নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেট
শাহ আজিজের কবিতা- ছররা
১০/১২/২২
গুলির শব্দে কেপে ওঠে বাংলাদেশ
কান পাতে নয়া পল্টনের কোনে
শোনে ছররা খাওয়া মানুষের চিৎকার
আরও শোনে পুলিশের গগনবিদারী হুঙ্কার
কে বা কার তরে কিসের ভালোবাসায় ছুড়িছে গুলি
কেই বা তোলে হুঙ্কার কার উপকারে
কেই বা আটিছে ষড়যন্ত্র হানিতে শান্তি
হানাহানিতে ঝরে গেল প্রান একজন মকবুলের
কে দেবে আশা কে দেবে ভরসা পরাজিত পরিবারে !
দেশ , তোর কি নেই ভাবনা এই অভাগাদের তরে ?
বাংলাদেশ নিশ্চুপ গোলাপবাগ মাঠের দিকে চেয়ে
বৃক্ষ কোটরের খাজে খাজে কত ইতিহাস লুকিয়ে
কত আপদ এলো আর গেলো
এই অস্থিচর্মসার খাচার ওপর দিয়ে
একদিনে যায়না গড়া দেশ, দিনে দিনে
জাগেনা প্রেম বা ভালোবাসা এই নিরীহ জনতার তরে
ওরাও ছুড়েছে ছররা চালিয়েছে মেশিনগান
দুই পক্ষের হাতে রক্তের দাগ , আমি দেব মুছে
আমি দেশ , দেশ মাতৃকা শেষ আশা ভরসাস্থল ।।
--------------------------------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
শাহ আজিজ বলেছেন: বিশ্বাস করুন আর নাই করুন ২০০৭-০৮ দুই বছর খুব ভাল ছিলাম ।
দেশ কি সেদিকেই এগুচ্ছে ?
২| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
কাঁউটাল বলেছেন: বুড়া ঢাড্ডু আরও ঢাড্ডু হইয়া যাইতেছে।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
শাহ আজিজ বলেছেন: তরে ধন্যবাদ আর আদর ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশ সীমার ভিতর পড়ে আছে। মানুষ বেদিশা হয়ে যাচ্ছে।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২
শাহ আজিজ বলেছেন: এই দুই পরিবারের স্থায়ী নির্বাসন চাই ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাড়াতাড়ি তাওবা করেন!
(আমি যোগাসনে বসে ধ্যান করে দেখেছি, আর কেউ দেশ চালাতে পারবে না। যেমন চলছে এমনই চলবে এবং আলীমরা দোজখে যাবে।)
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
শাহ আজিজ বলেছেন: বঙ্গের ইতিহাস বড্ড লম্বা । কেউই এই বঙ্গাসনে স্থায়ী হতে পারেনি ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
নেওয়াজ আলি বলেছেন: খুব চমৎকার লিখেছেন । ভালো লাগলো পাঠে।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো জেনে আপনার ভাল লেগেছে ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশেষ করে বাংলাদেশ! এই অংশে বিষ আছে।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
শাহ আজিজ বলেছেন: এখন আমরা শেষ লগ্নে , দেশটা ভাল থাকুক এটাই কামনা ।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, দোয়া করা ছাড়া বেশি কিছু করার নেই। অনেকে আমাকে অনেক কথা শুনিয়েছে।
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৯
শাহ আজিজ বলেছেন: অনেক নির্বোধ আছে সমাজে যাদের আশা লুটপাট ভাল হবে ।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।
১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আব্দুলহাক
৯| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন একে অন্যের জন্য প্রাণ খুলে দোয়া এবং শুভকামনাই হলো বড় পাওয়া। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন।
১০| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৮
সোনাগাজী বলেছেন:
আইয়ুবের শিষ্যরা আমাদেরকে কক্ষচ্যুত করায়, আমরা আফগানদের দলে নাম লিখাচ্ছি।
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২
শাহ আজিজ বলেছেন: কখনই নয় । আমরা মোটেই আফগান হব না ।
১১| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৫
কামাল১৮ বলেছেন: এটা একটা সফল জনসভা।কোন মারামারি নাই।
১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৬
শাহ আজিজ বলেছেন: হুম , মারামারি হওয়ার সম্ভাবনা ছিল কি ??
আপনি দীর্ঘদিন পরে ব্লগে এলেন ।
১২| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৮
কামাল১৮ বলেছেন: কর্তার ইচ্ছায় কীর্তন।
১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:০৮
শাহ আজিজ বলেছেন: ভাল থাকবেন /
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশ্বাস করুন শাহ সাহেব, দেশের পরিস্থিতি এবং বাস্তবতা সত্যি বিভ্রান্তিকর!