নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কারার ঐ লৌহ কপাট

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২২

নজরুলের লেখা আর কমল দাশ গুপ্তের সুর দেওয়া বিখ্যাত গান কারার ঐ লৌহ কপাট এই এখন ইউ টিউবে শুনলাম । আমার একটা ভুল ধারনা হয়েছিল প্রিয় শিল্পী এ আর রাহমানকে নিয়ে । গানটি শোনার পর তা কেটে গেছে । ভালই গেয়েছে ওরা মানে এ আর রাহমানের গানের দল । অনেকে হিরো আলমকে উঠিয়ে আনছিলেন এই সুযোগে কিন্তু তা হয়নি , দুঃখিত ।

আপনারা শুনবেন গানটি ।



কারার ঐ লৌহ কপাটview this link

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: গানটির কথা না বুঝেই সুর করা হয়েছে।

আমার পছন্দ হয়নি।

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

শাহ আজিজ বলেছেন: সবার নিজের পছন্দ আছে ।

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


৭ই মার্চের ভাষণ যদি গুলশানের “ ও তুমি গোলাপী”! ভাষণ হয় তখন শুনতে যেমন লাগে ঠিক তেমন।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: হা হা হা , নাহ তেমন হবে কেন ।

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: গানটা শুনেছি। ভালোই তো লাগলো।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

শাহ আজিজ বলেছেন: ভাল লাগ্লে ভালই বলতে হবে । কেউ কেউ বিকৃতির অভিযোগ এনেছেন , আমি কোন বিকৃতি পাইনি ।

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

অগ্নিবেশ বলেছেন: বাংলাদেশের ধর্মপ্রান মুসলমানেরা আজকাল ভারতের আব্দুল কালাম, এর আর রহমান, শাহরুখ খান এদের মুসলমান বলে গন্য করছে না। হিন্দু সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে এইসব গুণীরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এদের বিরোধীতা করা বাংলাশেদের সকল মুসলিমদের ইমানী দায়ীত্ব। বিকৃতি না থাকলেও বিকৃত মনে করে ভারতের বিরুদ্ধে আজীবন জেহাদ করে যেতে হবে।

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

শাহ আজিজ বলেছেন: বেশ বলেছেন কিন্তু আমি আপনার সাথে একমত নই , দুঃখিত ।

৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

Bondi বলেছেন: এ আর রহমান কি বাংলা বুঝে? লিরিকের সাথে কম্পোজিশনের কোন মিল নেই. টিউনও পরিবর্তন করে প্রতিবাদী গানের কম্পোজিশন বুঝি এমন হয় ? হিন্দী গানের বিট থেকে বের হতে পারেনাই এখনো।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৪

শাহ আজিজ বলেছেন: রাহমানের যেমন মনে হয়েছে তেমনটি করেছে সে । আমি তার পছন্দকে মুল্য দেই ।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্প্যানকড বলেছেন: আমার জুইত লাগেনি।যে গান শুনলে রক্ত গরম হয়ে যেতো সেখানে এখন ঘুম চলে আসে। ভালো থাকবেন।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: সবার পছন্দ একরকম হবে না । হুম আমাদের প্রথম দেওয়া সুর অসাধারন ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাল লাগ্লে ভালই বলতে হবে । কেউ কেউ বিকৃতির অভিযোগ এনেছেন , আমি কোন বিকৃতি পাইনি ।

একই গান সবাই এক রকম করে গাইতে পারবে না।
কুমার বিশ্বত জিত এর মতো গাইতে পারবে না আব্দুল হাদী। একই গান একেক জনের গলায় একের রকম শোনাবে।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.