া কবিতাগুলো এখানে ছাপব নিজেকে জাগিয়ে তুলতে ।

আপনাকে ধন্যবাদ আমায় জাগিয়ে তোলার জন্য ।

৭| ০৩ রা নভেম্বর, ২০২২ দুপুর ২:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জেগে উঠুন , এমনিতেই একদিন ঘুমিয়ে পড়ব । তো এখন কেন ঘুমিয়ে নিজেকে নিস্তেজ করব ? জেগে থাকাই নাহয় ভালো !!

আপনাকে অনেক ধন্যবাদ জেগে উঠার সিদ্ধান্ত নেবার জন্য !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.