নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ আজিজের ডায়রি ।। শীত, আমাদের গাঁয়ে

২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

ছবিঃরামকৃষ্ণ মহাপাত্র


চাল থেকে গড়িয়ে পড়া লতাপাতায়
ফোঁটা ফোঁটা শিশির বিন্দু
সূর্যহীন কুয়াশাচ্ছন্ন কৃপণ আলোকে
হীরক দ্যুতির মত কাছে টানে,
শুয়ে বিছানাতে দেখি অপলক দৃষ্টিতে
গাঢ় কুয়াশার মাঘের প্রাক্কালে
বাংলার কোন এক নামহীন গাঁওয়ে।
রসের গন্ধে সচকিত , হ্যা রসেরই বটে
উঠোনে তাফলে ফোটে গনগনে আঁচে
ঘন হয়ে আসা জিরান রসের ঘ্রান
আমি খুজে পাই বাংলার অকথিত রুপবান।
উচু গাছগুলো কুয়াশারে জড়িয়ে রয় প্রানপনে
নিষ্ঠুর সূর্য কুয়াশা গলিয়ে একদা
হাসবে তামাশার হাসি খিক খিক করে।
খেয়া পার হয় অস্পষ্ট কিছু মানুষেরা
কেউ কেউ দাড়িয়ে নদীপারে ফোকে বিড়ি
গম্ভীর ডাক কাকেদের , ডাহুক, শালিখ
আর চড়ুইয়ের মাতম নেই পোকা
নেই পোকা , নির্মম মাঘ দিয়েছে ঠেসে
গাছের কোটরে নির্ভয় নিরাপদ আশ্রয়ে
হাসের দল হেলেদুলে পুকুরে নামে গুগলি শিকারে।

সর্ষের তেলে পিঠমর্দন দাদীর হাতে বাঁশির মূর্ছনার মত
পানা ঘেরা কাজল কালো পুকুরে দাপাদাপি দলেবলে
নতুন গামছার সোঁদা ঘ্রানে জুড়ায় প্রানমন
বাঁশবাগানে ডাহুক ডাকে একাধারে।

শোল মাছের ঝোল আর কচি লাউয়ের ছালুন
আহা! এমন কি যায় পাওয়া জার্মান বা চীনে !
যে ধান বাকি ছিল তা কেটে নিয়ে চাষী
ফিরছে ঘরে মাথায় চড়িয়ে দুলে দুলে
ফিঙ্গে পাখি ধরে পোকা ধান ক্ষেতের নাড়ায়
সন্ধ্যায় গায়ে চাদর দিয়ে টেনে
রসিয়ে খাই রসে ভেজানো তুলতুলে চিতই
মুড়ি, খই , চিড়া আর তিলের নাড়ু
পাশেই বাজে শাঁখ উলুধ্বনি ধুপের গন্ধ
সন্ধ্যা নেমেছে ধরায় চেরাগ হারিকেন ঘরেঘরে
কুড়ানো পাতায় জালিয়ে আগুন সারিগান চলে
আহ কি আরাম ঘন হয়ে বসে তাপ হরনের ছলে ।

রাতে হাঁস সাথে সেমাই পিঠে চুই ঝালে কি যে স্বাদ !
লেগে থাকে মুখে বছর ধরে ওই প্রবাসে ।
মাঘের অমাবশ্যা উঠোনে বেঞ্চে চিত হয়ে
দেখি তারকার রাজ্য নক্ষত্র আর গ্রহের সমাহারে
ওষে ভিজে যায় মুখমণ্ডল মুছি বারেবারে
গাছ থেকে কাচা রস চুরি করে দেই মেরে গেলাশ ভরে
চারিদিকে সুনসান শিশিরের পতন যাই বিছানাতে
কার্পাস তুলোর লেপে দিনমান সূর্যের ওম তখনো লেগে
ভালবাসার শীত গায় ধানভানার গীত তন্দ্রাচ্ছন্ন ঘোরে ।।
-----------------------------------------------------------------

শীত / ঠাণ্ডা (ডিসেম্বর ২০১৫)

কপিরাইটঃ শাহ আজিজ


মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: শীতের এক চেনা সূর আছে। বিশেষ করে হেমন্ত পেরিয়ে শীতের শুরুতে। সেই চেনা সূর বাঁজে আমাদের প্রাণে।

২৫ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪২

শাহ আজিজ বলেছেন: এবারের সুর অচেনা এই ঢাকার প্রান্তে । কেমন একটা গোলমেলে শীত মনে হচ্ছে।

২| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনি ক্রমেই কবি হয়ে যাচ্ছেন; মানুষের মনে কথা শুনছেন, বলছেন?

২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: আমি কবি অনেক আগেই শুধু প্রকাশ হইনি । ইদানিং ভাবছি আস্তে ধীরে সব লেখাই ফাস করে দেব । ডিমেনশিয়া হানা দিয়েছে মাথায় । আগের রাতে ছন্দ যা কিছু তৈরি করে রাখি সকালে তার বিন্দু বিসর্গ মনে থাকে না । আবার রাতে টেবিলে বসে লিখে রাখলে বাকি রাতের ঘুমটুকু নষ্ট হয় , সেডাটিভ নির্ভর জীবন তো --------------------------।

৩| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:


দিনে ২/১ ঘন্টা অংক (যেগুলো আপনার কাছে ইন্টারেষ্টিং মনে হয় ) প্রেকটিস করেন।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০১

শাহ আজিজ বলেছেন: আমি আগের লেখা কবিতা ছেপে বেশ উৎসাহ পাচ্ছি , রিকভারি হচ্ছে । অন্যদের কবিতাও পাঠ করছি ।

৪| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: এমন শীত আর আমাদের জীবনে নেই।

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২১

শাহ আজিজ বলেছেন: গায়ে আছে , নগরে নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.