নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। এ কষ্ট কোথায় রাখি !!

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৬




বড় কষ্ট নিয়ে ছাপাচ্ছি এই পোস্ট খানি ।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



আন্তজার্তিক পর্যায়ে খেলা বেশ কঠিন; আমাদের খেলোয়াড়রা ইহার মানসিক চাপ সইতে পারে বলে মনে হয় না।

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: তাহলে এতো খরচ না করে আঞ্চলিক ক্রিকেট চালু করলেই হয় ।

২| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৮

কামাল১৮ বলেছেন: খেলতে না গেলে বিদায় নিতে হবে না।কষ্ট করে পোষ্ট দিতে হবে না।এবার শুরু মহিলা দল দিয়ে।তারা হয়তো এতোটা খারাপ করবে না।হুজুরদের পছন্দনা মহিলারা ক্রিকেট খেলুক।

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩০

শাহ আজিজ বলেছেন: হুজুররা তো বাংলাদেশই চায়নাই । আকামের বিসিবিকে সাইজ করতে হবে ।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৭

শিশির খান ১৪ বলেছেন: একেক জন দামি দামি গাড়িতে কইরা প্র্যাক্টিস করতে আসে। প্রতিষ্টিত হওয়ার আগেই বিয়া করার জন্য পাগল হয় যায়। কয়েকটা আবার মার্কা মারা আরেক জনের বৌ নিয়া টানাটানি লাগায় দেয় ।বিজ্ঞাপন কইরাই তো সময় পায় না। ডিলার সম্মেলন ,ফটোশুট, টিভিসি ,গলা ইভেন্ট, বিভিন্ন শো রুমের উদ্বোধন কত ব্যাস্ততা তারপরও যে কষ্ট কইরা খেলছে সেটাই মেলা। কখন দেশে থাকে আর কখন বিদেশ থাকে সেটাও বুঝা যায় না। আমরা এদের মাথায় তুইলা ফেলছি।

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: সব সাইজ হইয়া যাইব ।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: এদের প্রফেশনালিজমের অনেক অভাব আছে।

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩২

শাহ আজিজ বলেছেন: হুম , ওটাই এখন শেখার বিষয় হবে ।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমরা চাপ নিতে পারি না, আমাদের আরও পরিশ্রম করা উচিৎ সাথে প্রফেশনালিজমের অভাব তহ আছেই।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:০১

শাহ আজিজ বলেছেন: খেলতে গেলে ওসব পন্থা নিতেই হবে ।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: খেলা দেখে মনে হয় কয়টা পাড়ার ক্রিকেটার বিশ্বকাপে নিয়াগেছে।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:০২

শাহ আজিজ বলেছেন: আমি খেলা ছেড়ে হাটতে বেরিয়েছি , এতটাই বিরক্ত হয়েছি ।

৭| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১২:০৯

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: বিসিবির কর্তা ব্যাক্তিরা কিন্তু বিদায় নেবে না।

আচ্ছা স্পন্সরদের টাকা কড়ি কি এবার বিসিবির খাজানা থেকে বিদায় নেবে?

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৫

শাহ আজিজ বলেছেন: বি সি বির ফকিন্নির পুতেরা এখন খুত খুজে বের হওয়ায় মনযোগী হবে । এইগুলারে কান ধইরা বাইর করা দরকার আগে ।

৮| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১:৪২

ইফতেখার ভূইয়া বলেছেন: অন্তত কোন একটা বিষয়ে প্রথম হতে পেরেছে সে জন্যেই মিষ্টি বিতরণ করা উচিত।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা

৯| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৬

অহরহ বলেছেন: তবলিক জামাত ক্রিকেট দল, এরা খেলার মাঠে নামাজও পড়ে.........


সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন : দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। সবাই চেষ্টা করছি, অনুশীলন করছি, পরিকল্পনা করছি; কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। তথ্যসূত্র- কালের কন্ঠ।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৭

শাহ আজিজ বলেছেন: পিঠ বাচাবার ঐ তো এখন উপায় ।

১০| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৭

আমি সাজিদ বলেছেন: সত্য কথা বললে, আমাদের টিম কি খুব একটা আহামরি ছিল? বিশ্বকাপের আগেও? বাইরের বড় দলের সাথে খুব বেশী সিরিজ তো জিতিনি তো আমরা। অস্ট্রেলিয়া - নিউজিল্যান্ডের ম্যাচটাই ধরেন, ওই রকম ৩৮০+ চেজ করার মতো এবেলিটি আমাদের দলের আছে?

আমার মনে হয়, বিশ্বকাপের আগে থেকে পুরো সেমিফাইনালে যাওয়ার কনসেপ্টটা দূর্বল ভিত্তির উপর আমাদের আবেগী মিডিয়া আর জনগণ গিলেছে। আমাদের বাইরের কেউই গোনায় ধরে নাই।

০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

শাহ আজিজ বলেছেন: ভাল দল গড়তে অনেককিছু সংস্কার করতে হবে ।

১১| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে আনুষ্ঠাকিনভাবে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া দরকার।

০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

শাহ আজিজ বলেছেন: বন্ধ কেন করবে ? নতুন দল গঠন করবে , বি সি বির আমুল সংস্কার হবে ।

১২| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৪

বাকপ্রবাস বলেছেন: দূর্নিতি, অযোগ্যতা, স্বজনপ্রীতি, অহংকার এসবের ষোলকলা পূর্ণ হল

০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই হয়েছে ।

১৩| ০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরকম পরিনিতির জন্য অপেক্ষা করছিলাম ।
..............................................................................
দূর্নীতি, অযোগ্যতা, স্বজনপ্রীতি, অহংকার পরিহার করতে হবে ।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৩

শাহ আজিজ বলেছেন: কে কাকে পরিহার করতে বলবে , দুর্নীতির রেসে কেউই কম যান না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.