নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল রাতে বেশ মনোযোগ দিয়ে ব্রাজিল - সুইস খেলা দেখেছি । আমার জন্য এটাই ব্রাজিলের প্রথম খেলা । এখন রাত জাগতে পারিনা বিধায় গভীর রাতের খেলা মিস করি । কাল ব্রাজিল সুইস দুপক্ষই ভাল খেলেছে এবং আমাদের ছোট পরিবারের সবাই হৈ হল্লা করে গোল উদযাপন করেছি । কেবল টি ভি চার সেকেন্ড স্লো কারন আমরা গো ও ও ও ল বলে চিৎকারের আগেই মোড়ে বিশাল টি ভি তে শতশত দর্শক গগন বিদারী চিৎকার গো ও ও ও ও ও ও ও ও ও ল বললে আমরা বুঝি কাজ হয়ে গেছে । শেষে প্রিয় ফুটবল তারকাদের দেখানোর সময় রোনালদোর বিশাল বপু দেখে হেসে ফেলেছি । খুব পরিচ্ছন্ন একটি ছবি খুজছিলাম পোস্ট করার জন্য । নুরুন্নবি চৌধুরি ফেবুতে সুন্দর এই ছবিটি পোস্ট করেছে । এক সময়ের ব্রাজিল দলের সেরা সব খেলোয়াড় যাদের নামের শুরুটা ছিল 'R' দিয়ে..রোনালদো, রিভালদো, রবার্তো কার্লোস, রোনালদিনহো এক সারিতে বসে , খুব ভাল লাগলো ।
আপনি কোন দলের সাপোর্টার ?
সোনাবীজের মত ক্ষনে ক্ষনে দল বদলানো সাপোর্টার নয়ত ? সোনা অনেকগুলো সমিতি করেছে ফেসবুকে
২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮
শাহ আজিজ বলেছেন: আমরা আর্জেন্টিনা ছেড়েছি সেই সময়ে আমার পিচ্চি ছেলে ব্রাজিল সমর্থন করে দেখে , সেই ৯৮ সালে । ও আমার পাশেই ঘুমাত নাক ডেকে আর আমি একা খেলা দেখতাম , পাশের ঘরে ওর বোন আর মা ঘুমাত ।
২| ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
যে সব খেলা দেখেছি তাতে টানটান উত্তেজনা তেমন কোনটাতেই পাইনি (আমার কাছে এমনই মনে হয়েছে)। একটা দু'টো নান্দনিক গোলের দেখা পা্ওয়া ছাড়া পুরো খেলার কোনটাতেই ছিলোনা বল নিয়ে ছুটে চলায় কোন নান্দনিকতা। আগের সেই ব্রাজিল বা আর্জেন্টিনা বা জার্মানীর দেখা মেলেনি।
২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৪৮
শাহ আজিজ বলেছেন: একমত ।
নেদারল্যান্ড - কাতার খেলা ছেড়ে পি সিতে বসলাম ।
আসছে দিনগুলোতে আশা করছি খেলা জমবে ।
৩| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার আব্বা ব্রাজিল , আমি ব্রাজিল ১৯৯০ ( থেকে) , ছেলেও সেদিন হলুদ রঙের জার্সি চাইলো।
৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:১৪
শাহ আজিজ বলেছেন: আমরা সবাই ব্রাজিল । রূপনগর খালের ওপর বস্তির সবাই ব্রাজিল যার জন্য আওয়াজটা বুলন্দ হয় ।
৪| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এইবার ব্রাজিল কতদূর যাবে বলে মনে হয় ?
আজ আর্জেন্টিনার জটিল সমীকরণের ম্যাচ। আশাকরি আর্জেন্টিনা জিতে সমীকরণ সহজ করে দিবে।
৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: এবার প্রেডিকশন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে নতুন অনেক মুখ সংযোজনের ফলে ।
তোমার এই টেনশন আমাদের মাঝে ছড়িয়ে গেছে । আসলে দুটো ভাল দলের হাডডা হাড্ডি লড়াই আমরা ৯০ মিনিট বেশ ভাল করে দেখি আর হিসাব কষি ।
৫| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: এবার প্রেডিকশন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে নতুন অনেক মুখ সংযোজনের ফলে ।
কিছুই বলা যাচ্ছে না। তবে এইবার মন বলছে ইংল্যান্ড ফাইনালে খেলবে। সাথী হতে পারে আর্জেন্টিনা / ফ্রান্স।
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: একটু আগে লিস্ট চেক করে দেখলাম সেমি আর ফাইনাল খেলা সবগুলোই রাত একটায় । হায় হায় আমার কি হইব !!!
৬| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: আমি জন্মের পর দিন থেকেই আর্জেন্টিনার সাপোর্টার।
৭| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫০
সোনাগাজী বলেছেন:
দক্ষিণ আমেরিকার জন্য ফুটবলই ধর্ম
৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:১১
শাহ আজিজ বলেছেন: তাই দেখছি ছোট বেলা থেকে । যাক আমাদের ফুটবল প্রেমিকের সঙ্খ্যা অনেক ।
৮| ৩০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্রাজিলের মত নান্দনিক ফুটবল খেলা অন্য কোন দেশ খেলতে পারেনা। ব্রাজিল মানে ফুটবল, ব্রাজিল মানেই উত্তেজনা।
৩০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
শাহ আজিজ বলেছেন: আমরা ব্রাজিল সমর্থক হলেও অন্য দেশ যেমন জার্মানি , ফ্রান্স , স্পেন এদেরকে কাউনট করি ।
বাংলাদেশ এখন খুব ব্যাস্ত ফুটবল নিয়ে ।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৫
মুজাহিদুর রহমান বলেছেন: ছবিতে যেই চারজন দেখা যাচ্ছে তারা হলেন, (ডান থেকে) রোনালদো, রবার্তো কার্লোস, কাফু ও কাকা।
০৩ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: হুম , কিছু একটা গোলমাল ছিল ------------------------- ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫৪
নেওয়াজ আলি বলেছেন: আমি ব্রাজিল সাপোর্টার ছোটকাল হতে সেই নব্বই দশকে হবে।