নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আহমেদ ইয়াসিনকে নিয়ে লেখা

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৯

হামাস প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিনকে হত্যার পর--- অনুভুতি




বদলা
মাশরিক প্রান্তে লালিমার ছটা
ছড়ানোর সাথে সাথেই পৃথিবীর
কঠিনতম বিদ্রোহীর পবিত্র রক্তধারা
বয়ে গেল আদিতম সভ্যতার কালচে পথে
লালিমার ছটা মানলো হার এ রঙের কাছে
চাঁদ মুখ লুকাল , মরুপ্রান্তরের সুবহ-সাদিকের
ঠাণ্ডা শীতল হাওয়া থমকে গেল
ক্যাকটাস আর গুল্মলতার উপর পড়ে থাকা
শিশিরবিন্দু কান্না হয়ে ঝরে পড়ল ।
তার অপরাধ – তিনি পরভুম
করেছিলেন অস্বীকার
তার অপরাধ- তিনি আপনভুম
গড়ার করেছিলেন অঙ্গীকার
তার অপরাধ- হাজারো যুবা
কপালে কালেমা বেধে তার হাত ছুয়ে
করেছিলো লাভ আত্মাহুতির অধিকার
নন তিনি অস্ত্রধারী যোদ্ধা
ছিলেন পারমানবিক শক্তিসম্পন্ন
ঐশ্বরিক মনের বলীয়ান ওয়ালিদ ।
হৃতভুমে বসে আপন পরিচয় প্রতিষ্ঠার
এক দীর্ঘ সংগ্রামে কঠিন যোদ্ধাদের
আধ্যাত্মিক পিতা তিনি।
নপুংসক , জারজ ঘাতকেরা হেনেছে আঘাত
নির্জীব প্রায় অচল , পঙ্গু একজন মানুষকে ।
সারমেয়রা জানেনা শরীর আর জীবনকে
স্তব্দ করা যায়, যায়না বিচ্ছুরিত জ্ঞ্যানালোককে
সময় এসেছে বদলা নেবার, সময় হয়েছে হোলি খেলার
উন্মাদ সারমেয়দের বলি দেবার ।।

২০০৪ এ লিখিত । কপিরাইটঃশাহ আজিজ


দীর্ঘ ১৯ বছর পর পরিস্থিতি বদলে গেছে । এখন আমি উপরের লেখার অনেক কিছুতেই আস্থা রাখতে পারি না । শুধুই মানুষ হত্যার জন্য এতো আয়োজন ? ২০২৩ অক্টোবর ২৯ ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৮

সোনাগাজী বলেছেন:



পিএলও'এর অধীনে ফিলিস্তিনীরা ঐক্যবদ্ধ ছিলো; হামাস মানুষের ঐক্যকে ভেংগে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার সম্ভাবনাকে হত্যা করেছে; হামাস আধুনিক বিশ্বের জন্য বিষফোঁড়া।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: হুম , একটা গোটা জাতিকে ঝুকির মধ্যে ফেলেছে হামাস । ফিলিস্তিনিদের আলাদা রাষ্ট্রের স্বপ্ন স্বপ্নই থেকে গেল ।

২| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



যুদ্ধের পরপরই ইসরায়েল নতুন সরকার আনবে; তারা যদি ফিলিস্তিন প্রতিষ্ঠা না'করে, ইসরায়েলের মানুষ ক্রমেই অন্য দেশে যাওয়ার শুরু করবে।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৫

শাহ আজিজ বলেছেন: কিছুমানুষ থেকে যাবে এবং পরিস্থিতি অনুকুলে এলে আবারো জীবন শুরু করবে ।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


১৯ বছরে হামাস শুধু মাটির নিচে টানেল বানিয়েছে ও আশপাশের জঙ্গী গোষ্ঠীকে বন্ধু বানিয়েছে; সাধারণ মানুষ নির্বোধ থেকে গেছে।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩

শাহ আজিজ বলেছেন: এখন ঐ টানেলেই দাফন হবে নিজেরা ।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩০

স্প্যানকড বলেছেন: ইহা পুর্বেই নির্ধারিত ছিল। ইসরায়েল পুরোটা নিয়ে নিবে এরপর যে ধাক্কা আসবে উহা আর সামলাতে পারবে না। পতন হবেই হবে। ভালো থাকবেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি খুব সন্দিহান তোমার মতামতে । আসলেই কি ঘটতে যাচ্ছে আমাদের অজানা ।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
ভাবছি হামাস ফিলিস্তিন/ইজরাইল নিয়ে আমি একটা কবিতা লিখব।

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৮

শাহ আজিজ বলেছেন: লিখে ফেল ঝটপট ।

৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:২২

কামাল১৮ বলেছেন: জীবন থেমে থাকে না।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: জীবন থেমে থাকে না , সময় আবর্তিত হয় নিজের ছন্দে ।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৩

কামাল১৮ বলেছেন: জীবন থেমে থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.