নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। অবশেষে মুখ খুললেন প্রিন্স

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭





গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং সব জিম্মি ও বন্দিদের মুক্তি দিতে হবে।এটি এমন এক মানবিক বিপর্যয়, যা ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং বিশ্ব সম্প্রদায়ের দ্বৈতনীতির প্রমাণকে স্পষ্ট করেছে , এখন শান্তির একমাত্র উপায় হলো- ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ বসতি স্থাপনের অবসান, ফিলিস্তিনি জনগণের প্রতিষ্ঠিত অধিকার পুনরুদ্ধার এবং ১৯৬৭ সালের প্রস্তাবের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।' মোহাম্মদ বিন সালমান বলেন ।

যাক প্রিন্স দেরিতে হলেও মুখ খুলেছেন ।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের এই সন্মেলনে ইরানের প্রেসিডেন্ট রাইসি যোগদান করেছেন । এটি একটি শুভ লক্ষন ।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুসংবাদ

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

শাহ আজিজ বলেছেন: আশা করি কিছু একটা সমাধান হবে কিন্তু মারা যাওয়া শিশুদের কাছে কোন জবাব দিতে পারব না ।

২| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সমাধান মধ্যপ্রাচ্যের কোনো নেতার হাতে নেই।
সমাধান আছে আমেরিকার হাতে। আমেরিকা যদি হামাসকে গুড়িয়ে দেয়। তছনছ করে দেয়, তাহলেই শান্তি আসবে। যেমন লাদেন এবং সাদ্দামকে ধ্বংস করে দিয়েছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: এই সামিট এর পরে বেশ নজরদারি করতে হবে কি ঘটে । হামাস ধ্বংস এর বিকল্প নেই ।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই রাজকুমারের অনেক টাকা আর ক্ষমতা।
মালদ্বীপে প্রমোদ ভ্রমণে এলে নাকি ২/৩টা দ্বীপ একাই রিজার্ভ করে নিতেন।
টাকা কখরচ করতে হবে তো।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: মিলিয়ন ডলার ওদের হাতের ময়লা ।

৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০১

বাউন্ডেলে বলেছেন: বিশ্বশান্তির একমাত্র পথ- “শংকর প্রজাতির” মার্কিন - ইসরাইল জাতির বিশ্ব থেকে সম্পুর্ন নির্মুল। নতুবা নিরস্ত্র নারী-শিশু হত্যার প্রথা পৃশিবী থেকে নির্মুল করা যাবে না।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

শাহ আজিজ বলেছেন: হামাসের কথা কিছু বললেন না ?

৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ইচ্ছে করে অনেক দেরিতে নিরাপদ রেস্পন্স করলো প্রিন্স।
ইতিমধ্যেই হামাসকে থামিয়ে ফেলেছে ইসরাইল। আলশিফা হাসপাতালের তলায় বিশাল টানেল, সেখানেই সব জিম্মিরা। হামাসে বাকি নেতারা।
ঘিরে রেখেছে ইসরাইলের সেনারা। আত্নসমর্পনের আহবান জানাবে।

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

শাহ আজিজ বলেছেন: ইজরায়েলের হাতে অত্যাধুনিক প্রযুক্তি । তা দিয়ে অনেক কিছুই করা সম্ভব । প্রিন্স অনেক বিষয় পর্যালোচনা করেই স্বাধীন ফিলিস্তিনের পথ ধরেছে ।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: হামাসের কথা কিছু বললেন না ?
হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন। সেটেলারদের কাছে বেদখল হওয়া সম্পদ, বসতভিটা ফেরত পাওয়ার অধিকার রাখে এবং দখলবাজদের বিতারিত করার জন্য পদক্ষেপ নিতেই পারে। তবে নারী-শিশু হত্যা অবশ্যই অপরাধ। সে যেই হোক।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৭

