নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহ আজিজের কবিতা
বালক, এইযে দেখছ স্তম্ভ
তা ছুঁয়ে ছুঁয়ে সাধারন নির্বোধ জনগন
গেছে ছিনিয়ে আনতে জয় একদম খালি হাতে
তারা পরিজন পিছনে রেখে অনিরাপত্তার ঝুলিতে
আর কখনো দেখা হবে বলে এমনটা আঁশেনি
দানা কাপড় রাইফেল গেল মিলে বটে
মিলে গেল ঝোপঝাড় এলিয়ে নিতে ক্ষনিক ।
নেতারা বড্ড শটকাট ফটাফট নিরাপদ
থেটার রোড কলিকাতা দালান ইমারতে
প্রবাসী সরকার সরকার খেলে আর দান চালে
রাজার হালে পালকি চলে লায়ালপুরের কুঠিতে
আশারও অতীত বালক – তোমায় পাব দেখতে আবার ।
কিন্তু বিজয়ের ঝাণ্ডা ঠাণ্ডা মাথায় দাবার ঘুটির হাতে
ক্রমশ স্তম্ভ বিলুপ্ত হলো
পলাতক দাড়িয়ে হেথায় নিধনপর্ব এড়িয়ে আছি জীবিত এখনও
ভুয়া সনদের সেকি দম্ভ কাঁপে রাষ্ট্র কাঁপে সত্য
বিলিয়ে দে’মা পুজোর মুড়ি মুড়কির মতো যেন
দেশাত্মার শ্মশানদাহ হবে নান’গঞ্জের ঘাঁটে
বালক, আমি অক্ষম কম্পমান কণ্ঠে বলি আবারো
পারবে দিতে গুঁড়িয়ে ওই ভুয়া সনদের দম্ভ ??
------------------------------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ
ছবিঃ নেট
১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: দ্রোহ , খেদ , ঘৃণা নিয়েই ৫১টি বছরের শেষ প্রান্তে ।
মুক্তিযুদ্ধ পুজি করা সবাই এই অপূরণীয় ক্ষতি করেছে ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রবাসী সরকার সরকার খেলে আর দান চালে
রাজার হালে পালকি চলে লায়ালপুরের কুঠিতে
কবিতায় বেশ কিছু বাস্তব কথা উঠে এসেছে। লাস্ট দুই লাইনের ঝাঁঝালো ক্ষোভের সাথে আমারও একাত্মতা রইল।
দারুণ লিখেছেন শাহ আজিজ ভাই।
১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সোনা ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭
নেওয়াজ আলি বলেছেন: যথেষ্ট সুন্দর একটি প্রকাশ
১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২১
সোনাগাজী বলেছেন:
তৃতীয় বিশ্বের বিপ্লব শেষ হয় এভাবেই।
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২১
শাহ আজিজ বলেছেন: পদলোভী নেতৃত্ব এর জন্য দায়ী ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:০১
কামাল১৮ বলেছেন: আমাদের স্বাধীনতা যুদ্ধ কোন বিপ্লব ছিল না।একটি সম্প্রসারণবাদী দেশের সাহায্যে স্বাধীনতা যুদ্ধ।অনেকটা টাউটদের হাত থেকে বাটপারের পাল্লায় পরা।
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৬
শাহ আজিজ বলেছেন: তাহলে বিপ্লবের সংজ্ঞা খুজতে হবে নতুন করে । হুম আমাদের ক্ষয়িষ্ণু নেতৃত্ব নিয়ে আমারও ক্ষোভ আছে ।
১৯৭১ সালের মার্চে একটা গনবিপ্লব হয়েছিল ।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০৪
Naznin71 বলেছেন: চমৎকার লিখেছেন
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ নাজনীন ৭১
৭| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: পৃথিবীতে সবচেয়ে সুন্দর পতাকা- বাংলাদেশের পতাকা।
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা।
১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
শাহ আজিজ বলেছেন: এই পতাকা আকাশে ওড়ানোর যুদ্ধে প্রান দিয়েছে লক্ষ মানুষ ।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর শব্দের গাথুনি। লুকায়িত ক্ষোভ, ক্রোদ।
১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সৌরভ ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৫
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
খেদ আর দ্রোহ মিলেমিশে দারুন কবিতা।