নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। হিস্টোরি রিপিট ইটসেলফ

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫



ব্রেকিংঃ পায়ে গুলিবিদ্ধ ইমরান খান, তার আঘাত গুরুতর নয়। একজন নিহত ।



একজন বরখাস্তকৃত পাক প্রধানমন্ত্রী ইমরান খান অর্ধ শতাব্দী আগের ইতিহাসের দরজায় খট খট করে জোরে শোরেই নাড়া দিলেন । ইমরান খান দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার চলমান লড়াইকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান তার এক বক্তব্যে তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআইয়ের তুলনা করেছেন ।তিনি বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনী ম্যান্ডেট থেকে বঞ্চিত করা হয়েছিল এর ফলে পাকিস্তানের পূর্বাংশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) 'বাংলাদেশ' নামে স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। একজন চতুর রাজনীতিবিদ (জুলফিকার আলী ভুট্টো) ক্ষমতার লোভে সশস্ত্র বাহিনীকে তৎকালীন বৃহত্তম দলের (আওয়ামী লীগ) বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে বর্তমান পিটিআইয়ের তুলনা করে ইমরান খান জানান, তার দল পাকিস্তানের 'সবচেয়ে বড় এবং একমাত্র ফেডারেল দল' এবং তবুও সরকার তাকে নির্বাচন করতে দিচ্ছে না। 'সবাই জানে মুজিবুর রহমান এবং তার দল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে ঠেলে দিয়েছিলেন... বর্তমানে নওয়াজ শরিফ এবং আসিফ জরদারি একই ভূমিকা পালন করছেন।

আজ ইমরান খান গুজ্রানয়ালাতে অজানা ঘাতকের গুলিতে আহত হয়েছেন । পাকিস্তান কি আবারো ভাঙ্গনের মুখে !!!!

ধন্যবাদ প্রিয় ক্রিকেটার ইমরান খানকে ইতিহাসের কিছু যন্ত্রনাকে ভাগ করে নেওয়ার জন্য ।

আপডেট - ইমরান খান সুস্থ ও বিপদমুক্ত । তার পায়ে একাধিক গুলি লেগেছে ।

দি স্টার ।। লাল গেঞ্জি পরা লোকটি মারা গেছে ঘাতকের গুলিতে ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:


ধর্মে দোযখের যেই বর্ণনা আছে, উহার সাথে পাকিস্তানের মিল আছে।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: হা হা হা । আমি তাকিয়ে আছি দেওয়ালের দিকে ।

২| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: পরম সত্য উপস্থাপনের জন্য ইমরান খানকে ধন্যবাদ। কুলাংগার যে সব বাঙ্গালী পাকিদের দোসর ছিল তারও যদি তাদের অপরাধ স্বীকার করে তাহলে তাদের প্রতি বাঙ্গালীদের রাগ কিছুটা কমবে।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

শাহ আজিজ বলেছেন: সহি বাত ভাইসাব ।


এরা সমসাময়িক রাজনিতিকদের আশ্রয়ে প্রশ্রয়ে বেশ আছে । আমার ভয় ওখানেই ।

৩| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

স্প্যানকড বলেছেন: দুনিয়ার বুকে সবচেয়ে বাজে একটা দেশ ! এদের জন্য এদেশে কতজন কতো কি করে? ভালো থাকবেন সব সময়।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

শাহ আজিজ বলেছেন: এইদেশে পাকিদের প্রচুর প্রেমিকজন আছে যারা রাতে পাকি বালিশ নিয়া ঘুমায় ।

৪| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




যাই হোক, ফাঁদে পড়ে হলে্ও ইমরান খান ইতিহাসের সত্য কথাটিই বলেছেন।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: ওদের সত্য বুঝতে ৫০ বছর লেগেছে ।

৫| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৫৯

নেওয়াজ আলি বলেছেন: পাকিস্তান রাজনৈতিক আকাশে কালো মেঘ।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১০:০৩

শাহ আজিজ বলেছেন: ওটা বরাবরই মেঘাচ্ছন্ন ছিল ।

৬| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১০:০৫

জগতারন বলেছেন:
আপনি হয়তো জানেন;
ইমরান খান বাংলাদেশে ৩০,০০০০০ (তিরিশ লক্ষ) লোক হত্যা ও
৩,০০০০ (তিন লক্ষ) মা ও বোনদের সম্ভ্র লুটে নেওয়া নিয়াজী'র ভাইয়ের পো।

পাকিস্থান হইলো এক নিকৃষ্ট ও অভিশপ্ত নরপশুদের দেশ।
বাংলাদেশ ও এ দেশের মানুষদের প্রতি তাহারা যে নিকৃষ্টতর পাপ
করেছে তাদের সে পাপের প্রায়চিত্ত আরও পাকি'দের হবে ও পাবে।
যাহাকে বলে প্রকৃতির অলঙ্ঘনীয় অভিশাপ।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: নিয়াজি পরিবারের কি অপমান । ৭১ সালের কথা উঠলেই জেল খাটা নিয়াজির প্রসংগ আসবেই । হতে পারে ভাইপো তাই বলে নিজস্ব ঘরানা থাকবে না ।

৭| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১০:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইমরান আবার আসবেন পাকিস্তানের তখতে।

তিনি আসলে নিশ্চয় বাংলাদেশে গণহত্যার জন্যে ক্ষমা চাইবেন, হয়তো।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১০:৩০

শাহ আজিজ বলেছেন: যদি ইজ্জতবোধ থাকে তাহলে ক্ষমা চাইতেই হবে ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশে এখনই কান্নাকাটি শুরু হয়ে গেছে।
এটা নিশ্চিত ইমরান সমর্থক পাকিস্তানের চেয়ে বাংলাদেশে অনেক বেশী। ফেবু কমেন্টেও এর প্রতিফলন ভাসছে।
এখুনি সময়।
ইমরানের উচিত পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যোগ দেয়া, বাংলাদেশের নির্বাচনে দাঁড়ানো।