শাহ আজিজ বলেছেন: হামাস হচ্ছে ফিলিস্তিনের রাজাকার দল ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এটা আরো আগে বলা দরকার ছিল কাজ হোক আর না হোক।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

শাহ আজিজ বলেছেন: যাক ঝোপ বুঝে কোপ মেরেছে প্রিন্স ।

৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরো আগে বলা দরকার ছিল।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

শাহ আজিজ বলেছেন: অনেক আগে ই এর সমাধান দরকার ছিল কিন্তু মুসলিম রাষ্ট্র তথা আরবরা মুখ বুজে ছিল ।

৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

স্প্যানকড বলেছেন: এসব ধান্ধাবাজি ! সেই ৪৮ থেকে এখন ২৩ কি বা লোম ফেলেছে উনারা? টাকা পায় নারী লইয়া ঘুমায় আর কি করে এরা? খবরে দেখলাম হাসপাতালের নীচে টানেল পাওয়া গেছে। গোটা গিলতে এই দু একদিনের ব্যাপার। ও কিছু না। যুদ্ধ চলবে চলুক এই প্রিন্সফ্রিন্স যা খুশী বলুক। ভালো থাকবেন।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

আল্লাহ দুনিয়ায় আরবদের পাঠিয়েছিল শুধু ভোগ করার জন্য ।

১০| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

বিজন রয় বলেছেন: হামাস তাহলে জিতে যাচ্ছে!!

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: হামাস কে হারতেই হবে ।

১১| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৪

আমি নই বলেছেন: লেখক বলেছেন: হামাস কে হারতেই হবে ।

হামাস তো দেশ না, হারবে কেমনে? ইয়াসিনকে মাইরা ইসরাইল ভাবছিল হামাস শেষ, কিন্তু এখন যেই ব্যাক্তি সামরিক শাখার লিডার মানে দেইফ, সে নিজেও ইসরাইলি হামলায় এক চোখ হারানোর সাথে তার স্ত্রী এবং দেরবছর বয়সি একমাত্র সন্তানকে হারানোর পরেই হামাসে যোগ দিয়েছিল। এই গনহত্যার পর হামাসে কি কেউ যোগ দিবে না ভাবতেছেন। ইসরাইল গনহত্যা চালিয়ে হাজার হাজার নতুন হামাস যোদ্ধা তৈরি করতেছে। গনহত্যার কারনে হামাস অন্য দেশেও ডালপালা বিস্তার করবে।

হামাস নির্মুলের একমাত্র উপায় হল ইসরাইলকে আন্তর্জাতিক আইন মানতে বাদ্ধ করা। ৭ তারিখের জন্য হামাস নেতাদের এবং যুদ্ধঅপরাধের জন্য ইসরাইলের বিচার করা।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , মনে হচ্ছে আপনি কট্টর হামাস সমর্থক ।

১২| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ , মনে হচ্ছে আপনি কট্টর হামাস সমর্থক ।
=p~ =p~ =p~ =p~

একটা বাস্তব উদাহরন দেয়ার পরেও এই বুঝলেন। যাইহোক একজন অন্তত হামাস সমর্থক পাইলেন যে কিনা ৭ অক্টোবর হামলার জন্য হামাসের বিচার চায়।

আপনি কি ইসরাইলকে আন্তর্জাতিক আইন মানতে বাদ্ধ করা এবং গনহত্যার জন্য ইসরাইলের বিচার চান?

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: প্রথম বিচার হামাসের হবে । পরের বিচার ইজরায়েলের নেতানিয়াহুর । নিহত গাজাবাসি শিশু , মহিলাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপুরন দিতে হবে । ইজরায়েল তো ৫০০০ রকেটের বিরুদ্ধে দেশ রক্ষা কল্পে আক্রমন চালিয়েছে কিন্তু হামাস কেন রকেট ছুড়ল।


