নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহ আজিজের কবিতা -দুয়ারে ছিটকিনি
তোমার কান্তিময় অবয়বখানি
তোমার তীক্ষ্ণ ভুরু
উজ্জ্বল চোখ, দ্যুতিময়
সবল পেশীর সমাহারে হস্ত, বক্ষ
কোঁকড়ানো কেশমালা ।
এ সবি শুধু সামনে এগিয়ে চলা
এবং বিলীন হওয়ার তরে শব্দহীন একাকীত্বে
কুঁচকানো অবয়বে , কুঁজো হওয়া কাঠামো
আর সাদাকালো দৃষ্টি বিলীনতা ।
এসব থেকে ফিরে আসার নেই কোন পথ
বন্ধ দুয়ার, ছিটকিনি দিয়েছে ঈশ্বর ।।
----------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ
২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
শাহ আজিজ বলেছেন: ক্রমশ বয়স বাড়ছে আর কু ভাবনাগুলো ঘিরে ধরছে আমায় - আমি আর কক্ষনোই ফিরতে পারবনা কুড়িতে । ঈশ্বর ফেরার পথে ছিটকিনি লাগিয়ে দিয়েছে ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৪
কামাল১৮ বলেছেন: এখনো সময় আছে একাকিত্ব থেকে বেরিয়ে আসুন।বয়সে আমার থেকে ছোটই হবেন।আপনি শিল্পী মানুষ,আপনার মন সতেজ থাকার কথা।
২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৩
শাহ আজিজ বলেছেন: নাহ , দ্বিতীয় বার পাগড়ী পরার ইচ্ছে নেই , একবারেই বুঝে গেছি মালা বদলের হাকিকত ।
আর নয় , মাফ চাই ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০০
স্প্যানকড বলেছেন: একলাই মংগল। দেখেন কত ভালো আছেন ইশ্বর ! নিজেকে নিয়ে খুব ভাবেন ইদানীং তাই না। ভালো থাকবেন খুব।
২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৬
শাহ আজিজ বলেছেন: কিছু ভাল কাজ সেরে ডাক পড়লে দুঃখ নেই ----------------------------------------------
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪০
অন্ধঘোড়া বলেছেন: ইশ্বর ছিটকিনি দেয়নাই, ইশ্বর নির্দোষ।
২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: তুমি তো আন্ধা , দেখলা কেম্নে ??
৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ক্রমশ বয়স বাড়ছে আর কু ভাবনাগুলো ঘিরে ধরছে আমায় - আমি আর কক্ষনোই ফিরতে পারবনা কুড়িতে । ঈশ্বর ফেরার পথে ছিটকিনি লাগিয়ে দিয়েছে ।
আপনি না বলে দিলে কবিতার মর্মাথ ধরতে পারতাম না।
২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৯
শাহ আজিজ বলেছেন: খুব সহজবোধ্য লেখা , সহজেই বোঝা যায় ।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই নিয়মের ছিটকিনি
ঈশ্বর এক বারি ছিটকিনি দিয়ে দিবে
ভাল থাকবেন কবি দা
২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১
শাহ আজিজ বলেছেন: ঈশ্বর সবার জন্য একই নিয়ম করেছেন ।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: চলে যাওয়ার আগে কিছু ভালো কাজ থাকুক। গভীর ভাবনার উপলব্ধি।
২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
শাহ আজিজ বলেছেন: আপনি চাইছেন আমি ইন্না লিল্লাহে করি ? ছিঃ ছিঃ কি লজ্জার কথা
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯
সোনাগাজী বলেছেন:
কি ছিলো আপনার মনে, কি বলতে চেয়েছেন?