নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিশ্বাস্য ! ম্যাক্সওয়েল এক পায়ে দাড়িয়ে যে ভাবে চার আর ছয় মারছিলেন তাতে আমার খাওয়া বন্ধ হয়ে গেল । ক্রাম্পের পরে নিশ্চিত ছিলাম আফগানরা আজকের বিজয় মুকুট পরতে যাচ্ছেন । কিন্তু না , ম্যাক্সওয়েল মুখে পায়ের যন্ত্রনার কোন প্রতিক্রিয়া না দেখিয়েই মেরে যাচ্ছেন মেরে যাচ্ছেন চার আর ছয় । ক্রিকেটার হতে চাইলে ম্যাক্সওয়েল হও , অন্য কেউ নয় । আমার মনে হয় কাল রাতে সবাই রুদ্ধশ্বাসে খেলার শেষটুকু দেখেছেন ।
০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯
শাহ আজিজ বলেছেন: শেষ মারটা দেখতে পারিনি প্লেট বেসিনে রাখতে গিয়ে আর হাত ধুতে গিয়ে ----------------------------
২| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
জুন বলেছেন: সেকেন্ড ইনিংস থেকে খেলা দেখতে শুরু করেছি। কিন্ত অস্ট্রেলিয়ার অবস্থা দেখে মনে হলো একপেশে খেলা হবে, উঠে আসলাম। কিন্ত সাত উইকেট পরার পর ম্যাক্সওয়েলের অনাবদ্য ব্যাটিং দেখে মুগ্ধ। আঠার মত চোখ সেটে রইলো টিভি স্ক্রিনের দিকে। সাথে সংগত করছি অজি কাপ্তান কামিংস। প্রথমে আফগানিস্তান জিতুক চাইলেও ছাই থেকে ফিনিক্স পাখির মত ম্যাক্সওয়েলের উঠে আসা দেখে আমার মনে হয় শুধু আমি নই বিশ্ববাসীকেও বিস্মিত করেছে। এক পায়ে ভর দিয়ে চার আর ছয়ে দলকে জিতিয়ে নেয়া বীর সে। খেলা শেষ করেও কিন্তু একটুও অহংকার দেখায় নি। ম্যান অভ দ্যা ওয়ার্ল্ড কাপ পাওয়ার অন্যতম দাবীদার সে।
০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
শাহ আজিজ বলেছেন: হুম , আমারও সেইম ফিলিংস । গেল রাতের খেলা আর কখনো দেখা হবে না । ম্যান অফ দি ম্যাচ কাপ ম্যাক্সওয়েলকেই দেওয়া উচিত ।
৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
শেরজা তপন বলেছেন: নাহ্ অতিমানবীয় হয়ে গেছে!! মানুষ এমনে পিটায় না
০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯
শাহ আজিজ বলেছেন: তয় কি গাজা থেইকা হামাস শয়তান ভর করছিলো ????
৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
ফেনা বলেছেন: হা হা হা.....
বড় দল বা ছোট দল নয়। এ যেন ক্রিকেটে এক বিশাল অঘটন ঘটায়ে দিল ম্যাক্সওয়েল। অসাধারণ এক ওয়ান ম্যন শো হয়ে গেল। এই বিশ্বকাপে এম মাত্র ম্যাচ যা বিশ্বকাপে ম্যাচের মত ম্যাচ হল।
০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১
শাহ আজিজ বলেছেন: কি সাংঘাতিক অসিরে ভাই , তোকে পেন্নাম ---------------------------
৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই তো একই কথা বলছে।
০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: একই রকম মন মানসিকতা হলে একই রকম কথা বলবে ।
৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
ম্যাক্সওয়েল পুরো ক্রিকেটবিশ্বকে কন্ট্রোল করেছে।
০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯
শাহ আজিজ বলেছেন: তাই তো মনে হচ্ছে ।
৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩
সোনাগাজী বলেছেন:
পায়ের ক্র্যাম্প তাকে অস্হির করাতে, সে বুঝতে পারছিলো না কি করবে, সে বলের উপর হতাশা ও রাগ উড়ায়েছে।
০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০০
শাহ আজিজ বলেছেন: তার ভাবটা এমন ছিল পিটাইয়া আউট হমু ।
৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪
কামাল১৮ বলেছেন: অস্ট্রেলিয়ায় সব সময় এমন একজন অবিশ্বাস্য খেলোয়াড় থাকে।কোন এক সময় সে জ্বলে উঠে।
০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১
শাহ আজিজ বলেছেন: অস্ট্রেলিয়া ভাল দল । তার ভাল ব্যাটার , বোলার , ফিল্ডার আছে ।
৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: বিশ্ববাসী ম্যাক্সের খেলা দেখে মুগ্ধ হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০
শাহ আজিজ বলেছেন: আমরাও ।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩
দেয়ালিকা বিপাশা বলেছেন: একদম!!! কাল তো ধরেই নিয়েছিলাম আস্ট্রেলিয়া হারবে তাও আবার আফগানিস্তানের কাছে? অস্ট্রেলিয়া??? কিন্তু পরে যেন অনলি ওয়ান ম্যাক্সওয়েল ই ঘুরে দাঁড়াল!! শেষ সময়টাতে তো আমরা খাওয়ার কথা ভুলেই গেছিলাম কখন রাত এগারোটা বেজে গেয়েছিল টেরই পাই নাই!!! ১২৮ বলে ২০১!! ওয়াও!!ওয়াট এ পারফরম্যান্স!!