নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বসন্ত উৎসব - র‍্যাবিট বছর

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৯





আজ রাত ১২ টায় পুরো চীন জুড়ে বাজি - পটকা ফোটানোর যে প্রতিযোগিতা হবে নতুন কারো কাছে মনে হবে যুদ্ধ শুরু হয়ে গেছে । আমি তিনটি জায়গায় বসন্ত উৎসব পালন করেছি , বেইজিং - ক্যান্টন - হংকং । এই ভয়াবহ কনকনে শীতে কিসের উৎসব বরং লেপের নিচে চলে যাও । এবারের উৎসব ম্লান হবে কারন কোভিডে আক্রান্ত আর মৃত্যুর সঙ্খ্যা লাখ ছাড়িয়ে গেছে । তবুও উৎসব থেমে থাকে না । ঘর সাফ সুতর করে লাল কাগজ কেটে সাজানো একটা প্রধান কাজ এই উতসবে । আজ থেকে ৪০ বছর আগে দরিদ্র চীনে বাজি পটকায় সীমাবদ্ধ থাকতো আর সাথে ডাম্পলিং বানানো এবং পরিবারের সবাই একত্রিত হয়ে মদ আর ডাম্পলিং বা চিয়াওজে খাওয়া একটা অতি আবশ্যিক পার্ট ছিল । কালে কালে চীনারা ধনী হয়েছে । এখন হোটেল বা পার্টি হাউস ছয়মাস আগেই বুক করা থাকে । আস্ত শুকরের রোষ্ট এবং বিবিধ খাবারে টেবিল পূর্ণ থাকে । নাচ গান এখন আবশ্যিক হয়ে গেছে । বিত্তের প্রদর্শন এখন স্বাভাবিক একটি ঘটনা । অনেকেই বাইরের দেশে বেড়াতে গেছে । বিশ্বের সকল চীনা সমাজ বেশ জোরদার ভাবে এই চীনা নতুন বছর উদযাপন করবে । চীনা ঐতিহ্যে ১২ টি প্রাণীর নামে বছরের নামকরন করা হয় । এটি চান্দ্র মাস হিসাবে নির্ধারিত হয় ।

চীনা রাশিচক্র 12 টি প্রাণী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়; ইঁদুর, বলদ, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, কুকুর এবং শূকর। প্রতি বছর একটি রাশিচক্র প্রাণী দেওয়া হয়, এবং একটি 12 বছরের চক্র আছে। চীনারা বিশ্বাস করে যে একজন ব্যক্তির রাশিফল, ব্যক্তিত্ব এবং প্রেমের সামঞ্জস্য তার/তার চীনা রাশিচক্রের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যা তার জন্মের বছর দ্বারা নির্ধারিত হয়।

2023 হল খরগোশের বছর, এবং এটি "আশার বছর হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে" কারণ খরগোশ চীনা সংস্কৃতিতে দীর্ঘায়ু, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক।

চায়না হাইলাইটস অনুসারে, 2023 সালে সবচেয়ে সৌভাগ্যবান চীনা রাশিচক্র হল বলদ, বাঘ এবং সাপ। রাশিচক্রের চিহ্নগুলির সাথে "ভাগ্য বেশি নয়" কুকুর, ঘোড়া, ছাগল এবং শূকর। খরগোশ এবং ইঁদুরের ভাগ্য "বিরোধিতার দ্বারা প্রভাবিত" হতে চলেছে এবং এই বছর মোরগ এবং বানরদের "বিশেষ করে অগ্রসর হওয়া কঠিন" হতে চলেছে।





আমাদের বসবাসকালিন সময়ে আমাদের বন্ধুদের সাথে ওদের বাসায় বা হোটেলে পানাহার করেছি আনন্দ করেছি ।

শিন নিয়ান খুয়াই লে ।।



















চায়না ডেইলি

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আফিম খাওয়া জাতি অল্প সময়ে কত দূর চলে গেল। আমরা কিছুই করতে পারলাম না।

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: আমার দুঃখ ওখানেই ।

২| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



চীনের উৎসব, মানে লালে লাল দুনিয়া আর পটকা

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: কত ট্রিলিয়ন পটকা ফুটছে কেউ জানেনা । আর এক ঘণ্টা বাদে শুরু হবে ঠাস ঠুস দুম ।

৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন:





৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: চীন জাতি পরিশ্রমী।
সারা বিশ্বে নাকি চীনের পন্য পাওয়া যায়?

২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৪

শাহ আজিজ বলেছেন: হ্যা ওরকম পরিশ্রমী জাতি আরও অনেক আছে । চীনাদের লক্ষ্য বিশ্ব বাজার দখল করা কিন্তু বাকিরা কি আঙ্গুল চুষবে? অবস্থা পাল্টাচ্ছে এবং বাংলাদেশও এগিয়ে আসছে ।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩৮

কামাল১৮ বলেছেন: এতোদিন চীনে থেকে একজন চীনাকেও যদি আনতে পারতেন তবে আমরাও উন্নয়নের কিছুটা ভাগ পেতাম।

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৫২

শাহ আজিজ বলেছেন: যারা আনছিল ভাইগা গেছে । ওরা কর্মজীবী তাই এখানে বেকার বসে বোর হয়ে গিয়েছিল ।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৪

রোকসানা লেইস বলেছেন: হ্যাপী লুনার রেবিট নিউ ইয়ার।
আপনি তো চায়নায় থেকে উপভোগ করেছেন। ওদের সংস্কৃতির অনেক বিষয় বেশ ভালো।
খুদ চায়নায় না হলেও বিশাল চাইনীজ কমিউনিটির সাথে বেশ ভালো যোগাযোগ হয়ে যায় তাদের আনন্দ আমরাও উপভোগ করি। গত কয়েক বছর থেকে তেমন আর হচ্ছে না যাওয়া আসা। কোভিডের জন্য।
এবার তো ওদের অবস্থা আবার খুব খারাপ।

কয়েক বছর আগে এই বিষয়ে একটা লেখা লিখেছিলাম। লিঙ্ক দিলাম আমার লেখাটার।
Click This Link

২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , পড়ে দেখব ।

৭| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চায়নাদের নতুন নতুন আবিষ্কার তাক লাগিয়ে দেয়।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

শাহ আজিজ বলেছেন: অপরের সত্ত্ব কপি করে বেশ তাক লাগাচ্ছে !

৮| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যা ওরকম পরিশ্রমী জাতি আরও অনেক আছে । চীনাদের লক্ষ্য বিশ্ব বাজার দখল করা কিন্তু বাকিরা কি আঙ্গুল চুষবে? অবস্থা পাল্টাচ্ছে এবং বাংলাদেশও এগিয়ে আসছে ।

আমি চাই বাংলাদেশকে চিন কে পিছনে ফেলে দিক। এগিয়ে যাক।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

শাহ আজিজ বলেছেন: তবে চলতি ব্যাবসায়ি রাজনিতিকরা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এক দম লাইনের শেষে থাকবে , ইনশাল্লাহ ।

৯| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৬

অনামিকাসুলতানা বলেছেন: চীন জাতি পরিশ্রমী কিন্তু অসৎ।
জেতার জন্য এরা সব কিছুই করতে পারে।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

শাহ আজিজ বলেছেন: চমৎকার বলেছেন ।

১০| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫১

James Owen বলেছেন: চীন বাজারে নতুন উদ্ভাবন চালু করেছে। https://1v1-lol.io

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জেমস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.