নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ওয়ায়েল আল-দাহদু

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৩



ছবিটা দেখেই আবার মনটা দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠলো । জানলাম জানাজায় ইমামতি করছেন আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদু । নিজের স্ত্রী আর দুই সন্তানের জানাজা তিনি নিজেই পড়াচ্ছেন । মানুষের কি দুর্ভাগ্য যে যখন শরণার্থী শিবিরে বোমা মারে ইজরায়েল ঠিক তার পরপর ক্যামেরা নিয়ে নিজেই ওয়ায়েল আল-দাহদু সারা বিশ্বকে জানাচ্ছেন হামলার খবর । তিনি তখনও জানেন না তার ১১ আপনজন ঐ হামলায় নিহত । শেষে দাহদু জানাজা পড়ালেন । পরদিন এই অদম্য পুরুষ ক্যামেরা ইউনিট নিয়ে আবার মাঠে ।



মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুবই দুঃখজনক! :(

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৪

শাহ আজিজ বলেছেন: এই দুঃখের কোন কুল কিনারা নেই ।

২| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০০

মৃতের সহিত কথোপকথন বলেছেন: বড়ই নির্মম। মানুষের কিসের এতো অহংকার? জোর-যুলুম?

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৫

শাহ আজিজ বলেছেন: অহংকার পরিত্যাজ্য ।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৫

বাউন্ডেলে বলেছেন: আল-জাজিরায় লাইভ দেখেছি- আমার বাড়ীআলী (স্ত্রী) কেঁদেকেটে একাকার। খুব মর্মন্তুদ।

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৬

শাহ আজিজ বলেছেন: আমিও কেদেছি একাকি । কান্নার মতই ঘটনা ।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৫

মৃতের সহিত কথোপকথন বলেছেন: মানবিকতার পাঠ নিতে হবে নতুন করে

৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০২

ঢাবিয়ান বলেছেন: এরপরেও কিছু মানুষ এসে ইহুদিদের গুনগান গাইবে , তাদের অতি বুদ্ধিমত্তার প্রসংসায় ভেসে যাবে!! মানবতাই যদি না থাকে তবে কোন সে বুদ্ধিমত্তা ? নিশৃংষ্তার সফটওয়্যার সেট করা একেকটা রোবট এরা ! অনেকেই যুক্তি দেয়ার চেষ্টা করে যে, ইজরাইল সরকার খারাপ , সব ইহুদিরা খারাপ নয়। কিন্ত ইহুদিরাতো আর আমাদের দেশের মত অশিক্ষিত দরিদ্র জনগন নয়। তারা চাইলে বাধ্য করতে পারে নেতানিয়াহুকে থামাতে। কিন্ত বাস্তবতা হচ্ছে তারা আসলে চায় না। মানবতা শো অফ করতে লোক দেখিয়ে দুই চারটা সমাবেশ করেই তাদের দ্বায়িত্ব শেষ করেছে এবং এটাও মুসলিম নিধনের মাধ্যমে গাজা দখল মিশনের একটা অংশ।

৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ।

৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



গাজার মানুষ হামাসকে ভোট নিয়ে নিজেদের মৃত্যুর ব্যবস্হা করেছে। এইসব সন্ত্রাসীকে কেহ ভোট দেয়? বাংগালীরা কোনদিন জামাতকে ভোট দিবে?

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: তারপরও জামাত বাঙ্গালিদের ভোটে জেতে । এবার বাঙালী শিক্ষা নিক ।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

দি এমপেরর বলেছেন: খুবই দুঃখজনক! এমন আরও কত পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তার ইয়ত্তা নেই।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: আলজাজিরার সাংবাদিক বলেই কাভারেজ পেয়েছে । একটি শিশু তার পুরো পরিবারকে হারিয়েছে , এখন আশ্রয়ে আত্মীয়দের কোলে ।

৮| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

রাজীব নুর বলেছেন: আহারে---
অত্যন্ত দুঃখজনক।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২১

শাহ আজিজ বলেছেন: হুম , খুবই দুঃখজনক ।

৯| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: অত্যন্ত করুন ও মর্মান্তিক একটি ঘটনা মনে হলে বুকটা জ্বলতে থাকে। আল্লাহপাক উনাকে এই শোক সইবার শক্তি দিন।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: ভাল থাকুন , জুন ।

১০| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

কামাল১৮ বলেছেন: যুদ্ধ কোন প্রেমের গল্প না।বড় নির্মম।আরো এমন অনেক ঘটনা সামনে আসবে।এর থেকে মুক্তি চাই।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: এই একটা হাইলাইট হয়েছে , এরকম শত শত ঘটনা আছে ।

১১| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

জুন বলেছেন: @ঢাবিয়ান আপনি নিশ্চয় ওয়ান্ডার ওম্যান ম্যুভিটা দেখেছেন। এর নায়িকা গ্যাল গ্যাডটকে আর খুব ভালো লেগেছিল। উনি একজন ইহুদী রমনী এবং অভিনয় জগতে আসার আগে ইহুদি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিল। এই পর্যন্ত ঠিক আছে। যখন শুনলাম উনি মনে প্রানে মুসলমানদের ঘৃনা করে তখন থেকে উনাকে পছন্দের তালিকা থেকে ছেটে ফেলেছি।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: @ঢাবিয়ান

১২| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৩

কামাল১৮ বলেছেন: @জুন, এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের ঘৃনাই করে।এটা প্রতিষ্ঠিত সত্য।বর্তমানে অনেক কমে আসছে।মানুষ আস্তে আস্তে সভ্য হচ্ছে।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: ধর্মের বৈরিতা আর যাবে না ।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫০

জুন বলেছেন: @কামাল ১৮ আপনি মনে হয় ভুল করছেন, উনি অতীতের ওয়ান্ডার ওম্যান লিন্ডা কার্টার না, উনি একেবারে বর্তমানের গ্যাল গ্যাডট। একটা ছবি দিলাম দেখেন। উনি মুসলিমদের ঘৃনা করেন।

১৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৪

কাছের-মানুষ বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। এই গণহত্যা বন্ধ হোক অবিলম্বে।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: আমরাও চাই হামাস - ইসরায়েলের এই পরিকল্পিত গনহত্যা বন্ধ হোক ।

১৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২০

অহরহ বলেছেন: হামাস যত নষ্টের মূল।

৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: সবাই তাই বলছে , আমরাও জানতে পারছি ।

১৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: আধুনিক যুগে এসে মানুষ যুদ্ধ করছে।
মানুষের জ্ঞান বুদ্ধি আর কবে হবে?

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫১

শাহ আজিজ বলেছেন: আধুনিক সময়ে আধুনিক অস্তের ঝনঝনানি----------------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.