নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। পাঠান

২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১





ভারতে পাঠান নামের সিনেমা মুক্তি পেয়েছে । কিং শাহরুখ খানের এই ছবি ভারতের সিনেমাহল গুলোতে প্রথম দিনেই ১০০ কোটি রুপির তালিকায় টপ বক্স অফিস ফাড়কে তোড়কে একটা ইতিহাস তৈরি করেছে । ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে এই খবরে চারিদিক চাউর হয়ে গেছে । আমিও চেয়ারে গুছিয়ে বসেছি দেখি বাংলাদেশে কি হয় । আমি খানকে পছন্দ করিনা তবু আমার স্ত্রী বেচে থাকতে ভি সি আরে দেখতাম খানের ছাগলামি । অনেকদিন সিনেমা দেখা হয়না । আনন্দ হলে এক মহিলার হাই হিলে আমার পায়ে আঘাত পাওয়ার পর খেয়াল করলাম সিনেমা হল মালিকেরা সিট বাড়ানোরও অসৎ উদ্দেশ্যে দুই লাইনের মধ্যকার গ্যাপ কমিয়েছে । পাড়া হজম করে কন্যাকে বললাম আর সিনেমা হলে আসব না । কন্যা বলল স্টার সিনেপ্লেক্সে পা ছড়িয়ে বসা যায় , তোমাকে ওখানে নিয়ে যাব এরপর থেকে । যাইহোক পাঠান আগমনকে কেন্দ্র করে আমাদের ছিঃনেমা ইন্ডাস্ট্রির কাকগুলো কা কা শুরু করেছে । এক নাইকা তো লাভের ১০% চাদা দাবি করে বসেছে । আরেক কাউয়াবয় কয় আমার ছবি ইন্ডিয়ায় দেখাতে হবে । চঞ্চলের হাওয়া তেমন একটা হাওয়া পায়নি ভারতে । ৭৬-৮২ পর্যন্ত পড়াশুনা জীবনে অনেক ছবি দেখেছি ঢাকার সিনেমা হল গুলোতে । সবই ইংরেজি ছবি । বাকি ছবিগুলো দেখতাম বিবিধ দুতাবাসের ছোট হল গুলোতে । হটাত করে সরকারগুলো বিদেশি ছবি বন্ধ করে দিল কেন জানিনে তবে সিনেমা হল গুলোর মালিকেরা আর্থিক দিক দিয়ে দারুন ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অনেক হল বন্ধ করে মার্কেট বানিয়েছে । হল গুলো ব্যাবসা করে এটা ৭০% ব্যাবসায়ি এম পিরা বোঝেন ভালই কিন্তু নড়ে চড়ে বসেন্না এই যা । কাদের সাহেবের অনেক আগেই আমি বলি যে মানুষের বিনোদন বাড়াতে বিদেশি ছবি মুক্তি দিতে হবে । সংস্কৃতি কালচার নষ্টের গুষ্টি কিলাই আগে সিনেমা হল গরম করতে চাই ।

খানকে পছন্দ না করলেও দীপিকা আমার ডিয়ারেসট । তার জন্য আমাকে সিনেপ্লেক্সে যেতেই হবে ।

ছবি - প্রথম আলো

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

শেরজা তপন বলেছেন: দীপিকা আমার ডিয়ারেসট :`>
গেরুয়া বসনের চঞ্চল ডেসপারেট দীপিকাকে দেখতে তাহলে যেতেই হয়...

২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

শাহ আজিজ বলেছেন: হ , ঠিক জাগায় খোঁচা দিছি না ????????????????? :-B

২| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নেওয়াজ আলি বলেছেন: সবখানে পাঠান আর পাঠান। দেখতে হবেই।

২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শাহ আজিজ বলেছেন: এইবার পাঁঠা বানানো দরকার ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

কামাল১৮ বলেছেন: আপনি যেই সময় পড়তেন ঐ সময় খুলনার আপন দুই বোন পড়তো চারু কলায়।আপনিও খুলনার তাই এই প্রশ্ন।
দীপিকা একবার বলেছিল, বাংলাদেশিরা তার নামের শেষের দিকটা ঠিকমতো উচ্চারণ করতে পারে না।দেখা হলে সাবধান থাকবেন।নামের উচ্চারণ নিয়ে।
আমাদের বাসার কাছেই চলছে।বাংলাদেশেও কিছু পাঠান আছে।এরা কোথাকার পাঠান।

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: নোয়াখাইল্যা পাঠান ।

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

শাহ আজিজ বলেছেন: খুলনার কোন দুইবোন আমি চিনিনা ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১

নূর আলম হিরণ বলেছেন: ইন্ডিয়ান ছবি এদেশে মুক্তি দেওয়ার দরকার কি! যেভাবে আছে ঐভাবেই চলুক।

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: তাইলে আপনিও তাগো মতন কইতাছেন "নো এন্টারটেইনমেনট" , মিটিং আর সংসদ অধিবেশন ইস দি বেস্ট বিনুদন :(

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২২

মৌন পাঠক বলেছেন: বাধ দিয়া কি আর স্রোত ঠেকানো যায়!

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪১

শাহ আজিজ বলেছেন: হ্যা সেটাই । স্বাধীন বাংলাদেশে এত পাকি ভুত কিভাবে শেল্টার পায় ক্যামনে কি জানি ?

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

হাবিব ইমরান বলেছেন:

খান সাহেবের ভাগ্য তাহলে এবার খুবই প্রসন্ন!
গত কয়েক বছরে তেমন একটা হিট করতে পারলেন না। দুই দিনে ভালোই চমক দেখিয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: হুম , খান সাব এবার উঠে দাঁড়াবে ভাল করেই ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: পাঠান গতকাল রাতে দেখলাম হল প্রিন্ট। আমি জানতাম এই মুভি আমার ভাল লাগবে না। তবু লোকজন এই মুভির কথা এত বলাবলি করছিলো তাই দেখলাম এবং যথেষ্ঠ বিরক্ত হলাম।
দীপিকার শ্রেষ্ঠ মুভি 'পিকু'।

২৮ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: তুমিও দীপিকা প্রেমিক ? ভাল ভাল খুব ভাল B-)

৮| ২৮ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: না না--
আমি কারো প্রেমিক না। আমার কোনো প্রেমিকা নাই। আমি একজন সাংসারিক মানুষ। বউ বাচ্চা নিয়ে বেশ আছি।

২৮ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

শাহ আজিজ বলেছেন: ;) চাপা মাইরা আর কতোকাল ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.