নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ হতবাক হয়ে চেয়ে রইলাম খবরটার দিকে । চাল ডাল মাংসের স্বাধীনতা চাওয়া শীর্ষক খবর ছাপানোর অপরাধে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে । মুরগির কেজি নাটকীয়ভাবে ১৬০ এ এসে দাঁড়িয়েছে । সেটার খবর নিতে দুদে গোয়েন্দারা এখন মাঠে । দেশ শীর্ষক ছবি খবর ছাপ্লেই বিপদ ১০০% । হাতে টেপ নিন এবং মুখে লাগিয়ে নিন ।
কিন্তু সামুতে টাইপ করার কি বোর্ড কি করব ? ওটা টেপ দিয়ে আটকানো যায় না । চারিদিকে বাজার গরম থাকলেও বানিজ্য মন্ত্রী বলছে সব ঠিকঠাক চলছে ।
২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫২
শাহ আজিজ বলেছেন: পরিস্থিতি বেশ ঘোলাটে ।
২| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৭
অধীতি বলেছেন: খুবই নাজুক অবস্থা।
২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৫
শাহ আজিজ বলেছেন: সব মিলিয়ে পরিস্থিতি বেশ নাজুক ।
৩| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০২
নাহল তরকারি বলেছেন: মানুষ বেশী, চাহিদা বেশী। যোগান কম, তাই দাম বেশী।
২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
শাহ আজিজ বলেছেন: এ ধরণের হিসাব কিতাব সরকার নির্মম ভাবে দমন করবে ।
৪| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১০
নজসু বলেছেন:
স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার, কলম চালানোর অধিকার নেই। আফসোস!!
২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪
শাহ আজিজ বলেছেন: এটা বরাবরের অভ্যাস ।
৫| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার, কলম চালানোর অধিকার অবশ্যই আছে। এমনকি প্রধান মিডিয়াতে মিথ্যা বলার অধিকার এই বাংলাদেশেই আছে।
তবে মিথ্যার একটা লিমিট তো আছে।
স্বাধীনতা দিবসে টাকা দিয়ে একটা মিথ্যা ছবি মিথ্যা নাম তৈরি করে স্বাধীনতাকে কটাক্ষ করে নিজস্ব বুলি জুড়ে দিয়ে প্রথম পৃষ্ঠায় ছাপানো, একটা চরম গর্হিত অপরাধ।
এর আগেও এই হলুদ পত্রিকাটি একটি ভোট প্রদানের লাইনের ছবি ফটোশপ করে কপালে সিদুর লাগিয়ে প্রথম পাতায় ছাপিয়েছিল।
২৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৪
শাহ আজিজ বলেছেন: হুম , আপনার কথা সত্য হোক ।
৬| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৩
তানভির জুমার বলেছেন: আওয়ামী মিডিয়া মিথ্যাচার করে উক্ত সাংবাদিক কে জেলে ঢুকিয়েছে। আমরা নিজেরাও জানি দ্রব্যমুল্য দাম কি রকম। আমরা সবাই বলতে চাই এই স্বাধীনতা দিয়া আমরা কি করবো?
২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৪
শাহ আজিজ বলেছেন: এই কথাতেই তো বিপদ ধেয়ে আসছে । যাক দেখি সাংবাদিক সমাজ কি করে ?
৭| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৩
তানভির জুমার বলেছেন:
২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৬
শাহ আজিজ বলেছেন: এই ছবি আমি ফেসবুকে সিনিয়র ফোরামে ছাপিয়েছি ।
৮| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
অদ্ভুত এক দেশ!!!!!!!!!!!!
২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩১
শাহ আজিজ বলেছেন: এতখানি অদ্ভুত আগেও ছিল না । আমরা স্রেফ দর্শক ।
৯| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: এটাই বাংলাদেশ
২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সত্যকথনের জন্য ।
১০| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৩
জিনাত নাজিয়া বলেছেন: পূর্ণ বাক স্বাধীনতায় আছি,কিছু বলা যাবেনা,আবার পছন্দ মতো
বাজার ও করতে পারবনা।
৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১৯
শাহ আজিজ বলেছেন: হটাত করে প্রশাসন ক্ষেপে উঠলো কেন । এটা বাকি সাংবাদিকদের জন্য সতর্কবার্তা । তবে ব্যাবস্থাপত্রটি সরকারের বিপক্ষে গেছে । আমাদের মত অনেক মানুষ অসন্তুষ্ট এই অ্যাকশনে । এমনিতেই প্রথম আলোর উপর সরকার নারাজ । এবার খুব ক্ষুদ্র বিষয় নিয়ে মাঠে নেমেছে সরকার ।
১১| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভয় পেও না ..
সুদিন ফিরে আসবেই ;
যতোই চক্ষু রাঙাক
যতোই কণ্ঠ রোধ করুক
দাবানলের মতো, বাঁধ ভাঙ্গা স্রোতের মতো
সুদিন ফিরে আসবেই ।
আফসোস ! সুদিন কি একলা আসে ?
কুদিন ও যে তার গা ঘেঁষে ঘেঁষে হাটে
সেদিন তারা সব হিসেব নিকেশের খাতা
মিলিয়ে নিবে ।
ভয় পেও না ..
সুদিন ফিরে আসবেই ;
আমি এখনো স্বাধীনতার স্বপ্ন দেখি
বাবন
৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: আমরা দেখি বাক স্বাধীনতার স্বপ্ন ।
১২| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫
দেশপ্রেমিক নাগরিক বলেছেন: স্বাধীন দেশে আপনি যে পরাধীন,
১) চোখ-কান-মুখ বন্ধ করুন,
অথবা,
২) তেলবাজিতে যুক্ত হউন।
তাহলে আপনি স্বাধীন
৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩১
শাহ আজিজ বলেছেন: সরকারের আত্মবিশ্বাস বেড়ে গেছে হটাত করেই ।
১৩| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৯
রানার ব্লগ বলেছেন: এই কর্মকান্ড রাষ্ট্রের চারিত্রিক বৈশিষ্ট কে নষ্ট করে । রাস্ট্র কে আরো সহনশীল ও দুরদর্শী সম্পন্ন হওয়া উচিৎ ।
৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩২
শাহ আজিজ বলেছেন: আমিতো এই অ্যাকশনে রাষ্ট্রদ্রোহিতার কিছুই দেখি না ।
১৪| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: সরকার সত্যটা শুনতে চাচ্ছে না। মানতে চাচ্ছে না। প্রথম আলো দেশের সাধারন মানুষের গল্প বলেছে। কোনো অন্যায় করেনি।
৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৪
শাহ আজিজ বলেছেন: খুব দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা ।
১৫| ০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ৮:৫১
সোহানী বলেছেন: সত্য বলার অপরাধে জেলে.................... হায়রে দেশ!!!
০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৮
শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা জেলে যাবার মত অপরাধ নয় । তবুও কি জানি কোটা পুরন করতেই বোধ হয় ---------------
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: এই দেশে সত্য কথা বলা যাবে না। বললে এরকম অবস্থা হবে।