নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। অমৃতসর স্বর্ণ মন্দিরের খানা পিনা

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২১





পৃথিবীর বৃহত্তম লঙ্গরখানা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ।
পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রতিদিন ১ লক্ষ লোকের খাবারের আয়োজন করা হয় । স্থানীয় ভাষায় লঙ্গরখানা বলা হয়। প্রতিদিন ২ লক্ষ রুটি ১৫০০ কেজি ডাল রান্না হয় আগতদের জন্য । পৃথিবীর সবচে বড় ফ্রি খাবার সার্ভিস এটি । শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক মুলত এই লঙ্গরখানা ব্যাবস্থার উদ্ভাবক ।
এই লঙ্গরখানায় কেউ ক্ষুধার্ত ফেরত যাবেনা,প্রত্যেকেই গরম খাবার পাবে কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ অথবা যে কোন বর্ণের । প্রতিটি গুরুদুয়ারায় লঙ্গর আছে কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দিরের লঙ্গর একটি আলাদা ব্যাপার।
সাপ্তাহিক ছুটি ও অন্যান্য বন্ধের দিনে এই পরিমান দ্বিগুণ হয় । লঙ্গর কক্ষনো বন্ধ থাকেনা । ১ লাখ লোকের জন্য ৭০০০কেজি আটা , ১২০০ কেজি চাল , ১৩০০ কেজি ডাল ৫০০ কেজি ঘি ব্যাবহার হয় খাবার তৈরিতে । এতে ১০০ এল পি জি সিলিন্ডার , ৫০০০ কেজি লাকড়ি আর রুটি তৈরির বিদ্যুৎ মেশিন ব্যাবহার হয় ।
এই সুবিশাল রান্না ঘর চালায় ৪৫০ জন কর্মী এবং কয়েকশ স্বেচ্ছাকর্মী যারা মন্দির পরিদর্শনে আসেন । স্বেচ্ছাকর্মীরা ৩লাখ প্লেট ,চামচ,বাটি ধুয়ে দেন । এই লঙ্গর খানা নিরামিষাশীদের জন্য এবং এর অর্থ সারা পৃথিবী থেকে স্বেচ্ছায় দান হিসাবে পাঠানো হয় । প্রতি বছর ১০ কোটি ডলার খরচ হয় এই বিশাল কর্মযজ্ঞে । আসুন কিছু ছবি দেখি ওই পর্ব গুলোর যা আলজাজিরা নেটওয়ার্ক এর তোলা ।।















সংগৃহীত

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৯

শেরজা তপন বলেছেন: হ্যাঁ বিশাল ব্যাপার স্যাপার! ডিসকভারি না ন্যাশনাল জিওগ্রাফি তে যেন দেখেছিলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

শাহ আজিজ বলেছেন: আমি অসংখ্য বার দেখেছি আর ভেবেছি আমারও এরকম স্বপ্ন ছিল কিন্তু ঘুম ভাঙ্গেনি ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি ইউরো নিজউজের লাইভ দেখেছি কয়েকবার, বিশাল কান্ড' ভারতের জন্য দরকারী একটা উদাহরণ; শিখদের মানবিক দিক।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

শাহ আজিজ বলেছেন: আসলেও শিখরা এই বিশাল মানবিক দিকটা বেশ শক্ত করেই গেথে দিয়েছে । এর পেছনে আছে ভারত ও কানাডার ধনী শিখ ব্যাবসায়িরা । তারাই ফান্ডিং করে ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে সবচেয়ে ভালো কাজ হচ্ছে একজন ক্ষুধার্থ মানুষকে খাওয়ানো।
এটা মহৎ কাজ। ভালো কাজ। আনন্দময় ও পূণ্যের কাজ।

স্বর্ন মন্দিরের রান্না, মানুষকে খাওয়ানো নিয়ে ইউটিউবে বেশ কয়েকটাআ ভিডিও আছে। আমি দেখেছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

শাহ আজিজ বলেছেন: ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া সর্বোচ্চ প্রার্থনা ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও কোথায় যেন একবার দেখেছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

শাহ আজিজ বলেছেন: ইয়ুটিউব , ন্যাট জিও হবে ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০০

জ্যাক স্মিথ বলেছেন: ওওও মাই গড!!! এলাহি কান্ড কারখানা দেখা যায়!! :-< বিষয়টা আমি আগে জানতাম না। প্রতিদিন ১ লক্ষ লোকের খাবারের ব্যবস্থা করা মোটেও সধারণ কোন বিষয় নয়। আমি একদিন যাবো ওই মন্দিরে। এক্ষুনি ডকুমেন্টারিটা দেখতে হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

শাহ আজিজ বলেছেন: ৯১ সালে ঘূর্ণিঝড়ের পরে ওরা উপদ্রুত এলাকায় লঙ্গরখানা খুলেছিল । রোহিঙ্গাদের জন্য ১৭ সালে খুলেছিল পরে কেন বন্ধ হল জানিনা ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫

শাওন আহমাদ বলেছেন: জানা ছিল না, আপনার পোস্ট পড়ে জানলাম। ধন্যবাদ!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

শাহ আজিজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৭

বাকপ্রবাস বলেছেন: স্বাধীন হতে চেয়ে ওরা বেশ মার খেয়েছিল, ওদের লঙ্গর খানাটা কেমন যেন শান্তিদায়ক, ওখানে যারা জড়িত তারা যেন নিরহংকার আর মানবতাবাদী, স্বেচ্ছায় শ্রম দিয়ে মানুষকে খাইয়ে যাচ্ছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: খালিস্তানিরা স্বাধীনতা চায় সবাই নয় । ওরা শান্তিকামী ।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৫

কামাল১৮ বলেছেন: অনেক শ্রম ও সম্পদের অপব্যবহার হয়।একবেলা খেয়ে কার কি উপকার হয়।বাকি হাজার হাজার বেলার খাবার তাঁকেই জোগাড় করতে হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: তবুও একবেলা উদরপূর্তি করতে পারছে । তাদের টাকা নিজেদের ম্যানেজ করা । যতটুকু ক্ষমতা আছে তাই করছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.