নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দারিউস হুলিয়া কৃত ভাস্কর্য ।।
সামনে বটে বইটা খোলা
তবুও কেমন লাগছে ঘোলা
মাথাটা ঠিকই আছে নুয়ে
মনেতো হয়না পড়েছে ঘুমিয়ে !
তবুও জাগে মনে সংশয়
দিনকাল যা না-লাগে ভয়
হতে লাগেনা সময় বিপথগামী
অন্তঃজ্বালা জানেন অন্তর্যামী ।
মৃদু মৃদু দুলছে মাথা
মুখস্ত হচ্ছে নতুন পাতা
কি ভালো পুত্র আমার
উজ্জ্বল করবে মুখটা সবার।
তবুও বিছানা ছেড়ে পা পা করে
গিয়ে দাড়াই একদম ধারে
চক্ষু মুদে কর্ণে তারের মাথা
কোলে ওর মোবাইলটা রাখা
শুনছে রাগিণী তালে তালে
এদিক ওদিক মাথা দুলিয়ে
বায়োলজি রেখে সামনে
শুনছে গান একমনে
ককটেল স্টাডির কি নমুনা
না দেখলে কেউ বুঝবেনা
পুত্রধন জেগে উঠে –দেখে আমায়
“এতরাতে বাবা”! যাও বিছানায়
বললাম আমি আসছেনা ঘুম
শুনব গান মোবাইলে তাই উঠলুম
‘ দেখ বাবা, রবি ঠাকুর নেই এতে’
মন তোমার ভরবেনা তাতে
চলছে এখন রিহানার গান
আছে শুধু আনন্দ বিনোদন ।
বলি আমি ‘তাও শুনব’
তালে তালে আমিও নাচবো
ভালো হবে বাতের ব্যাথা
শিখব কিছু নতুন কথা।
পুত্র সব ভুলে গিয়ে
দেখছে আমায় দূরবীন দিয়ে,
‘বাবা, নির্ঘাত তুমি করছ স্লিপিং ওয়াক
যাও, ওই পড়েছে আমার মায়ের ডাক’।।
শিক্ষা / শিক্ষক (নভেম্বর ২০১৫)
কপিরাইটঃ শাহ আজিজ
১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ লিটন ।।
২| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
শব্দ-ছন্দ-মিলে-মিশে ভালো গয়েছে।
১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬
সোনাগাজী বলেছেন:
দারিউস কোন দেশী?
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৬
শাহ আজিজ বলেছেন: রোমানিয়া ।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: এভাবে কবিতা চলুক
প্রিয় কবি আজিজ দা
ভাল থাকবেন----------