নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার শীতে সউদি আরবে বেশ বৃষ্টি হয়েছে । বৃষ্টির প্রভাবে সৌদির উত্তরাঞ্চলে ইরাক সীমান্তের কাছে রাফহা শহরের আশপাশ দিয়ে গজিয়ে উঠেছে বুনো পার্পল ফুল । কিলোমিটারের পর কিলোমিটার বেগুনি রংএ ছেয়ে গেছে যেখানে শুস্ক বালিয়াড়ির মরু ছাড়া আর কিছুই ভাবা যায় না । মিডিয়ায় ছবিসহ খবর প্রচারিত হলে নড়ে চড়ে বসল আরবিয় জনতা । সাত আটশ কিলোমিটার গাড়ি চালিয়ে রাফহা মরুতে আসছে কাতার , রিয়াদ থেকে মানুষেরা । উৎফুল্ল তারা এই অবাক করা ঘটনায় । তারা তাবু গেড়ে চায়ের আসর বসিয়েছে , পিকনিক করছে । বৃষ্টি সৌদির রুক্ষ আবহাওয়ার পরিবর্তন আনছে । হাজার বাঙ্গালী শ্রমিক ব্যাস্ত মরুতে সবুজ ঘাস লালনের জন্য ।
আমার সউদি কূটনীতিক বন্ধু আল আজলান বলেছিল তাদের মরু বিহারের গল্প । প্রতি বছরের বসন্তে তারা দূরে গাড়ি ভর্তি সরঞ্জাম নিয়ে মরুতে তাবু গাড়ে । বার বি কিউ , নাচ গান করে রাতে তাবুতে ঘুমিয়ে তারা তাদের পূর্ব পুরুষদের অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখতে চায় । বেশ আনন্দ করে পুরো পরিবারের সদস্যরা । মনে খুব শখ একবার যাই মরু বিহারে ।
ছবি - আল আরাবিয়াহ
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: বেদুইন ফুল বলে কিছু আছে জানা ছিল না । ধন্যবাদ ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪
কামাল১৮ বলেছেন: দেরি না করে চলে যান।রদ্রে ঘাস বেশি দিন বাচবে না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: নাহ , পায়ের অবস্থা ভাল না । এত হাটতে পারব না ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: সৌদি বদলে যাচ্ছে।
এটা একটা ভালো দিক।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: স্বভাব বদলাতো যদি ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৪
শিশির খান ১৪ বলেছেন: কয়েক দিন আগে বন্যা হইছিলো মাটি ভিজা সেই জন্য ফুল ফুটছে বাঁচবে না বেশি দিন কয়েক দিন পরে আবার মরুভুমি হয়ে যাবে। ক্ষনিকের সুন্দর্য
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬
শাহ আজিজ বলেছেন: জলবায়ু পরিবর্তনের প্রভাব মরুতে পড়েছে ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬
সোনাগাজী বলেছেন:
বেদুইন ফুল