নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুষ্ঠানিক বসন্ত দিবস আজ হলেও কদিন আগে থেকে টের পাচ্ছি বসন্তের হাওয়া আর সরস মেজাজ । এবার বাংলাদেশে বসন্ত আগে এসে গেছে । লাল ফুল মান্দার বা পলাশ আগেই ফুটেছে । গেলো রাতে জামাই তিনটি চমৎকার গোলাপ এনে কন্যার হাতে তুলে দিল । এই বৃদ্ধের জন্য কোন বৃদ্ধা অপেক্ষা করে নেই অতঃপর বসন্তের সব ভালবাসা ব্লগারদের জন্য আকাশে ছড়িয়ে দিলাম । ব্লগার কাজি ছবি , ডল , অনামিকা , শায়মা সবাই এই বুড়োর ভালবাসা নিও । শুভ বসন্ত আর ভালবাসা দিবস ।
জলরঙের ছবিটি ফেসবুক বন্ধু Adisorn Pornsirikarn এর পেজ থেকে ।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪
শাহ আজিজ বলেছেন: তুমিই প্রথম যে আমার পোস্টে শুভেচ্ছা জানিয়েছ , শুভ বসন্ত ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: আজকের মেয়েরা সুন্দর করে সেজেছে। ছেলে রা পাঞ্জাবী পড়েছে। সবার মুখে হাসি। দেখতে ভালো লাগছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪
শাহ আজিজ বলেছেন: হুম , আমি রাস্তায় বের হইনি তাই দেখা হয়নি তবে আগের দিনগুলো বেশ উজ্জ্বল বটে ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭
শাওন আহমাদ বলেছেন: পৃথিবীতে কারো অপেক্ষা হতে পারাটা সত্যিই ভাগ্যের বিষয়! মানুষ কারো জন্য অপেক্ষা করতে চায় না আর!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০১
শাহ আজিজ বলেছেন: সত্যি কথা বলেছেন ------!!
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
কামাল১৮ বলেছেন: এখানে বসন্ত না এসে,আসছে শীত।কয়েকদিন আগে তীব্র শীত ছিলো এখন একটু কম।শীতের সুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
শাহ আজিজ বলেছেন: হুম , বাংলার বসন্ত আর ইউরোপ কানাডার বসন্ত এক নয় । আমাদের বসন্তে কানাডা শীতে কাপছে ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০
অনামিকাসুলতানা বলেছেন: ভালবাসার কি কোন বয়স আছে?
ভালবাসা নিলাম , ভাইয়া আর ছড়িয়ে দিলাম এই বসন্তের বাতাসে , যাতে ভালবাসাময় এই ধরিত্রী,
শুভ বসন্ত!