নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা - বড্ড ঋণী করে গেলে
শোধ দেব কোন সিন্ধুক হতে !
জন্ম থেকে জন্মান্তরে শেষ হবার নয়
আজ আবার দাড়িয়ে সদর রাস্তায়
ভাবাতুর –শাসক শোষক নয় নিরাপদ
শেষ সম্বলটুকু যা আছে জমা
আমার ঘামের জমানো ক্যাশে
ফেলেছে এবার তপ্ত নিঃশ্বাস তারা ।
দুবারের খাবারে তরবারির আঘাত
একবার খাব আর পান্তাটুকু দিয়ে দেব
রাজাসনে করবে আহার ইলিশের টুকরো পাতে
আহা! স্বাধীনতার সুফল নিয়ে কাটে তাদের নিরুদ্বিগ্ন জীবন ।
পদাঘাতে সমাজ বিভক্ত জাতিতে সংঘাতের বহ্নিশিখা
আর কত বিপ্লব , কত লহু আর কত যাবে প্রান।
ঈশ্বর উধাও কে দেবে আমাদের ত্রান
ক্ষমা করে দিও দেশ – ছায়া ঘেরা সেই সে গ্রাম
অক্ষমতার তোড়ে বিধ্বস্ত আন্তঃকাঠামো
ঋণী হয়ে রইলাম অনন্তকাল হে রনাঙ্গনের যোদ্ধা ।।
(জুলাই ২০১৭)
কপিরাইটঃ শাহ আজিজ
ছবি- ঢাকা ট্রিবিউন
০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: লাল কিংবা নীল যাই হোক সালাম স্বাধীনতার মাসের ।
২| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঝাঁঝালো, ক্ষোভে ভরা প্রতিবাদী কবিতা। চমৎকার।
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৭
শাহ আজিজ বলেছেন: আমরা যারা ৭১ সাল দেখেছি চলতি জীবন তাদের একটু ঝাঁঝালোই হবে ।
ধন্যবাদ সোনা ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আমরা ঋণী যাদের আত্নবলিদানে আমরা স্বাধীনতা পেলাম। সুন্দর ।
০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫১
শাহ আজিজ বলেছেন: মুক্তিযোদ্ধাদের ক্লোনিং একটি ভয়াবহ অপরাধ ।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: বিজয়ের লাল সালাম কবি দা
ভাল থাকবেন---------