নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। লাশের পতাকা

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৫

নেট



শাহ আজিজের কবিতা

১৩ই ডিসেম্বর পালিয়ে ছাড়ছি শহর
নদীতে শত নৌকায় হাজারো মানুষ
আতঙ্ক ঘিরে সবার মুখে বিস্ফোরিত চোখ
কালকের বোমায় ডুবে যাওয়া গানবোট কিনারে।
ছন্দপতন হল বৈঠায় লাশ বেধে
কত লাশ ফুলেফেঁপে ভাসছে রূপসার জলে
উপুড় হয়ে ফোলা লাশের নীল শিরায় স্বাধীনতার চমক
মাছেরা এফোঁড় ওফোঁড় হয়ে যাওয়া ছিদ্র দিয়ে
ঢুকছে বেরুচ্ছে নতুন এক খেলায় ।
লাশের স্বজনেরা জানেনা কোন বেনো জলে ভাসমান
পিতা- স্বামী নামক একখণ্ড মাংসপিণ্ড
রাজাকারেরা ধরে নিয়ে গিয়েছিল এক রাতে
লুকিয়ে রেখেছিল পতাকা আর তাতেই
মুক্তিদের নিশানা পেয়েছিল খুজে পতাকার মাঝে ।
লাশটি ভাটার টানে নেমে যায়
বঙ্গোপসাগরে - জোয়ারে আসে বাংলাদেশে
কি আশ্চর্য অক্ষত এখনো যায় আসে কালে কালে।
লাশটি আসছে আবারো রাজধানী অভিমুখে
পতাকায় শরীর মোড়াতে - শীত বড্ড শীত শরীলে
ডিসেম্বর নাগাদ পৌছে যাবে রইবে অপেক্ষায়
কেউ যদি দিয়ে দেয় তার পতাকাখানিরে সাদরে
স্ত্রী বিগত ছেলেরা উন্মত্ত জোয়ান জানেনা বাপ তার
হয়নি বিলীন - ওঠে নামে জোয়ার ভাঁটার টানে
আসছে ধেয়ে কমাতে জট রাজধানী পানে ।।

কপিরাইটঃ শাহ আজিজ
০৮/০৯/২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



'৭১ এর প্রাণহীন মানুষ ও পরে অকারণে প্রাণ দেয়ার মাঝে অনেক তফাৎ; নুর হোসেনরা ষড়যন্ত্রের শিকার হয়েছে যুগে যুগে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: এটাকে আমি ৭১এর লাশ মিন করেছি ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩২

কামাল১৮ বলেছেন: স্মৃতি কখনো কখনো ভালো লাগে,কখনো ভালো লাগে না।কখনো কখনো মনে হয় সব ত্যাগ বৃথা গেলো।কিছু দুর্বৃত্তকে সুযোক করে দিলাম।

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: আশাহত নই আমি , আমাদের সন্তানেরা জাগবে , লাশের পতাকা লাশকে ফেরত দেবে ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বিজয়ের লাল সবুজের পতাকার শুভেচ্ছা রইল কবি আজিজ দা

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৮

শাহ আজিজ বলেছেন: আমরা বিজয় দেখেছি বলেই আমাদের ভাবনা বেশি । বিজয়ের শুভেচ্ছা ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই সময়ে জন্ম না হয়ে ভালোই হয়েছে । নইলে এসব স্মৃতি বয়ে বেড়াতো হতো অনন্তকাল
ভালো লাগলো কবিতা

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১১

শাহ আজিজ বলেছেন: আমরা ভাগ্যবান বিজয় দেখেছি , দেখেছি যোদ্ধাদের রনহুঙ্কার ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। এবং হৃদয় নাড়া দেয়।
এই কবিতা শুধু আবেগ থেকে নয়, বাস্তব অভিজ্ঞতা মিশে আছে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২২

শাহ আজিজ বলেছেন: আমাদের নৌকা বেধে গেলো লাশের সাথে । মাঝি বৈঠা দিয়ে সযত্নে সরিয়ে দিল , দেখলাম পলকবিহীন ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের নৌকা বেধে গেলো লাশের সাথে । মাঝি বৈঠা দিয়ে সযত্নে সরিয়ে দিল , দেখলাম পলকবিহীন

কি ভয়াবহ!!!

এরকম দৃশ্য আমি সহ্য করতে পারি না। আমার নিশ্চিত বমি হয়ে যেতো।

২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

শাহ আজিজ বলেছেন: আমরা পলকহীন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি । লাশ দেখার শুরু ৭১ সালের শুরু থেকে । এরা সবাই দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.