আসলে ব্যাপার যে এতো দূর গড়াবে তা হামাসের মাথা মোটা কমান্ডার বুঝতে পারেনি ।

১৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩১

কামাল১৮ বলেছেন: সমাধান আসবে আলোচনার মাধ্যমে,যুদ্ধের মাধ্যমে নয়।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: এখন কে ঠেকাবে যুদ্ধ ? যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য আরবরা দ্রুত মিটিং করেছে ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০২

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ইজরায়েল তো ৫০০০ রকেটের বিরুদ্ধে দেশ রক্ষা কল্পে আক্রমন চালিয়েছে কিন্তু হামাস কেন রকেট ছুড়ল।
হামাস কেন রকেট ছুড়ল এটা বিশাল আলোচনার বিষয় কারন এই আলোচনায় গেলেই আসবে ইসরাইল কেন ব্যাপকহারে অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে স্থানীয় অধিবাসিদের উচ্ছেদ করছিল।

টাইমস অফ ইসরায়েলে খবর অনুযায়ী এবছর রেকর্ড পরিমানে বসতি স্থাপন এবং অবৈধ আউটপোষ্টকে বৈধ করা হয়েছিল। এটা কি শান্তিকামি কোনো রাষ্ট্রের নমুনা? ইসরাইলের নিজেকে রক্ষা করার অধিকার অবস্যই আছে কিন্তু ফিলিস্তিনিদের কি নিজেদের রক্ষা করার কোনো অধিকারই নেই? সব কিছু হারিয়ে প্রতিবাদ করলেও গ্রেফতার করে নিয়ে বছরের পর বছর নির্যাতন করে। এটা কেন করে?

সুত্রঃ Click This Link

লেখক বলেছেন: প্রথম বিচার হামাসের হবে । পরের বিচার ইজরায়েলের নেতানিয়াহুর । নিহত গাজাবাসি শিশু , মহিলাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপুরন দিতে হবে ।

হামাসের কর্মের প্রতিফল নিরিহ গাজা বাসিরা দিচ্ছে, কিন্তু ইসরাইলের একটা চুলও কেউ ছিরতে পারবেনা। একারনেই হামাসের মত সংগঠন কখনই নিশ্চিন্হ হবে না। আপনি যা বললেন সেটা হলে হামাস এমনিতেই নিশ্চিন্হ হয়ে যাবে।

১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

শাহ আজিজ বলেছেন: হামাসের রকেট ছোড়াকে বৈধতা দিয়ে ফেললেন একদমে । ইজরায়েল তো ঐ জমিন ইংল্যান্ডের কাছ থেকে চুক্তিতে পেয়েছে , সেই চুক্তিকে অস্বীকার করবেন ? হয়ত হামাসের বিচার করতে হবে না কারন গেল ক'দিনে তারা বিলুপ্ত হয়েছে । আমার মনে হয় প্রিন্স এবার বেশ কোমর বেধে এগিয়েছেন একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে , তাই যেন হয় । আর শিশুদের রক্তের বিনিময়ে পাওয়া টাকায় নতুন দালান বানিয়ে ফিলিস্তিনিরা বাস করবে ।

১৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১২

আমি নই বলেছেন: লেখক বলেছেন: নিহত গাজাবাসি শিশু , মহিলাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপুরন দিতে হবে ।

ভাই একটা কথা বলতে ভুলে গিয়েছি, গাজা বাসিরা মনে হয় না ক্ষতিপুরন চায়, ওরা চায় একটা স্থায়ী সমাধান, নিজেদের একটা স্বাধীন রাস্ট্র। আজকে ক্ষতিপুরন দিয়ে কালকেই আবার কেরে নিলে ঐ ক্ষতিপুরন নিয়ে লাভ কি।

১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯

শাহ আজিজ বলেছেন: ঐ সমাধানের জন্যই আরবদের এই সভা ।

১৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইজরায়েলের এই আক্রমন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা
কিন্ত মূল বিষয়টি ধর্ম যুদ্ধের ধারাবাহিকতা ।

