নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান শুনি সবসময় সেই ছোটকাল থেকেই । এখন বয়স হয়েছে । সঙ্গী একটা পি সি যাতে বহুবিধ বিষয় সম্পন্ন হয় একই সাথে । দিনের পত্রিকা , ফেসবুক , মেইল , ইউ টিউব প্রায় সবকিছুই করি পাশাপাশি ট্যাব খুলে । বিজ্ঞানীরা আমাদের জীবনকে আমোদিত করার চেষ্টা করেছেন প্রায় সব ক্ষেত্রে । পৃথিবীর একটা সফল ব্যাবসা এই আমোদিত করার বিষয় নিয়ে যা এন্টারটেইনমেনট নামে বেশি পরিচিত । তারা নিজেরা ধনবান হয়েছেন এবং সাথে সাথে মিলিয়ন অ্যান্ড মিলিয়ন লোকের কর্মসংস্থান করেছেন ।
শফি মণ্ডলের গান শুনি আগে থেকেই । আমার অনেক ফেভ্রিটদের মধ্যে পৃথিবীর হাজার গায়ক গায়িকা আছে । সারারাত আমার লো ভলুমে সেতার , সরোদ , বাঁশি , সেক্সাফোন , এবং সফট রক চলে । তো আজ শফির গানের সিরিয়ালে প্রমোটাররা অন্য গায়িকার গান ঢুকিয়ে দিয়েছে । আমার কান খাড়া করলাম এবং মাইক্রোফোন লাগিয়ে শুনলাম চমৎকার সুরেলা একটি গান " আমি তোমার নাম লইয়া কান্দি" । দ্বিতীয়বার আবার শুনলাম । নাম লায়লা , লম্বা ছিপছিপে , ভয়ানক সুরেলা কণ্ঠ , ভীষণ আবেদনময় ।
গগনেতে ডাকে দেওয়া --------, এই দেওয়া বা দেয়া যা আমার মা উচ্চারন করতেন মেঘ ডাকলে । তিনি কাজের ছেলেটাকে মেলে দেওয়া ধান উঠাতে বলতেন বৃষ্টি নামার আগেই । আরও বলতেন আন্ধার নাইমে আসতিছে ।
কি চমৎকার কণ্ঠ , কি চমৎকার গানের বাঁধুনি , সুরাচ্ছন্ন হয়ে যেতে হয় , শিল্পত্তীর্ণ মান কি গান কি তার লিরিক্স ।
নাটোরের মেয়ে লায়লা । তার সম্পর্কে কেউ কিছু জানেন ? জানলে মন্তব্যে লিখবেন ।
সুলতানা ইয়াসমিন লায়লা ।
#সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সুরনদী
সেই নদীকে মনে হইল অকূল জলধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
উইড়া যায়রে চখুয়ার পঙ্খী
পড়িয়া রইল ছায়া
কোন পরানে বিদেশে রইলা
ভুলি দেশের মায়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি#
গানের লিঙ্ক
গানটির রচয়িতা - হেমাঙ্গ বিশ্বাস । একি গনসঙ্গীত রচয়িতা হেমাঙ্গ বিশ্বাস । লেখার ফাকে হেমাঙ্গ বাবুকে খুজতে গিয়ে পেলাম এই গান নিয়ে ২০১১ সালে সামু ব্লগে মেহবুবা একটা পোস্ট দিয়েছিলেন । আমি ১১ বছর পর গানটি শুনলাম , বুঝলাম বেশ পিছিয়ে আছি ।
গানটা প্রথমবার শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি ।
১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮
শাহ আজিজ বলেছেন: সবারই ভাল লাগবে বলে পোস্ট করেছি ।
২| ১১ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫২
সোনাগাজী বলেছেন:
গান শুনলাম, অনেক আবেগ দিয়ে গেয়েছেন। বেহেলা বাদকের পান্জাবীটা অসুন্দর।
১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
শাহ আজিজ বলেছেন: হা হা হা , গ্রামের মানুষ রঙ চঙ্গা পছন্দ তো করবেই । অনেক আবেগি --------------------------
৩| ১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২০১২ সালে লায়লা এন টি ভির মিউজিক কম্পিটিশন ক্লোজ আপ ওয়ানে চ্যাম্পিয়ন হয়। তার গানের জনার হলো ফোক সংস।
এ গানটা লায়লা অনেক ভালো গেয়েছেন। মিউজিক কম্পোজিশন অসাধারণ।
লায়লা ক্লোজ আপ চ্যাম্পিয়ন হলেও তার গান আমার কাছে অতটা সুরেলা মনে না হওয়ায় তেমন শোনা হয় নি, কিন্তু এ গানটা তিনি খুবই ভালো গেয়েছেন। মিউজিক ও কণ্ঠ সব মিলিয়ে এক অনবদ্য মূর্ছনার সৃষ্টি করেছে।
সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি - হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও সুর করা এ গানটি স্বাগত কণ্ঠে মূর্ত হয়ে ওঠে।
এ গানের উপর মেহবুবার একটা পোস্ট।
১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: হুম , মেহবুবার পোস্ট হেমাঙ্গ বিশ্বাসকে খুজতে গিয়ে পেলাম ।
যে কারো এই গানটা অনবদ্য লাগবে । ওর আসলে ফোক গানে গলা ভাল খোলে ।
৪| ১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
শফি মন্ডলের পালাগান দেখা হয়?
১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
শাহ আজিজ বলেছেন: মাঝে মধ্যেই দেখি , শফি খুব ভাল গায় । শফি , বারী সিদ্দিকি আমাদের সম্পদ ।
৫| ১১ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৩
কামাল১৮ বলেছেন: এই বয়সে আর নাম লইয়া কান্দা লাভ নাই।আনন্দে থাকুন।কান্দাকাটি বাদ দেন।যবত জিয়ত সুখত জিয়ত।আর যদি গানে সুখ পান তা হলেতো কথাই নাই।মনের আনন্দে গান শুনুন।
১১ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৬
শাহ আজিজ বলেছেন: আমার পিচ্চি বয়স থেকে গানে আসক্তি । আলেমের বাড়িতে গান শোনা নিষিদ্ধ । ৭০ সালে বাবা চলে গেলেন । বড় ভাইয়ের গ্রামে লুকান ফিলিপ্স রেডিও বেরিয়ে এলো । এরপর ঢাকায় হলে একটু সমস্যা হয়েছিল । বিদেশ গেলে শুরু হল আমার গান শোনার মিশন । সেই মিশন এখনও চলছে । এখন বাউল , ফোক , পালা গানের দিকে ঝোঁক বেশি ।
মনের আনন্দেই শুনি আবার কাদি একা একা ।
৬| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১:৫০
রাজীব নুর বলেছেন: মাত্রই শুনলাম। সুন্দর গান। ভালো লেগেছে।
আপনাকে ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: ইউ আর ওয়েলকাম ।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১৫
জুল ভার্ন বলেছেন: চমৎকার।