নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরিয়ে ঘুরিয়ে হাতের কল বদল হয় এক এক করে
ঘুরিয়ে পেচিয়ে পড়ছে পিঠা সেমাই পিঠা থালার পরে
মা আমার ব্যাস্ত কত পিঠা নিয়ে হাঁসের লোম তুলেছে কিনা
চুই ঝালে রান্না হবে রাজহাঁস বাড়ির পোষা একদম নয়কো কেনা
জামাইনাড়ু ধানের চালে গরম জলে করছে মণ্ড খালারা সব
মণ্ড দিয়ে কলের মুখে গড়িয়ে পড়ছে আহা আনন্দ উৎসব
হাঁসের সাথে থাকছে মুরগি তাও আবার বাড়ির পোষা
লাগছিল কষ্ট বটে জবাই করতে জাগছিল কি হতাশা
হাস এক পিস মুরগি একপিস থাকছে সাথে ডিমের কোর্মা
ঝালটা যেন ঠিক হয় – হেকে কাকা বললেন- দেখতো বউমা
পৌষের সন্ধ্যা ওম চাই ওম চাই বলে চাদর নেই পেচিয়ে
আন্ধারের উঠোনে লুকোচুরির খেলার ছলে সব ওঠে চেচিয়ে
ভুত বা জিন কিছু আছেরে ভাই মড়াই গুলোর পেছন দিকে
চাঁদের আলো আসছে ঠিকরে উঠেছে সবে পুব দিকে
হাতে হাতে নাড়ু মুড়ি হল বিলি দাড়িয়ে দাড়িয়ে হল সাবাড়
রাত বাড়ছে ক্ষিধেও চাগছে হাঁসের মাংসের সেকি গন্ধ জল খসানো
আহা লাল মরিচের রঙ্গে রাঙ্গা হাঁসের টুকরো অমৃত সম এই শীতে
নবান্ন আর কোথাও আছে এমন মজার চাল দিয়ে বানানো সেমাই পিঠে
পৌষ মাঘে এসোরে ভাই বাংলাদেশের ছোট্ট গ্রামে ধানের দেশে পানের দেশে
আহ চুই ঝাল পেলাম ভাই তাই ভাবলেশহীন মাড়ির নিচে দিলেম পিষে
খাওয়া শেষে হা হুতাশ ঝালের তোড়ে সেকি বিষম জ্বালা পোড়া নাচছি তা ধিন
হটাত করেই কোথা থেকে মা এসে রসগোল্লা গালের মধ্যে পুরে দিলেন ।।
-----------------------------------------------------------------------
নবান্ন (অক্টোবর ২০১৯)
কপিরাইটঃ শাহ আজিজ
ছবিঃ আনন্দবাজার পত্রিকা
০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০০
শাহ আজিজ বলেছেন: বয়স্ক সবাই সুখাদ্যর ব্যাপারে চেপে যান , ভাল । কম খেলে ষয়ে যাবে ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৫
নেওয়াজ আলি বলেছেন: শীতের দিনের এইসব মজাদার পিঠা গ্রামে গিয়ে খেতে বেশী মজা লাগে
০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০১
শাহ আজিজ বলেছেন: আমিও গ্রামের বাড়ির কথাই বলেছি ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭
শেরজা তপন বলেছেন: কবিতাটা তো আপনারই লেখা- তাইনা? ও কপিরাইট তো আছে
শীতের কোন খাবারবাদ দেন নি দেখি চমৎকার
০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০২
শাহ আজিজ বলেছেন: ভদকা খাইয়া কবিতা পড়তেছেন !!
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৭
সোনাগাজী বলেছেন:
ভালো খাবার কম করে খাওয়ার দরকার। মানুষের অবস্হা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, বেশীর ভাগ মানুষ খেতে পাচ্ছেন।