...............................................................................
আধুনিকতার আবেশে আর নিজ দেশের জনগনের রােষানলে
পড়ার আগেই এই বিবৃতি আসল ।
প্রিন্সের অপরাধের অনেক তথ্যই আমেরিকা ও ইজরায়েলের হাতে আছে ।
...............................................................................
সুতরাং বৃটেন - আমেরিকা- ফ্রান্স এর তৈরী দানব এত সহজেই
আইন মানবে না , তার যে বার -বাড়ন্ত সময় চলছে ।
তাই ফিলিস্তিনি জনগণের প্রতিষ্ঠিত অধিকার আরও এক যুগে
ফিরে পাবে কিনা আমার সন্দেহ ।

১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: আসলেই যে কি হবে জানিনা কিন্তু এই রক্তস্রোত বন্ধ হোক ।

১৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ২:০৬

রানার ব্লগ বলেছেন: এতে ইসরাইলের বয়েই গেলো। যা করার তা তারা করে বসে আছে।

১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: অস্ত্র আছে টাকা আছে আর কি চাই ইসরায়েলের ? এবার ইহুদিরা বেশ বেপরোয়া , কোন কন্ডিশনে আসতে রাজী নয় ।

১৮| ১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১২

ক্লোন রাফা বলেছেন: ডিগবাজী খেতেও বেশি সময় লাগবেনা। চারিদিকে মুসলিম রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত ইজরাইল’কে আজকের পর্যায়ে নিয়ে আসার অবদান এই আরবদেরই। তাদের সালতানাত রক্ষার স্বার্থেই মেনে নিয়েছে বিশ্ব মোড়লদের সব অন্যায় আবদার। আবার গদি র ার জন্য পিছিয়ে যেতেও সময় নিবেনা এরা। ইরানের কাছে আজকেই যদি বলা হয় তাদেরকে পরমানু শক্তিধর হিসেবে মেনে নেওয়া হবে কালকেই অন্য সুরে কথা বলবে। এদের উপর আস্থা রাখার কোন উপায় নেই!
ধন্যবাদ, শা. আজীজ॥

১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: ঐ গোটা জায়গাই একটু বেশী গোলমেলে । একের পর এক উপসানালয় করে গেছে মানুষের চারিত্রিক বৈশিষ্ট না জেনেই । এখন সময় এসেছে ধর্ম বিশেষে স্থাপনাগুলো আলাদা করে ফেলা । মনে হয় তাতেই গোলমাল চুকবে । সহমত রাফা যে এদের উপর আস্থা রাখার কোন উপায় নেই!

১৯| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

আমি নই বলেছেন: লেখক বলেছেন: হামাসের রকেট ছোড়াকে বৈধতা দিয়ে ফেললেন একদমে ।

সমস্যাটা এখানেই। আপনারা ৭ অক্টোবরের আগে কিছু শুনতেই চান না। ৭ অক্টোবরের আগের ইসরাইলের হত্যা-দখল-নির্যাতনের ব্যাপারে কিছু বললেই হামাস সমর্থক, এটা সেটা বলা শুরু করেন। কেন ভাই? ইসরাইল-ফিলিস্তিনি সংকটতো ৭ অক্টোবরে শুরু হয় নাই এটা কেন মানতে পারেন না? পশ্চিম তীরে বা ৮৭ এর আগে হামাস ছিলনা তারপরেও হত্যা নির্যাতন কি কম হয়েছে?

ইজরায়েল তো ঐ জমিন ইংল্যান্ডের কাছ থেকে চুক্তিতে পেয়েছে , সেই চুক্তিকে অস্বীকার করবেন?

আপনার জানার ভুল আছে, যেই চুক্তির কথা বলতেছেন ঐটা ৪৮ এর সিমানা, ইসরাইলের ৪৮ সালের ম্যাপ দ্যাখেন আর আজকের ম্যাপ দ্যাখেন, এর পরেও না বুঝতে পারলে বলার কিছুই নাই।

২০| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.