নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহ আজিজের কবিতা- শুক্লপক্ষের চাঁদ
এ রকম শুক্লপক্ষের আঁধার নামলেই
আমি ঝাঁপিয়ে পড়তাম তোর ওপর
নষ্ট, এলোমেলো করতাম তোর ওষ্ঠরঞ্জনী
পুজোর দিনগুলোতে সেই কত আগে ।
তোর সাধের আঁকা যত্নের সিঁদুর টিপ
কি আশ্চর্য হয়ে আমার সারামুখে ছড়িয়ে যেত
তুই কাঁদতি , আঁধারে ক্রন্দনের শব্দ শোনা যায়
আঁধারে যায়না দেখা ফষ্টিনষ্টি আর নয়নবারির ধারা
পুজোর রাতগুলো অসম্ভব উদ্দীপনা আর উত্তেজনায় ভরপুর ছিল
চারযুগ আগে চুপিচুপি চলে গেলি কণিকা
চিতায় চড়ে চন্দন কাঠ আর ঘৃত সমাহারে
আমি নদীতীরে বসে স্তব্ধ হয়ে দেখেছিলাম
আমার কণিকা ক্রমশঃ বিলীন হল অগ্নিদেবতার কাছে।
কেউ একজন আঁধারে দারুর হাড়ি ধরিয়ে দিল, আহা !
সব দুঃখ আর বেদনার উপশম পেটে চালান করে
বাঁশিতে ইমনের সুর তুললাম চারপাশে ঘিরে স্বজন ।
জানিস কণিকা ! ওরকম আঁধার ফিরে ফিরে আসে
আমি জেগে থাকি অলিন্দ দিয়ে আকাশপানে তারা দেখে
সিঁদুরহীন , ওষ্ঠরঞ্জনীবিহীন এ জীবন আঁধারেই কাটুকনা
কি বলিস ???
------------------------------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ
ছবি- নেট
২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৭
শাহ আজিজ বলেছেন: সব আগের লেখা , আগেও ভিন্ন সাইটে ছেপেছি , এখন সামুতে ছাপছি ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
বাকপ্রবাস বলেছেন: কণিকা কী শ্বশুর বাড়ি গেছে? নাকি দেবতার কাছে?
২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৮
শাহ আজিজ বলেছেন: চিতায় চড়ে শ্বশুর বাড়ি গেছে ।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
দিন দিন দারুর নেশার মতো আপনার কবিতার নেশাও চড়ছে মনে হচ্ছে! এমন সব কবিতায় পাঠকদেরও মনে হয় নেশা ধরে যাচ্ছে।
এ নেশার ঘোর যেন চন্দনকাঠ আর ঘি দিয়ে পোড়ানো কনিকার দেহের মতো বিলীন না হয়ে যেতে পারে তাই বলছি -
“ না পিনা হারাম হ্যায়, না পিলানা হারাম
পি কে হোস্ মে আনা হারাম হ্যায় ।”
২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০
শাহ আজিজ বলেছেন: বহুত হ্যায় , কেয়া কহু , শুকরান ।
এই কবিতাগুলো গত দশকে লেখা । খুজে বের করে নিজেকে চাগিয়ে নেবার জন্য ছাপছি । ডিমেনশিয়ার প্রভাব শুরু হয়েছে । করোনা শক আমায় বেশ ভোগাচ্ছে । আমি পুরাতন লেখা ছাপছি থেমে যাওয়া কলম চালু করতে । কাজে দিচ্ছে বেশ । লিখছি নতুন করে ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩৩
জগতারন বলেছেন:
সুন্দর!
২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জগতারন , বেশ কিছুকাল আপনাকে দেখছি না ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
কবিতা কি প্রতিদিন লিখছেন? না আগের লেখা কবিতা?