নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কেন এ আগুন বারেবারে ----

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৮



রাজধানীর বঙ্গবাজারে গেল ৩০ বছরে অনেক দফা আগুন লেগেছে । ব্যাবসায়িদের সব ধ্বংস করে রাস্তায় বসিয়েছে । কিন্তু তারপরও থেমে নেই আগুন লাগা । কেন এবং কিভাবে এই আগুনের উৎপত্তি তা আজো রহস্যময় । এবারের আগুনএর গতিবিধি দেখুন একসাথে সব জায়গায় অর্থাৎ পুরো মার্কেটে আগুন একসাথে লেগেছে । দাহ্য কোন পদার্থের সাহায্য ছাড়া এভাবে আগুন ছড়াতে পারেনা । ইদের মুখে শতকোটি টাকার সর্বনাশ ক্ষুদ্র ব্যাবসায়িদের পথে বসিয়েছে ।

কি জানি কেউ বা কারা কি চাইছে ওখানের মুল্যবান জায়গায় বহুতল ভবন হোক ? এবারি যেন উন্মোচন হয় এই আগুন রহস্য ।

ছবি ; ফেসবুক

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আজকে যে পরিমাণ রোদ বাসায় রীতিমতো টেকা দায়, এই আগুন মনে হয় না সহজে নিভাতে পারবে। ঈদের টাইম, এই মানুষগুলোর সব গেল।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: আগুন নেভানোর জন্য পানির বড্ড অভাব । হেলিকপ্টার করে হাতির ঝিল থেকে পানি আনছে বিমান বাহিনী ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লাহ রক্ষা করুন আমিন

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩১

শাহ আজিজ বলেছেন: আমিন ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩২

রানার ব্লগ বলেছেন: ঈদের সময় ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য এটা একটা দুঃস্বপ্ন।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: তাদের সবার পুজি শেষ । ঘাড়ে ব্যাঙ্ক লোণ ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৫

জ্যাক স্মিথ বলেছেন: আমার পরিচিত একজনের ওখানে বেশ কয়েকটি দোকান ছিল, কিছু নিজের এবং বাকিগুলো ভাড়া দেওয়া এবং উনার নিজের গোডাউনও ছিল সেখানে। সব মিলিয়ে তার ১০ কোটি টাকার মালামাল পুড়ে ধ্বংস হয়ে গেছে। তাদের পুরা বাসায় কান্নার রোল পরে গেছে। খুব খারাপ অবস্থা, কিছু ব্যবসায়ীকে একদম পথে বসিয়ে দিলো এই আগুন।

সব হারিয়ে কাঁদছেন তিন ভাই। দৃশ্যগুলো মনে নেয়া সত্যিই অনেক কষ্টকর।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: খুব দুঃখ লাগছে তাদের জন্য যারা সব হারিয়েছে ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যবসায়ীরা কাঁদছে। দেখে খুব খারাপ লাগছে

আল্লাহ ওদের সহায় হোন

০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২১

শাহ আজিজ বলেছেন: হুম , আল্লাহ ছাড়া আর কাউকেই ডাকার মত নেই ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৬

কিরকুট বলেছেন: আমার তো মনে হচ্ছে কোন চক্রান্ত। এখানে সেখানে এটা ওটা ফেটে যাচ্ছে আর আগুন লেগে সব পুড়ে যাচ্ছে।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৪

শাহ আজিজ বলেছেন: গতকাল ডয়েচে ভেলে বাংলাদেশে গুপ্তহত্যার ওপর রিপোর্ট ছেপেছে , ফেসবুকে অনেককে দেখলাম কমেন্ট করতে যে ওটা ঢাকতেই এই আগুন খেলা ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইনের শাসন না থাকায় আজকের এই পরিণতি। বস্তি পুড়লে শাস্তি হয় না, মার্কেট পুড়লে শাস্তি হয় না। রাজনৈতিক নেতারা চাঁদা খেয়ে দোকান বরাদ্দ দেয়। বিল্ডিং করতে চাইলে ব্যবসায়ীরা বাধা দেয়। সব মিলিয়েই আজকের এই অবস্থা...

০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৭

শাহ আজিজ বলেছেন: হুম , ভাল বলেছেন । এই জায়গার প্রতি লোভ আছে অনেকের ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: সকালে দরজায় খট খট শব্দ। বুয়া এসেছে।
বুয়া বলল আগুনের কথা। তারপর অনলাইন নিউজ পোর্টাল থেকে বিস্তারিত জানলাম।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৮

শাহ আজিজ বলেছেন: প্রায় সবাই সকালেই জেনেছে ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

কামাল১৮ বলেছেন: দুর্ঘটনা দুর্ঘটনাই।তার পরও বলবো সতর্কতার অভাব।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

শাহ আজিজ বলেছেন: অনেকদফা লেগেছে আগুন । কোন দফাই স্পষ্ট হয়নি কেন আগুন ।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: দুঃখজনক বৈ কি! কিন্তু বাঙালীর নিয়ম না মেনে কাজ করার আদাত অনেক দিনের। এটা এখানেই শেষ নয়। আবার ব্যবসা শুরু হবে এখানে, আবারও আগুন ধরবে। গোয়ার্তোমির ফল ভোগ করছে, করতে থাকুক।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:১৩

শাহ আজিজ বলেছেন: দেখা যাক এবার কিছু একটা হবে । সিটি কর্পোরেশনের ভেতরেই খোররা বসে থাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.