নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা আকিয়ে , ফেসবুক।
বনভূমি পড়েছে ঘুমিয়ে গভীর আধার রাতে
বাঁশের ফালির পর্দাতে
ঢেকেছে মহাকাশকে ।
প্রতি রজনীতে ঢিলে ঢালা কাঁচুলিতে
উন্মুক্ত পেটিকোটের দুয়ারে এলিয়ে মাটির কোলে
ঘুমিয়ে পড়ে নিকষ কালো বনভূমি।
হাওয়ায় ওড়ে পর্দা , চন্দ্রালোক নেয় দেখে
অতি চুপিসারে চির যৌবনা ঋতুমতী প্রিয় বনভূমিরে ।
অতিদুর মহাকাশের তারকামালা সেও রয়না বসে
রয় চেয়ে অতীত হতে বর্তমানে রাতের বনভূমিরে ভালবেসে ।
তার গাঢ় সবুজ স্তন আর শ্যাওলাদামে ঢাকা জঙ্ঘা
মাঝ রাতে আধো খোলাচোখে বনভূমি করে ঠিকঠাক
বিবসনা সবুজাভ লোভনীয় শরীরখানিরে ,
হাত বাড়িয়ে নেয় ঠিক করে সরে যাওয়া বাশফালির পর্দা ।
লোলুপতা নিয়ে কৃষ্ণগহবর ফেলে মুখের লালা
দুরতম গ্রহের ওই যৌবনা বনভূমিরে মাঙ্গে প্রতি প্রহরে
একদিন ঠিকঠিক এসে যাবে নাগালের মধ্যে
গভীর চুম্বনে সিক্ত করবে অতি কামনার বনভূমিরে
তারপর ঠেলে দেবে নিকষ কালো আধারে
উগ্র কৃষ্ণগহবর খেলবে নিয়ে তারে নতুন এক খেলা।
সলজ্জ বনভূমি ওঠে শিউরে এইসব অশ্লীল ইশারা পেয়ে
টেনে দেয় বাশফালির পর্দা সযতনে , সন্তর্পণে ।।
গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)
কপিরাইটঃ শাহ আজিজ
১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫২
শাহ আজিজ বলেছেন: হুম তা বটে , ধন্যবাদ সময় দেবার জন্য ।
২| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৩
জগতারন বলেছেন:
সন্দর !
লাইক !!
।।
মৌলিক ব্লগার অনল চৌধুরী'কে "সামু" ব্লগে লিখতে সুজোগ করে
দেবার জন্য সংস্লিষ্ট শকলের প্রতি বিনীত প্রার্থনা করছি।
১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জগতারন ।
অনল চৌধুরী লিখছেন না কেন ? সমস্যা ?
৩| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮
সোনাগাজী বলেছেন:
কবি দেখেন হৃদয়, অন্তর; আমরা দেখি অবয়ব।
১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৪
শাহ আজিজ বলেছেন: অন্তরের অন্তঃস্থল পরখ না করলে কাব্যানুভুতির উন্মেষ ঘটে না ।
৪| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০০
নেওয়াজ আলি বলেছেন: রামগড় খাগড়াছড়ির বিশাল বনাঞ্চলবাসী প্রত্যক্ষ করে ক্ষমতার দাপড়ে গাছ কেটে শেষ কারা করছে। দেখা যাবে বলা যাবে না।
১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৬
শাহ আজিজ বলেছেন: অনভিপ্রেত ।
বিষয়বহির্ভূত আলাপ মোটেও নয় ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৩
সোনাগাজী বলেছেন:
প্রকৃতির নীরব ভালোবাসার কাহিনী