নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। চার্টারড প্লেন এবং মুস্তাফিজ

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২১



মুস্তাফিজ , আমাদের বাংলাদেশ দলের বা'হাতি পেসার আজ সকালে একখানি চার্টার প্লেনে করে দিল্লি গেল আই পি এলের ভাড়াটিয়া খেলোয়াড় হিসাবে খেলতে । দুর্দান্ত বোলার মুস্তাফিজ মাঠে নামলেই আমি শরীর শক্ত করে বসে অপেক্ষা করতাম এই বুঝি উইকেট পড়ল । সিঙ্গাপুরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অসাধারন খেলায় ওর নাম মুস্তাফিজ কাটার দিয়েছিল দুষ্ট বালকেরা । হয়ত মুস্তাফিজ এখন খেলছে , দেখার উপায় নেই । আমাদের প্লেয়াররা বিশ্বে নাম এনেছে যাদের জন্য ভাড়া করা বিমান আসে , খুব গর্ব হচ্ছে আমার ।

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে কাল রাতেই ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেওয়াটা নিশ্চিত ছিল। মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।

শুভ কামনা মুস্তাফিজকে ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৯

জুন বলেছেন: মোস্তাফিজ এর কাটারে সেই প্রথম দিকের মতো ধার নেই। তবে রান কম দিয়ে থাকে।আর তার বলে ফিল্ডাররা অনেক ক্যাচ মিস করে যাকে বলে মিস ফিল্ডিং । এটাও তার কম উইকেট প্রাপ্তির একটা বড় কারন শাহ আজিজ।

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৯

শাহ আজিজ বলেছেন: আমার মনে হয়েছে আমাদের খেলোয়ারদের ক্যাচ ধরার প্রশিক্ষন দেয়া দরকার । অনেক অনাকাঙ্ক্ষিত ক্যাচ মিসিং হয়েছে আমাদের ।

২| ০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

কামাল১৮ বলেছেন: দেখতে হবেনা, আপনাদের অঞ্চলের চেলে কিনা তাই এতো নামডাক।সিকান্দার আবু জাফরের এলাকার লোক।

০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

শাহ আজিজ বলেছেন: আমি জানিনা মুস্তাফিজ কোন এলাকার লোক !!

৩| ০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন: সাতক্ষীরা

০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: আমি খুলনা ।

৪| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: আমারও চার্টারড প্লেনে চড়তে মন চায়!! :-B

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: ৯৯৯ এ কল দিয়া আপনার ছাদে ল্যান্ড করতে কন ;)

৫| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:০১

শূন্য সারমর্ম বলেছেন:


স্কোয়াড/বেন্চ কোথাও নেই দেখলাম।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:০৭

শাহ আজিজ বলেছেন: আমিও খেলা দেখতে মুস্তাফিজকে খুজছিলাম , পাইনি ।

৬| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:০৪

জ্যাক স্মিথ বলেছেন: এটা কেমন হলো? ভাড়া করা বিমানে উড়িয়ে নেওয়া মোস্তাফিজকে ১৬ জনেও রাখেনি দিল্লি

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: দেখি কালকের পেপার কি বলে ।

৭| ০২ রা এপ্রিল, ২০২৩ ভোর ৪:২৪

কামাল১৮ বলেছেন: কিছুদিন আগে সাতক্ষীরা ছিলো খুলনার বিভাগীয় শহর।তারও আগে খুলনা ছিলো যশোরের একটা বিভাগ।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৩

শাহ আজিজ বলেছেন: খুলনা বিভাগের আওতায় সাতক্ষীরা এবং যশোর ছিল ।

৮| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৮:২১

সোহানী বলেছেন: আহ্ শুনতেও ভালোলাগে এমন খবরে।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৫

শাহ আজিজ বলেছেন: আমাদের ক্রিকেট খেলোয়াড়রা পুরো ভি আই পি স্ট্যাটাস পাচ্ছে , বেশ গর্বের ।

৯| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আই পি এল মূলত টাকার অপচয়। এরকম খেলা গুলো বন্ধ করা উচিৎ।

০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: যাদের টাকা তারাই নষ্ট করছে , আমাদের কিই বা বলার আছে !!

১০| ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৫

চাঙ্কু বলেছেন: জুন বলেছেন: মোস্তাফিজ এর কাটারে সেই প্রথম দিকের মতো ধার নেই

মুস্তাফিজ এর প্রথম দিকের কাতারগুলো মিস করি!! আমার মনে হয় আমরা তার প্রতিভার যথাযত মূল্যায়ন করছি না।

০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৯

শাহ আজিজ বলেছেন: আমাদের খেলাধুলা সংক্রান্ত সমিতিগুলোর ক্ষমতা হ্রাস করতে হবে ।

১১| ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



রাজিব নূর ভাইয়ের সাথে একমত

০২ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

শাহ আজিজ বলেছেন: খেলাকে উপলক্ষ করে জুয়ায় জুয়াময় হয়ে ওঠে ইন্ডিয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.