নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শিশুটি এখন হাসছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৭





ওকে তুরস্কের ধ্বসে পড়া দালানের নিচ থেকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা । পৃথিবীর বিবিধ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল নাম না জানা শিশুর কাহিনী । ১২৮ ঘণ্টা বাদে
উদ্ধার হল শিশু । সম্ভবত ওর সাথের কেউ বেচে নেই । ও যে শকের মধ্যে আছে তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল । পানি শুন্যতা আর ১২৮ ঘণ্টা ক্ষুধার যাতনা তাকে বাধ্য করল উদ্ধার কর্মীদের সাদা হ্যান্ড গ্লাভস চুষতে , কি অমানবিক । দ্রুত নার্সরা তাকে গা ধুইয়ে দিল । তারপর বহু কাঙ্ক্ষিত সেই দুধ । ২ মাস বয়েসি শিশুর সব যাতনা দূর হয়ে গেলো সে হাসতে শুরু করল । নার্সদের সাথে সে হাসছে হাত পা নেড়ে । আমি এক অসাধারন দৃশ্য দেখলাম বিবিধ পোস্ট করা ভিডিওতে । তেতাল্লিশ হাজার মৃতের সঙ্খ্যা ছাড়িয়েছে জানিনা কত শিশু আছে মৃতের তালিকায় । ৮ দিন হয়ে গেলো , এখনও প্রচুর মানুষ ভেঙ্গে পড়া দালানের নিচে আছে । পরম করুনাময়ের ইচ্ছায় সবাই উদ্ধার হোক , সব শিশু হেসে উঠুক কলকলিয়ে ।




ফেসবুক /নেট থেকে

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: এই শিশু বেড়ে উঠুক আনন্দের মাঝে।
পরম দয়ালু আল্লাহর কাজ।যে কিনা সর্ব শক্তিমান।ইচ্ছা করলেই এই ভুমিকম্প বন্ধকরে দিতে পারতো ,কিন্তু করে নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: কখনো সখনো ঈশ্বর প্রকৃতির উপর প্রতিশোধ নেন , এই ভুমিকম্প সেই প্রতিশোধের অংশ ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা বাচ্চা হেসে পৃথিবীবাসীকে হাসাচ্ছে। একটা মিরাকেলের মত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: হুম , ঈশ্বরের খেলা । তবে আমার খুব ভাল লেগেছে তাকে অকৃত্তিম হাসিতে হাসতে দেখে ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: গতকাল রাতে ঘুমানোর আগে ভাবলাম এরকম এটা ভূমিকম্প যদি ঢাকায় হয়- তাহলে আমাদের কি হবে? এরপর সারারাত আর একফোটা ঘুম হয়নি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৬

শাহ আজিজ বলেছেন: চিন্তার কারন নাই । হবে না । :P

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: সত্যিই অবাক করা ঘটনা। আচ্ছা, ভুমিকম্প নিয়ে কিন্তু ফেসবুকে প্রচুর ফেক ছবি, ফেক স্টোরী ছড়িয়ে পড়ছে, এই নিউজটা সত্যি তো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আমার মনে হয়না এটি ফেক । কারন একই বিষয় আরও কিছু মিডিয়া দেখিয়েছে । আমার তুরস্কের শিল্পী বন্ধুও এটা নিয়ে পোস্ট করেছে । আমি এখনও কোন ভুয়া বিষয় হাতে পাইনি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: ফ্যাক্ট চেক করে দেখলাম এটা সত্যি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.