নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দীপ্তমান পার্থিবতা

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২২

নেট



শাহ আজিজের কবিতা - দীপ্তমান পার্থিবতা



আমার জীবনে অপার্থিব বলে কিছু ছিলনা
যা দৃশ্যমান একষট্টিটি বসন্তে তার সবটাই পার্থিব
আমার জননী আর জনকের ভালবাসায় আমি দীপ্তবান
আমি নই যীশুর মত ঈশ্বর পুত্র , নই নই বীর্যবিহীন
এক গায়েবী জলজপত্রে উন্মোচিত গগন মাঝারে ।
আমি মিথ্যার আশ্রয়ে করিনা বসবাস অপার্থিব কুঠরিতে
যেথায় পেঁচাগুলো বড্ড কঠিন সত্য হয়ে দেদীপ্যমান
করতলে বক শালিখের হাক ডাক টিয়াদের পাকুড় খাওয়া
নদীতে ভাসমান ডিঙ্গা অভিমানে ভোগে মৎস্যহীন বিচরনে
নিশি গগন মাঝে শশী করে পূর্ণ যৌবনময় পার্থিব সময়ে

সবচে অপার্থিব বিষয়াবলীই কিন্তু তীব্র পার্থিবতায় উজ্জ্বল
সৃজিয়াছেন তোমায় যিনি , করবে অস্বীকার ? দুঃসাহসী বটে!
তবে করো অস্বীকার তীব্র ঝাঁঝালো ম্যাগনেটিক ফিল্ড
ম্যানটেল কোরের তীব্র আকর্ষণ আর আকাশগঙ্গার নিশিদিন খেলা
তাহলে তুমিই অপার্থিব একখণ্ড মেরুদণ্ডহীন ধুমকেতু
চৌম্বকত্বের তীব্র দহনে দলছুট ঘরবাড়ী – সংসার বিহীন
কি করুনা তোমায় , বেচে থেকেও করো মৃতের ভান ।
আমি যা কিছু ছুঁয়ে দেই , দেখি দুনয়ন ভরে তাই হয়ে ওঠে পার্থিব
আমার কাঠামোর ভেতরে অদ্ভুত বিদ্যুতের সমাহার
টের পাই রাতের পর রাত জেগে থাকে পরমেশ্বরের সন্ধানে ।।
------------------------------------------------------------------
কপিরাইটঃ শাহ আজিজ - ২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:


সুন্দর অনুভবের কবিতা ।
রাতের পর রাত প্রতিক্ষনে পরমেশ্বরের সন্ধানে
সেতো ক্বলব জারী/সতেজ হওয়ারই নামান্তর
সাধনায় সিদ্ধি ঘটুক এ কামনাই রইল ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: অনেকদিন বাদে আপনাকে পেলাম ব্লগে ।


সাধনার বিকল্প নেই । চেতনাকে জাগ্রত রাখা চাই , এখনকার বয়স তাই বলে ।


ধন্যবাদ ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫১

ডঃ এম এ আলী বলেছেন:


অসুসথতার কারণে ব্লগে নিয়মিত বিচরণ করতে
পারিনি বলে দেখা দিতে পারি নাই ।
বয়সের ভারে নীজেও পরমেশ্বরের সন্ধানে
সময় বেশী দিচ্ছি ।

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৪

শাহ আজিজ বলেছেন: কার্যত আমরা সবাই একই খেয়ার যাত্রী পার্থক্য আমাদের জেনেটিক ফর্মে ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: তুমি তোমার পোস্টে আধুনিক কবিতাকে দুর্বোধ্য এবং যা তা বলেছ আবার এখানে মনোমুগ্ধকর বলছ , কোনটি সত্যি ?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৯

কবিতা ক্থ্য বলেছেন: শাহ সাহেবের দরগায়- শিন্নি।
কবিতা ভালো হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

শাহ আজিজ বলেছেন: হা হা হা B-) শেষ মেশ শিন্নি ছিল কপালে ।

আজকাল দরগাতে কোটি টাকা পাওয়া যায় সিন্ধুকে , একেবারে ফেলনা নয় ।

ধন্যবাদ কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.