|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
   বাংলাদেশ  
 দেশ – তুই নিঃশব্দ নিরব ঘাতক হয়ে যা
অগ্রহায়ণের এই শিশির ভেজা চরাচরে
শালিখের রক্তে ভাসুক ঈষৎ ভেজা মাটি
পরতে পরতে জমেছে পাপের আস্তরণ
এক কোদাল পরিমান দিলে ছেঁচে হবেরে কেমন !
আমি ভাবি অবাক মনে
তাকিয়ে আকাশ পানে
কেমনে কামারশালায় জ্বালিয়ে এ মন
বারে বারে চুবিয়ে পানিতে
করেছি নিরেট লৌহখণ্ড
তুইও তাই হ’ দেশ ! তুই বাংলাদেশ !
বিধ্বস্ত দেহ কাঠামো কম্পমান থরো থরো
পাতকের উল্লাস পতিতার শীৎকার
ডাকাতের হুঙ্কার বেনোজলে ভেসে যায়
মরা চাঁদ , ডাহুক নিরব পাতার ফাঁকে ।
জেগে ওঠ বাংলাদেশ , জেগে ওঠ
প্রায় আটচল্লিশ ছুঁই ছুঁই একদা তাগড়া জোয়ান
মিন মিন করে বলে পৃষ্ঠদেশে ছুরি নিয়ে শুয়ে আছি
বেদনা আমার বড্ড বেদনা সারা শরীর জুড়ে
ওষুধ – পত্তরে আর হয়নাকো কাজ
রোগ শোক চলেছে বেড়ে নির্বিবাদ নির্ঝঞ্ঝাট ।
আমায় ভালোবাসো তুমি??
হতবাক আমি – বলি ‘হুম তা বাসি’
তবে দাড়াও আমার পাশে করো প্রতিবাদ
হাঁক দাও স্বজনেরে জলদ গম্ভীর ৭১এর স্বরে ।। 
----------------------------------------------------------------- 
 কপিরাইটঃ শাহ আজিজ , বাংলাদেশ সিরিজ কবিতা- ২০১৯
 ১২ টি
    	১২ টি    	 +৫/-০
    	+৫/-০  ২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:০৯
২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:০৯
শাহ আজিজ বলেছেন: বয়স , অভিজ্ঞতা মানুষকে কঠিন করে দেয় । হুম রাষ্ট্রের পরিবেশ পরিস্থিতি তো মনে ছাপ ফেলবেই । চীনে থেকে শিখেছি কিভাবে ইটের পর ইট গেথে গড়তে হয় কিন্তু কাজে আসেনি সেসব ।
২|  ২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:২৪
২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:২৪
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর। সচেতন দেশপ্রেম জেগে উঠেছে কবিতায়।
  ২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:৪৮
২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:৪৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস ।
৩|  ২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:১৪
২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা
ভাল থাকবেন
  ২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৩২
২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ লিটন ।
৪|  ২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৫৪
২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৫৪
জুল ভার্ন বলেছেন: আহ! কী অসীম দেশপ্রেম হৃদয় ছুঁয়ে গেলো!
  ২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:০০
২০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:০০
শাহ আজিজ বলেছেন: যখন লিখেছিলাম তখন বুকে ব্যাথা ছিল এবং সেই ব্যাথা বেড়েছে ।
৫|  ২১ শে নভেম্বর, ২০২২  রাত ১১:৫৪
২১ শে নভেম্বর, ২০২২  রাত ১১:৫৪
সোনাগাজী বলেছেন: 
ব্লগার কোহিনুরের সাথে ব্লগার নুরু সাহেব নিয়ে কোন কথা হলো?
  ২২ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:৪৫
২২ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:৪৫
শাহ আজিজ বলেছেন: নাহ , পাওয়া গেল না ।
৬|  ২৩ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৩২
২৩ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৩২
গেঁয়ো ভূত বলেছেন: কি গভীর দেশ প্রেম! অসামান্য ভালো লাগা!! ভাল থাকুন। শুভকামনা।
  ২৩ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৩৯
২৩ শে নভেম্বর, ২০২২  সকাল ১০:৩৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ব্রো ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:০০
২০ শে নভেম্বর, ২০২২  সকাল ১১:০০
সোনাগাজী বলেছেন:
চীন, রাশিয়ায় থাকলে লোকজন কঠিন হয়ে যায়?