০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: তাহলে ইমরান খান কেও জেলে ঢুকানো হবে ।



আমিও ইমরানের ক্রিকেট ভক্ত কিন্তু রাজনীতিতে ইমরান নিতান্তই শিক্ষানবিশ ।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ৮:০৬

সোহানী বলেছেন: হুম তাইতো দেখছি।

০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১০:০৮

শাহ আজিজ বলেছেন: হ্যা সোহানী , পাকিস্তানের আন্তঃ ক্রিকেট হোপায় শুরু হইছে , গ্যালারিতে জায়গা করে বস । B-)

১০| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইমরান খানের কথায় সত্যতা আছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগকে সরকার গঠন করতে দিলে মুক্তিযুদ্ধ করার দরকার পড়তো না। নির্বাচনকে কেন্দ্র করেই পশ্চিম পাকিস্তানীদের সাথে আমাদের বিরোধটা তুঙ্গে ওঠে যেটা পরে সামরিক আক্রমণের কারণে একটা যুদ্ধে রূপ নেয়।

পাকিস্তানকে নিয়ে একটা কথা প্রচলিত আছে। আমাকে একজন পাকিস্তানি বলেছে যে 'প্রত্যেক দেশের একটা আর্মি থাকে কিন্তু পৃথিবীতে এমন একটা আর্মি আছে যাদের একটা দেশ আছে'।

০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: ৭০ সালের সাক্ষী আমি নিজেই । ১৩ বছর বয়স আমার । পুরো ৭০ আর ৭১ জুড়ে অনেক দেখেছি আর তাই পাকিদের একদম সহ্য করতে পারি না । এবারের খেলা পাকিদের নিজেদের । জারদারিরা একটা খুনে পরিবার ।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

ঢাবিয়ান বলেছেন: ইমরান খান শুধু এবারই নয়, নানান সময়ে ১৯৭১ সালে পাক সেনাবাহিনীর ভুমিকার নিন্দা জানিয়েছেন। view this link

০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

শাহ আজিজ বলেছেন: আমি এবারই তার কথাবার্তার দিকে নজরদারি করছি । ধন্যবাদ ।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৮:৩৪

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: তাঁর এই বক্তব্যের জন্য এখন পাকিস্তানি সিভিলিয়ানরা যদি সেই সময়ের আসল ইতিহাস কিছুটা জানতে পারে তাহলে ভালো লাগবে। পাকিস্তানি সিভিলিয়ানরা ৭১ সালের কাহিনী কিছুই জানেনা। শুধু জানে ভারত এসে পাকিস্তানকে দুই ভাগ করে দিয়ে চলে গিয়েছে। তাদের পলিটিশিয়ান আর আর্মিরা যে কি করেছে সেইসব ইতিহাস তাদের অজানা। ইয়াং জেনারেশান এর দুই একজন যদি একটু জানার আগ্রহ প্রকাশ করে তাতেও তেমন কোনো ইনফরমেশন তারা নেটে খুঁজে পায়না। বেশিরভাগ জায়গাতেই ৭১ কে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে মেনশন করে থাকে।

গত বছর দেখলাম ওদের কি একটা ফিল্ম (Khel Khel Mein নাম) বানিয়েছে ৭১ সালের যুদ্ধের উপর বেইজ করে। সাথে শর্ট ড্রামাও (Jo Bichar Gaye নাম) বানিয়েছিল আমাদের শাফি ইমাম রুমীর লাইফের উপর বেজ করে। কোনোটাই আমি দেখিনি কারণ জানি এইসব দেখার অর্থ হয়না, জানা কথা ইতিহাস বিকৃত করে ফেলবে। ইতিহাস বিকৃত করেছে কিনা জানিনা, পরে শুনেছি যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত স্টোরিটা দেখিয়েছে ড্রামাতে। কিন্তু অনেকেই বলেছে রুমী যেমন ছিলেন তেমনভাবে দেখানো হয়নি। যদিও নেগেটিভ ভাবেও প্রেজেন্ট করেনি শুনেছি। তবে বেশি সমালোচনা হয়েছিল তাদের বাংলা লেখা যেটা ড্রামা এবং মুভিতে দেখিয়েছে। ভুলভাল বানান হলেও মানা যেত। কিন্তু এমন সব বানান দেখিয়েছে যা উচ্চারণ করতে পারবো না আমরা। উদাহরণস্বরূপ বলা যায় যদি আমরা আ এর উপরে যদি ঈ-কার দেই তাহলে দেখতে যেমনটা হবে তেমন। ফেসবুকে এই পোস্ট গুলো খুব ভাইরাল হয়েছিল। মানুষ হাসাহাসি কম করেনি।

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: আগ্রহী পাকিস্তানীরা জানতে চেষ্টা করে ঠিক কি হয়েছিল ৭১ সালে । আমার পিকিঙ্গের ছাত্র জীবনে ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে বুঝদার পাকিরা হাত ধরে ক্ষমা চাইত তাদের বাহিনির কুকর্মের জন্য । ১৯৮২ সালের কথা এটা । দু চারজন নির্বোধ কথাই বলত না ।

শুধু পাকি নয় ভারতীয় কিছু লোক ৭১ সালের যুদ্ধকে পাক-ভারতের যুদ্ধ বলে থাকে । এটা নিয়ে প্যাচঘোচ কম করেনা । যাহোক আমরা স্বাধীন একটি রাষ্ট্র যেখানে পাকিস্তান তার নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা গ্রস্থ ।

ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.