নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবিগুলো একটি থাই কোম্পানির বিজ্ঞাপন থেকে সংগ্রহ করা । ঢাকা শহরে অহরহ রাস্তা ঘাটের অদল বদল চলতেই থাকে । ঢাকায় অনেকগুলি পার্ক আছে । এই ফুলের টব এবং বসার জায়গা সম্বলিত বিষয়টি নতুন কিছু না । তবে এর একটা আরকিটেকচারাল আর স্কাল্পচার ভিউ আছে যা গোটা পরিবেশকে বদলে দেয় । কিছুকাল আগে মিরপুর ডি এইচ ও এসের ভিতর দিয়ে যাবার সময় আমার মনে হল এটি শ্রেষ্ঠ আধুনিক স্থাপনার সমাহার যা আশপাশের দেশে নেই । যারা এর ডিজাইন এবং পরিকল্পনা করেছেন তাদের মনে সৌন্দর্য বোধ আছে । ঢাকায় পার্কগুলো এবং বিবিধ বিলাসবহুল হাউজিং গুলোতেও এই ছোট নান্দনিক স্থাপনা গড়ে নিতে পারেন ।
Kiến Trúc Blog - Architecture & Design Ideas থেকে ।
২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: পুরো ঢাকা নয় আংশিক হতে পারে ।
২| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার।
আমাদের দেশে এরকম সম্ভব না।
২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯
শাহ আজিজ বলেছেন: ইচ্ছা থাকলেই সম্ভব হবে ।
৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
নতুন বলেছেন: এই রকমের ডিজাইন বানানো সহজ কিন্তু একে পরিস্কার রাখা কস্ট কর।
তবে শুরু না করলে কিভাবে হবে? মেয়রকে এই আইডিয়া গুলি দিতে হবে।
২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭
শাহ আজিজ বলেছেন: মেয়র ডেঙ্গু নিয়া বিজি ------------------------
২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০
শাহ আজিজ বলেছেন: সিটি কর্পোরেশন বা হাউজিঙ্গের ক্লিনাররা কাজটা করে দেবে ।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কম খরচে সুন্দর আইডিয়া। সৌন্দর্যের জন্য আসলে টাকার চেয়ে বেশী প্রয়োজন নির্মল মন মানসিকতা।
২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
শাহ আজিজ বলেছেন: মিরপুরে আইল্যান্ড খোঁড়া শুরু হয়েছে । বিদ্যুতের তার ভূগর্ভের নিচ দিয়ে যাবার প্রকল্প এটি । এতে কয় যুগ সময় নেবে কে জানে । উপরের প্রকল্পের জন্য খোঁড়াখুঁড়ির দরকার নেই , বাইরে তৈরি হবে ক্রেন এসে বসিয়ে দেবে ।
৫| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১১
কামাল১৮ বলেছেন: প্রতিটা ছবিই সুন্দর।নগর এমনি হওয়া দরকার।বিশেষ করে পার্কের আসেপাশে।
২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১
শাহ আজিজ বলেছেন: আমিও স্বপ্ন দেখি ----------------------------।
৬| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন। একদিন আমাদের দেশেও শহরগুলো এভাবে কেউ সাজাবে।
২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪
শাহ আজিজ বলেছেন: নগর সৌন্দর্যবিদদের আলাদা দায়িত্ব আর অফিস করে দিতে হবে ।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৭
অনামিকাসুলতানা বলেছেন: সুন্দর। আশা রাখি এক দিন আমাদের দেশ ও এই ভাবে সেজে উঠবে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৫
শাহ আজিজ বলেছেন: আমি সেরকম আশা রাখি ।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬
সোনাগাজী বলেছেন:
ঢাকাকে এইভাবে সাজানো কষ্টকর হবে।