নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ' দুয়েক মানুষ হত্যার পরে ইরানিয়ান রেজিম সিদ্ধান্ত নিয়েছে হিজাব আইন শিথিল করার এবং এই বিশেষ পুলিশ যাকে নীতি পুলিশ বলা হত তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কট্টরপন্থী সরকার । মাহসা আমিনির জীবন দান বৃথা যায়নি , বৃথা যায়নি ২০০র উপর গনমানুষের আত্নদান । পাড় মাতালের মুখে নীতি বাক্য বিচ্ছুরিত হয়েছে "ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের প্রজাতন্ত্র ইসলামের মৌলিক গঠনতন্ত্রের ভিত্তিতে গড়ে উঠেছে। তবে সাংবিধানিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে নমনীয় হওয়া যেতে পারে।" এই বিষয় মোল্লা খোমিনিদের জুব্বা ভেদ করে আগে ঢুকলে এই অহেতুক হত্যাকাণ্ড ঘটত না । ইরানে মৌলবাদের পরাজয় ঘটলো কিন্তু শত শত মানুষের আত্নবলিদান ইতিহাস হয়ে রইবে ।
ছবি আল জাজিরা । সি এন এন
০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৬
শাহ আজিজ বলেছেন: মোল্লারা ভেবেছিল এটা দেড় হাজার বছর আগের যুগ চলছে । শেষ মেষ জোব্বায় টান পড়লে হুশ ফিরে এল । কিন্তু দেরি হয়ে গেছে বড্ড । এবার জোব্বা পতনের আন্দোলন শুরু হোক ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৮
সোনাগাজী বলেছেন:
মোল্লারা পরস্যের লোকজনকে ভেঁড়ায় পরিণত করেছিলো।
০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৮
শাহ আজিজ বলেছেন: হুম , ভেড়া ক্রমশ ষাঁড় হয়ে উঠেছিল টের পায়নি ।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৪
কাঁউটাল বলেছেন: তা ধিন ধিন তাক, ধিন তাক ধিন তাক
০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪০
শাহ আজিজ বলেছেন: তেরে কেটে থাক থাক ---------- তা থৈ থৈ থা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো প্রমানিত হল কোটি মানুষের একটি আদর্শিক আন্দোলন কখনো ব্যার্থ হয় না।
ইরানী মোল্লাতান্ত্রিক নারী বিরোধী ইভিল রেজিম তাদের মোরালিটি পুলিশ ইউনিট ভেঙে দিতে বাধ্য হলো।
ইরানি নারীবাদী, নারী অধিকার কর্মীদেরসহ বাংলাদেশ সহ পুরো বিশ্বের নারীদের জন্য এ এক অনুপ্রেরণামূলক আন্দোলন।
অনেক তরতাজা প্রাণ, লাখো তরুণ তরুণীদের রক্তের রং তুলি দিয়ে লিখা হলো এই বিজয়।