নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। গুপ্তাঙ্গ

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৭



শাহ আজিজের কবিতা - গুপ্তাঙ্গ



মহামান্য আদালত
আমার গোপন অঙ্গ বলে কিছু নেই
সকলি প্রকাশ্য এবং প্রকাশ্য দিবালোকে
যখন হাগি , মুতি- বেড়া ,ঘাস ,বাঁশ
গাড়ু ,জল সবাই দেখে পষ্ট করে
তো – গোপনাঙ্গ আর রইল কই?

আজ জেলার আমায় কাপড় পরিয়ে দিল
বলল – মাস্টারমশাই ,
এভাবে নাঙ্গা হয়ে যেতে নেই আদালতে।
বিশ্বাস করুন এই বৃদ্ধ বয়েসে নিস্তেজ অঙ্গ
আর সফেদ কাশফুল কেশমালা
মনে হয় একটা বাড়তি কিছু বয়ে চলছি !

উকিলবাবুর স্ত্রী আমায় চেয়েছিলেন ঠিক
কিন্তু নিরুপায় মাস্টার টুইশনি ছেড়ে
বেচে গেলাম বলে যা ভেবেছিলেম
তা মোটেও সত্যি ছিলনা , সত্যি ছিল
স্ত্রীলোকটি আমায় ডিলডো পরিয়ে
স্বেচ্ছাশ্রম করে আনন্দ লুটেছে
যেমনটি দীপালি করেছিল কৈশোরে
বলেছিল ‘কি কালো কেশ তোর স্বর্ণাঙ্গে’
আমি দুহাতে মুখ ঢেকেছিলাম লাজে।
কবিতা ভাল লাগে বলে ভক্তকুল হয় উচাটন
আমায় বরং আমৃত্যু হাজতে রেখে দিন ।।
---------------------------------------------------------

কপিরাইটঃ শাহ আজিজ / ২০১৭

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি মুগ্ধ, অভিভূত হয়েছি কবিতাটি পড়ে, এর সাবলীল গঠন, উপমার ব্যবহার- এসব দেখে আমাকে বলতে হচ্ছে, ব্লগে আপনি একজন জাত কবি।

কবিতা বুঝবার ব্যাপার না, কিন্তু বুঝবার চেষ্টা করে মন। যা বুঝেছি - একজন শিক্ষকের সকরুণ পরিণতির কথা তুলে ধরেছেন এখানে, যার একটা সম্পর্ক ছিল কোনো এক উকিল বাবুর স্ত্রীর সাথে।

'ডিলডো পরিয়ে স্বেচ্ছাশ্রম' - স্তম্ভিত ও যুগপৎ চমৎকৃত হয়েছি এ অসাধারণ উপমা ও তীর্যক, স্যাটায়ারিক শব্দগুচ্ছ দেখে।

'কী কালো কেশ তোর স্বর্ণাঙ্গে।' এটাও চমৎকার। অদ্ভুত সুন্দর।

কিছু বানান ভুল, যতিচিহ্নের ব্যবহার ঠিক করে দিলে কবিতাটা দেখতেও পরিপাটি লাগতো।

সব মিলিয়ে অনন্যসাধারণ কবিতা।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সোনা বুঝতে পারার জন্য ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



কিছু কথা মনে রেখে দেয়াই কবিতার অংশ।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: :P ধন্যবাদ গাজী সাহেব।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬

নেওয়াজ আলি বলেছেন: কিছ বদ লোকের এই গোপন অংঙ্গ না থাকাই ভালো হতো

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: অপ্রাসঙ্গিক ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৫৫

কামাল১৮ বলেছেন: কবিতা বুঝলেতো কবিই হতাম।তবে পড়তে ভালো লাগে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: ভাল লাগাটাই আসল -----------------------------

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




হাতুড়ি, ছেনীর আঁচড়ে যিনি শিল্প নির্মান করেন এখন দেখছি তিনি কলমের আঁচড়েও শব্দের অপরূপ মালা গেঁথে গেঁথে শিল্প নির্মান করতে জানেন!
আপনার হাতে থাকা কলমের মতো একটি গুপ্তাস্র ঠুলি না পরিয়ে নগ্ন রাখাই ভালো যাতে পাঠকেরা এই কবিতার মতো শব্দশৈল নির্মান দেখে যেতে পারেন।

চমৎকার....চমৎকার......এবং চমৎকার!

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আহমেদ , আমি আপ্লুত , ধন্যবাদ ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: কবিতাটা গতকালই পড়েছিলাম। চমৎকার লেগেছে।
এই কবিতায় আমি আপনাকে দশে দশ দিবো। সাধারণত আমি কাউকে দশে দশ দেই না।

সামুর সেরা কবি দুইজন। এর মধ্যে একজন আপনি।

২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫০

শাহ আজিজ বলেছেন: B-) :D :) আমি সেরা হতে চাই না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.