নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। জোকস

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৬



ব্লগ জুড়ে বেশ সিরিয়াস আলাপ চলছে । এর মধ্যে ভাবলাম এক পিস জোকস হয়ে যাক ।
জোকস সিনিয়র সিটিজেন ফোরাম থেকে সংগৃহীত ।


কে বধির ?
স্বামী স্ত্রী দুজনেরই বয়স হয়েছে। স্বামীর সন্দেহ হলো বউ হয়তো ঠিকমত কানে শুনতে পান না। ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন :
-আপনি কি শিউর, যে আপনার স্ত্রী শুনতে পান না ?
-না, একদম যে শিউর, তা বলতে পারিনা।
-তাহলে একটি টেষ্ট করুননা !
আপনি চল্লিশ ফিট দূরে দাঁড়িয়ে আপনার স্ত্রীকে কিছু বলুন। উনি যদি শুনতে না পান, আরও দশফিট এগিয়ে আসুন। তারপরেও যদি শুনতে না পান, আরও দশফিট। কেমন !
যে কথা সেই কাজ।
পরেরদিন সন্ধ্যেবেলায় স্ত্রী যখন রান্নাঘরে রান্না করছেন, স্বামী চল্লিশ ফিট দূরে দাঁড়িয়ে বললেন “আজকে রাতে কী রান্না করছো ?
কোন উত্তর নেই ।
এবার স্বামী আর দশফিট এগিয়ে এলেন। বললেন :
“শুনছ, আজকে রাতে কী রান্না করবে ?”
আবারও কোন উত্তর নেই।
আরও কাছে এগিয়ে এলেন স্বামী। একই প্রশ্ন আবারও।
স্ত্রীর পক্ষ থেকে কোন সাড়া শব্দ নেই।
এবার দূরত্ব মাত্র দশফিট। স্বামী যেভাবে চেঁচিয়ে বললেন তাতে পাড়ার সব মানুষ শুনতে পাবে। আবারও কোন উত্তর নেই ।
এবার রেগে গিয়ে স্বামী বউয়ের ঘাড়ের কাছে এসে বললেন :
-তুমি কি কিছুই শোননা? আজকে রাতে কী রান্না হবে ?
এবার স্ত্রী বললেন :
-তোমাকে পাঁচ পাঁচবার বললাম
“মুরগী”।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৫

দারাশিকো বলেছেন: ইউটিউবে এই জোকসটার একটা ভিডিও দেখছিলাম। সেইটা অনেক মজা ছিল।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: আমি দেখিনি বলেই ছেপে দিলাম সবার জন্য ।

২| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশ মজার কৌতুক। :)

স্বামীদের সংসারের শুরু থেকেই বয়রা সাজার প্র্যাকটিস করা দরকার। এতে সংসারে শান্তি আসে। প্র্যাকটিস করতে করতে অনেকে সত্যি সত্যি বয়রা হয়ে যায়। বউ ছাড়া বাকি সবার কথা পরিষ্কার শুনতে পায়।

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২১

শাহ আজিজ বলেছেন: হা হা হা :D , যা বলেছেন -----------------

৩| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: জোকটা সত্যিই অনেক মজার ছিল, একদম শেষ লাইনে এসে বুঝতে পারলাম।

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২২

শাহ আজিজ বলেছেন: হুম আমিও প্রথম ভাবলাম কি এমন মজা কিন্তু শেষে এসে হাসিতে ফেটে পড়লাম =p~

৪| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




=p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: :-B

৫| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: B-)

৬| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:৪২

কামাল১৮ বলেছেন: হাসি পেলো শেষের লাইনে এসে।

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৪

শাহ আজিজ বলেছেন: হুম , সবার তাই ঘটেছে ----------------------

৭| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:




জোক ভালো লেগেছে।

ব্লগে সিরিয়াস কিছু ঘটছে না, কয়েকজন মিলে চেষ্টা করছে আমাকে ব্যান করানো যায় কিনা, কিংবা কমপক্ষে জেনারেল করানো যায় কিনা!

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: এরকম অ্যাকশনে আপনি অভ্যস্ত ---------------------- :#)

৮| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ২:৪১

চাঙ্কু বলেছেন: =p~ =p~

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৬

শাহ আজিজ বলেছেন: B-))

৯| ০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৮

সোহানী বলেছেন: B-)) B-)) B-)) B-))

০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: :) :)

১০| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩২

ইমরান আশফাক বলেছেন: আমার ক্ষেত্রে আমি যা বলি তা তো শুনতে পায়, সংগে আরও অনেক কিছুই নাকি শুনতে পায়। যদিও সেইগুলি কোনটাই আমার পক্ষে থাকে না।

০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫

শাহ আজিজ বলেছেন: হা হা হা ভাল বলেছেন

১১| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: দারুণ

০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৮

শাহ আজিজ বলেছেন: আপনার চিকিৎসা ভ্রমন নিয়েতো কিছু লিখলেন না !!

১২| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ঢাবিয়ান চেয়েছে সে একটা ক্যাচাল পোষ্ট দেবে। দিয়েছে। সেই পোস্টে ব্লগের দুষ্টরা একত্রিত হয়েছে। চাঁদাগাজীকে 'হেয়' করতে উঠেপরে গেলেছে। তাদের ফলাফল শূন্য।

কৌতুক ভালো লেগেছে।

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: আমি প্রথম দিকে ওই পোস্টে ঢু মেরেছি , এখন আবারো ঢু দেব ।


জোকসটা আসলেই মজার ।

১৩| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩২

শায়মা বলেছেন: নিজের দোষ কেউ বোঝে না। হা হা

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: হুম , ঠিক কথা কইছ ।

১৪| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৯

ডার্ক ম্যান বলেছেন: দারুণ ছিল জোকসটা

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ক্রিয়েটরকে যাকে আমি জানি না ।

১৫| ০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০২

অন্তরন্তর বলেছেন: শাহ্ আজিজ ভাই ব্লগের বাস্তবতায় সেরা জোকস। এক জোকস ব্লগের কেচাল পোস্টের সারমর্ম। খুব ভাল লাগল।

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৪

শাহ আজিজ বলেছেন: :P

১৬| ০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই মজার জোকস ছিলো। মজা পেলুম।

০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

শাহ আজিজ বলেছেন: মজা পেয়েছি বলেই ছেপে দিয়েছি ।

১৭| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪০

শেরজা তপন বলেছেন: একদম শেষে এসে বুঝলাম- আসলাম বেশ খানিকটা :)

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: হ্যা , এই জোকসের মজার দিক ওটাই , শেষে এসে বোঝা যায় ঘটনা কি :P

১৮| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫১

রানার ব্লগ বলেছেন: ব্লগে মজাদার কিছু হচ্ছে। আমার কেনো জানি মনে হচ্ছে ইহা প্রিপ্ল্যান্ড। ভুল হতেও পারে। যাই হোক বেশ আচারি স্বাদ পাচ্ছি। জোকসটা স্বাদ আরো দ্বিগুন করে দিলো।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: কি জানি এত গভীরভাবে ভেবে দেখিনি ।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যাটার চিকিৎসা দরকার =p~ =p~ =p~

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৩

শাহ আজিজ বলেছেন: :D

আপনার ধৈর্যের প্রশংসা করতে হয় । এতদিনের পুরাতন লেখা বের করেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.