নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। স্বাগতম শিশু এই নারকীয় ভুবনে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৭




ভুমিকম্পের ধ্বংসস্তূপে তুমি চিৎকার করে কাঁদছিলে । পাশেই তোমার মা দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে কিন্তু ঈশ্বরের কৃপায় তুমি অক্ষত । তোমার মার নাড়ি থেকে কেউ তোমায় বিচ্ছিন্ন করেনি , তবুও তুমি বেচে ছিলে , মায়ের দুধ ছাড়াই । কজন ফেরেশতা এসে তোমার নাড়ি কেটে মা থেকে তোমায় বিচ্ছিন্ন করে আফরিন এর একটি হাসপাতালে তোমায় সব কিছু দিল । কেউ জানেনা তুমি কখন জন্ম নিয়েছ এবং তোমার মা দেয়াল চাপায় মারা গেছে কিন্তু তুমি সুস্থ । তোমার চারদিকে যুদ্ধ । সিরিয়ায় , লেবাননে , ফিলিস্তিনে , ইউক্রেন আর রাশিয়া সবাই লড়ছে । তুমি পুতিন আর জেলেনস্কি কাকাদের বল তোমায় একটি মিসাইলের মুল্য দিতে যা দিয়ে তোমার দুধ , সুজি , বার্লির খরচ উঠে আসবে । সুস্থ থাকো শিশু । পুরো জীবনটাই যুদ্ধের । তোমায় লড়াই করে বেচে থাকতে হবে । ভাল থেক শিশু ।


আফরিন , আলেপ্পো , সিরিয়া


People's Daily, China people.cn
থেকে ।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,



অলৌকিক!

তুমি পুতিন আর জেলেনস্কি কাকাদের বল তোমায় একটি মিসাইলের মুল্য দিতে যা দিয়ে তোমার দুধ , সুজি , বার্লির খরচ উঠে আসবে ।
এমন আকুতি কানে তোলার মতো অবস্থায় মানুষ নেই। মানুষ এখন একদল অমানুষ........

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫২

শাহ আজিজ বলেছেন: হুম আসলেও তাই ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: গতকাল থেকে খুব মানসিক চাপের মধ্যে আছি এই সমস্ত ছবি দেখে ভিডিও গুলো দেখে। সহ্য করতে পারছি না। দম যেন বন্ধ হয়ে আসে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩

শাহ আজিজ বলেছেন: আপাতত কয়েকদিন এসব না দেখাই উত্তম ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫২

শিশির খান ১৪ বলেছেন: আমার কাছে তো সেই রানা প্লাজার সময়ের কথা মনে হইতাছে ,ঘটনা অনেকটা ওই রকম না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: হুম রানা প্লাজা আর এই ধ্বংসস্তূপ একই রকম ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৯

রোকসানা লেইস বলেছেন: বাচ্চাটাকে নিয়ে লোকটার দৌড়ানোর ছবিটা কিছুতেই মন থেকে যাচ্ছে না।
প্রকৃতি নিমেষে মানুষের সব শেষ করে দিতে পারে । আর মানুষ সাজানো শহর ধ্বংস স্তুপ বানাচ্ছে নিজেদের অহমিকায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: হ্যা কাল আরও ছবি দেখিয়েছে শিশু উদ্ধারের । অহংকার পতনের মুল ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:০৭

মিরোরডডল বলেছেন:



আহা কি করুণ!
যার জীবনে পদার্পণ এভাবে, সে নিঃসন্দেহে জীবনযুদ্ধের একজন বীর হবে।
নির্মমভাবে জীবনের শুরু হলেও এই বাবুটার সামনের দিনগুলো যেন ভালো হয়।
চারপাশের সবার ভালোবাসার মধ্যে দিয়ে যেন অনেক বড় হয়, এই প্রত্যাশা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: আমরাও তাই আশা করি ডল ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:০৭

কামাল১৮ বলেছেন: জন্মেই দেখলো এক চরম নিষ্ঠুরতা।এই শিশু ক্ষমা করতে পারবেনা এই নিষ্ঠুরতা।সেটা মানুষই দিক আর ঈশ্বরই দিক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: ও সুস্থ আছে এই ই বিশাল ব্যাপার ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৭

ফারহানা শারমিন বলেছেন: এমন ভাঙ্গা, গড়ার খেলা একমাত্র তিনিই খেলতে পারেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: তিনি খেলছেন আমাদের কাদিয়ে ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অবিশ্বস্ত পৃথিবীতে স্বাগতম !

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: স্বাগতম শিশু ।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩

অগ্নিবেশ বলেছেন: ঈশ্বর বাচ্চাটাকে বাঁচিয়ে তার মাকে মেরে ফেলল। বাচ্চাটা এইবার ইশ্বরের বুকের দুধ খাবে। শুভানাল্লহ বলবেন না?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: ঈশ্বরের দুধ নেই তাই শুভানাল্লাহ বললাম না।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখানেই আল্লাহর কুদরত ও মহিমা। ধ্বংশস্তুপে নবজাতক বেঁচে আছে কি অপার বিষ্ময় !

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩

শাহ আজিজ বলেছেন: শিশুটি বেড়ে উঠুক এই দোয়া করি ।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৫

রানার ব্লগ বলেছেন: শিশু টি সুস্থ্য সবল হয়ে বেড়ে উঠুক এবং জীবনে শান্তি খুজে পাক এই কামনা করি !!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩

শাহ আজিজ বলেছেন: আমিন

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৯

সোনাগাজী বলেছেন:



সিরিয়ার যুদ্ধে বেশীরভাগ বাড়ীঘরের স্ট্রাকচারেল সমস্যা ছিলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম , আমিও ব্যাপারটা খেয়াল করেছি এবং পরিচিতজনের সাথে আলাপ করেছি ।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫

নেওয়াজ আলি বলেছেন: এক হৃদয় বিদারক ঘটণা। ছোট ছৌট বাচ্চাদের মৃত দেহ দেখে মন গারাপ হয়। আবার কয়েকজন বেঁচে আছে দেখে ভালোও লাগছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: সত্যি হৃদয়বিদারক ।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপাতত কয়েকদিন এসব না দেখাই উত্তম ।

জ্বী। আমি সর্তক আছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

শাহ আজিজ বলেছেন: 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.