নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। স্যালুট তোকে নাতি

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১১




বঙ্গবাজারে দাউদাউ করে আগুন জলছে । দমকল বাহিনী যে পাইপ টেনে আগুন নেভাচ্ছে তাতে ফুটো , পানি বেরিয়ে যাচ্ছে । শিশুটির মনে হল ফুটো চেপে থাকলে আগুন তাড়াতাড়ি নেভানো যাবে , পানির অপচয় হবে না । শিশুটির মানসপট সেবার ধারায় , মানুষের উপকার করার ইচ্ছায় পূর্ণ । ঈশ্বর ওর মঙ্গল করুক । ও যেন সারা জীবন মঙ্গলে নিযুক্ত থাকে । একজন আসাদুজ্জামানের পোস্ট ও তোলা ছবি থেকে ।



Asaduzzaman Asad

এই বাচ্চারে ঈদের গিফট করতে চাই। কি ভাবে যোগাযোগ করবো। সবাই কাপড় চুরিতে ব্যস্ত ছিলো রোজা রেখে বঙ্গ মার্কেটে। কিন্তু এই বাচ্চাটি বসে ছিলো ফায়ার সার্ভিসের ফুটা পাইপ চেপে ধরে। রিয়াল হিরো সেলুট ভাই তোকে।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২২

ডার্ক ম্যান বলেছেন: এটা সম্ভবত বঙ্গবাজার এর ছবি না।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: বা দিকে লাল বিল্ডিং রেলওয়ে দফতরের । বনানিতে রেল ভবন নেই ।

২| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ছেলেটা এ কাজ নিজে থেকে করে থাকলে অবশ্যই সে মহান, মানবিক হৃদয়ের অধিকারী। কিন্তু আমার মনে হচ্ছে এটা বনানীর ২১ তলা এফ আর টাওয়ারে আগুন লাগার সময় যে ছেলেটি এভাবে ফুটো পাইপ চেপে ধরে ভাইরাল হয়েছিল, তাকে কপি করার জন্যই কেউ ওকে দিয়ে এ কাজটা করিয়ে ছবি তুলেছে।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: বা দিকে লাল বিল্ডিং রেলওয়ে দফতরের । বনানিতে রেল ভবন নেই

৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: দুটো ছবিতে কোন মিল নেই ।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: ঠিক এ রকমই একটা ছবি বনানীর অগ্নিকাণ্ডের সময়ও দেখেছিলাম।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: বা দিকে লাল বিল্ডিং রেলওয়ে দফতরের । বনানিতে রেল ভবন নেই

৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৮

ডার্ক ম্যান বলেছেন: ঐটা সরকারি কর্মচারী হাসপাতাল। লেখা আছে

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪১

শাহ আজিজ বলেছেন: কিছু একটা হয়েছে যা ৮০তে ছিলনা । আমি ওখান দিয়ে এত দফা চলাচল করেছি যে যে অনেক স্পট সহজেই চিনে ফেলি । বনানিতে এরকম সরকারি হাস্পাতাল নেই ।

৬| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪২

কামাল১৮ বলেছেন: ইটিভির কার্যালয়ে যখন আগুন লাগে তখনো এমন একটা ছবি ভাইরাল হয়।তবে কোরান যে পোড়ে নাই এটাই চরম বিনোদন।চুরি চামারি হয়েছে প্রচুর।
যাঁদের ক্ষতি হয়েছে তাদের জন্য সমবেদনা।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: মানুষ ধান্ধায় থাকে চুরি করার জন্য । কাল অনেকের মাল চুরি হয়েছে ।

৭| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: দুটো ছবিতে কোন মিল না থাকলেও, ছবির বিষয়বস্তু এক, একই অনুভূতির চর্বিত চর্বণ। তাই এটাকে কোন সাংবাদিকের কাজ বলে মনে হওয়াটা স্বাভাবিক।
তবে যার কাজই হোক, আপনার 'নাতি' আপনার গিফ্ট টা পেতেই পারে। :)

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: B-)

৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাহ আজিজ ভাই, আমি যেটা বলতে সেটা আবার বলি। আপনার পোস্টের ছবিটি বনানীর ছবি না। আপনি বঙ্গবাজারের ছবি হিসাবে আপলোড করেছেন, যদিও বঙ্গবাজারের না হয়ে অন্য কোনো জায়গারও হতে পারে (কিন্তু বনানীর না)। বনানীতে আগুন লাগার সময় নাঈম ইসলাম নামে এক ছেলে এরকম ফুটো পাইপ চেপে ধরে (আমার ৩ নম্বর কমেন্ট) মানবতার এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল এবং নাঈমের ছবিটা ভাইরাল হয়েছিল। বঙ্গবাজারের এ অগ্নিকাণ্ডে কোনো চতুর ব্যক্তি বা সাংবাদিক নাঈমের কাজকে কপি বা নকল করার উদ্দেশ্যে এ ভাবে একটা ছেলেকে বসিয়ে ছবি তুলে থাকতে পারেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে।

যাই হোক, আমরা সরল মনে ধরে নিই যে এ ছেলেটা সম্পূর্ণ ওর নিজ থেকেই পাইপে ফুটো দেখে তা আন্তরিকভাবেই বন্ধ করার চেষ্টা করছিল। জয় হোক মানবতার।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৯| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৫

জুন বলেছেন: এখনো বাচ্চারাই মানবিক ,আজকালের অধিকাংশ যুবকদের মত পচে যায় নি ।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: শিশুদের মনোজগৎ ঠিক কেমন হয় এই ছবি দেখে বোঝা যায় । অধিকাংশ শিশুই সহায়তার মনোভাব নিয়ে বেড়ে তারপর নষ্ট হয় ইট ছুড়ে গ্লাস ভাঙ্গার মধ্য দিয়ে ।

১০| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন মানবিক বড়দেরও হওয়া উচিত

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৬

শাহ আজিজ বলেছেন: বড়রা কাপড় চুরিতে ব্যাস্ত ।

১১| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই তো দেখলাম :(

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৫

শাহ আজিজ বলেছেন: এরা মানে এই বড়রা সারাজীবন মালামাল সরানোর কাজেই ব্যাস্ত থাকবে ।

১২| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: আমি বাচ্চাটার খোজ পেলে অবশ্যই আপনাকে জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.